1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস সমর্থকদের বিরুদ্ধে অভিযান

১৫ নভেম্বর ২০১৬

সকালে বার্লিন ও জার্মানির পশ্চিমাঞ্চলের বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন উগ্র ইসলামপন্থি মৌলবাদীদের বিরুদ্ধে তল্লাসি অভিযান চালানো হয়েছে৷ ‘প্রকৃত ধর্ম' নামের একটি সালাফি গোষ্ঠী ছিল এই অভিযানের লক্ষ্য৷

জার্মানিতে সালাফিস্টদের কোরান বিতরণ
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte

দশটি ফেডারাল রাজ্যে প্রায় ২০০টি বাসা ও কার্যালয়ে হানা দিয়েছে পুলিশ৷ সর্বত্র একই সময়ে হানা দেওয়া হয়, জার্মান সময় সকাল সাড়ে ছয়টায়৷ লক্ষণীয় যে, যে দশটি রাজ্যে অভিযান চালানো হয়েছে, এক বার্লিন ছাড়া সেগুলোর সব ক'টি সাবেক পশ্চিম জার্মানিতে – অর্থাৎ সাবেক পূর্ব জার্মানির রাজ্যগুলিতে নয়৷

‘দি ভারে রেলিগিওন' বা ‘প্রকৃত ধর্ম' সালাফি গোষ্ঠী ‘‘লিস!'' বা ‘পড়ো!' – এই নাম দিয়ে জার্মানিতে কোরানের একটি সনাতনপন্থি জার্মান অনুবাদের আড়াই কোটি কপি বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা নিয়েছে ও জার্মানির বিভিন্ন শহরে এভাবে কোরান বিতরণ করতে শুরু করেছে৷ শহরের গাড়ি-বর্জিত কেন্দ্রীয় বাজার এলাকায় কোরান বিতরণ নিষিদ্ধ করার সময় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের জানান যে, ‘প্রকৃত ধর্ম' গোষ্ঠীর প্রায় ১৪০ জন সদস্য ইসলামিক স্টেটের সদস্য হবার জন্য জার্মানি থেকে সিরিয়া ও ইরাক যাত্রা করেছে৷

মঙ্গলবার সকালের তল্লাসি অভিযানে যে রাজ্যটিতে পুলিশ বিশেষভাবে হানা দেয়, সেটি রাজ্যটির নাম  হেসে৷ সেখানে প্রায় ৬৫ বার হানা দেয় পুলিশ, তার মধ্যে শুধু ফ্রাংকফুর্ট শহরেই ১৫ বার৷

সালাফিরা শরিয়া আইন চালু করার পক্ষে৷ সপ্তাহ খানেক আগে জার্মান সরকার দেশে সালাফি মতাদর্শের সর্বোচ্চ প্রবক্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেন, যেমন ৩২ বছর বয়সি হেট প্রিচার আবু ওয়ালা৷ আবু ওয়ালা একজন ইরাকি৷ ২০০০ সাল থেকে তিনি জার্মানিতে আছেন৷ তিনি জার্মানিতে আইএস-এর হয়ে কাজ করে থাকেন বলে সন্দেহ করা হচ্ছে৷

এসি/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ