এসপিডি দলের সদস্যরা সরকারে যোগ দেবার প্রশ্নে ভোট দিতে শুরু করছেন৷ সিডিইউ দলেও সম্মেলনের তোড়জোড় চলছে৷ সবকিছু ঠিকমতো চললে আগামী মাসে জার্মানিতে সরকার গঠিত হতে পারে৷
বিজ্ঞাপন
গোটা ইউরোপ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে৷ জার্মানিতে শেষ পর্যন্ত সরকার গঠন করা সম্ভব হবে কিনা, তা নির্ভর করছে এসপিডি দলের ৪৬৩,৭২৩ জন সদস্যের রায়ের উপর৷ সোমবার থেকেই তাঁরা ডাকযোগে ব্যালট পেপার পেতে শুরু করবেন৷ ডাকযোগেই তাঁদের সেই ব্যালট ফেরত পাঠাতে হবে৷ গোটা প্রক্রিয়ার ব্যয় প্রায় ১৫ লক্ষ ইউরো৷ ২রা মার্চের মধ্যে যেসব ব্যালট জমা পড়বে, তার ভিত্তিতেই গণনা হবে৷ ৪ঠা মার্চ ফলাফল জানা যাবে৷
জার্মানির বর্তমান মন্ত্রিসভা
জার্মানিতে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর নেতৃত্বে ২০১৮ সালে নতুন মহাজোট সরকারের ১৬ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে৷ এই নিয়ে ম্যার্কেল নিজে চতুর্থবার চ্যান্সেলর হলেন৷ তিন শরিক দলের নতুন-পুরানো অনেক মুখ সেখানে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/F. Bensch
আঙ্গেলা ম্যার্কেল
চতুর্থ বারের মতো জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আঙ্গেলা ম্যার্কেল (৬৩)৷ একাধিক সংকট কাটিয়ে শেষ পর্যন্ত নিজের কর্তৃত্ব বজায় রাখতে পেরেছেন তিনি৷ তবে তাঁর অবস্থান আগের তুলনায় কিছুটা দুর্বল হয়ে পড়েছে৷ কোয়ালিশন চুক্তি অনুযায়ী কার্যকালের মাঝামাঝি সময়ে পর্যালোচনার অবকাশ রয়েছে৷ সম্ভবত তখনই ম্যার্কেল-এর ভবিষ্যৎ স্পষ্ট হয়ে যাবে৷
ছবি: AFP/Getty Images
হর্স্ট সেহোফার
বাভেরিয়ার সিএসইউ দলের শীর্ষ নেতা হর্স্ট সেহোফার-ও (৬৩) নিজের দলে বেশ কোণঠাসা হয়ে পড়েছিলেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই হয়েছিল৷ নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি৷ অভিবাসনের প্রশ্নে দলের কড়া অবস্থানের প্রতিফলন বজায় রেখেছেন সেহোফার৷
ছবি: picture-alliance/dpa/A. Geber
ওলাফ শলৎস
শহর-রাজ্য হামবুর্গের মুখ্যমন্ত্রী ও এসপিডি দলের নেতা ওলাফ শলৎস (৫৯) নতুন সরকারে অর্থমন্ত্রী এবং ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন তিনি৷ শান্ত স্বভাবের ধীর-স্থির এই মানুষটিকে ঘিরে দেশে-বিদেশে সবচেয়ে বেশি কৌতূহল দেখা যাচ্ছে৷ বিগত সরকারের বাজেট-ঘাটতি দূর করার সাফল্য ধরে রেখে তাঁকে বেশ কিছু কঠিন দায়িত্ব পালন করতে হবে৷
ছবি: picture-alliance/dpa/C. Charisius
হাইকো মাস
এসপিডি দলের নেতা হাইকো মাস (৫১) বিগত সরকারে আইন ও বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ নতুন সরকারে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন৷ এসপিডি দলের মধ্যে অপেক্ষাকৃত তরুণ এই নেতার প্রশাসনিক অভিজ্ঞতার কদর রয়েছে৷ পূর্বসূরি সিগমার গাব্রিয়েল জনপ্রিয়তার যে মাত্রা ছুঁয়েছিলেন, হাইকো মাস সেই অসাধ্য সাধন করতে পারবেন কিনা, সে দিকে সবার নজর থাকবে৷
ছবি: Getty Images/AFP/J. Thys
পেটার আল্টমায়ার
সিডিইউ দলের মধ্যে চ্যান্সেলর ম্যার্কেলের সবচেয়ে ঘনিষ্ঠ ও আস্থাভাজন নেতা পেটার আল্টমায়ার (৫৯) অর্থনীতি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী হয়েছেন৷ বিগত সরকারে তিনি চ্যান্সেলরের দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন৷ সিডিইউ দলের মন্ত্রীর সংখ্যা কমে যাওয়ায় তাঁর গুরুত্ব আরও বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/W. Borrs/NDR
উরসুলা ফন ডেয়ার লাইয়েন
মহাজোট সরকারে প্রতিরক্ষামন্ত্রী হিসেবেই থেকে গেছেন সিডিইউ দলের নেত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েন (৫৯)৷ ম্যার্কেলের উত্তরসূরি হিসেবে তাঁর নাম বারবার উঠে এলেও এখনো সেই ইঙ্গিত দেখা যাচ্ছে না৷ ইংরাজি ও ফরাসি ভাষায় পারদর্শী এই নেত্রী আন্তর্জাতিক মঞ্চে যথেষ্ট পরিচিত৷
ছবি: picture-alliance/AP Images/M. Kappeler
ইয়েন্স স্পান
তরুণ নেতা ও ম্যার্কেল-এর সমালোচক হিসেবে পরিচিত ইয়েন্স স্পান (৩৭) নতুন সরকারে স্বাস্থ্যমন্ত্রীর পদ পেয়েছেন৷ মন্ত্রিসভায় তাঁকে অন্তর্গত করার জন্য প্রবল চাপ ছিল৷ মাত্র ২২ বছর বয়সে সংসদ সদস্য হয়েছিলেন তিনি৷ ২০১৫ সালে অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন তিনি৷
ছবি: Getty Images
গ্যার্ড ম্যুলার
নতুন সরকারেও উন্নয়ন সাহায্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সিএসইউ দলের গ্যার্ড ম্যুলার (৬৩)৷ নিজের বিষয়ে অত্যন্ত পারদর্শী এই মন্ত্রী উন্নয়ন সাহায্যের ক্ষেত্রে বিশ্বমঞ্চেও যথেষ্ট স্বীকৃতি পেয়েছেন৷ বিশেষ করে আফ্রিকার উন্নয়নের ক্ষেত্রে তাঁর পরিকল্পনা প্রশংসা কুড়িয়েছে৷ বাংলাদেশে পোশাক শিল্পের শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে তিনি অনেক উদ্যোগ নিয়েছেন৷
ছবি: DW/S. Burman
কাটারিনা বার্লে
এসপিডি নেত্রী কাটারিনা বার্লে (৪৯) বিগত সরকারে পরিবার, বয়স্ক, নারী ও তরুণ প্রজন্মের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সক্রিয় ছিলেন৷ নতুন সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন৷ ব্রিটিশ বাবার সুবাদে তাঁর সে দেশের নাগরিকত্বও রয়েছে৷ ফলে প্রস্তাবিত সরকার তিনিই একমাত্র বিদেশি বংশোদ্ভূত প্রতিনিধি৷
ছবি: picture-alliance/dpa/M. Kappeler
ফ্রানৎসিস্কা গিফাই
জার্মানির পূর্বাঞ্চলে এসপিডি দলের জনপ্রিয় নেত্রী ফ্রানৎসিস্কা গিফাই (৩৯) এক ধাক্কায় বার্লিনের সমস্যায় জর্জরিত নয়ক্যোলন এলাকার মেয়র থেকে পরিবার কল্যাণমন্ত্রী হয়েছেন৷ কড়া হাতে তিনি অরাজকতা দূর করে এলাকার উন্নয়নের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন৷
ছবি: picture-alliance/dpa/M. Gambarini
আন্দ্রেয়াস শয়ার
সিএসইউ দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পর এবার নতুন মন্ত্রিসভায় পরিবহণমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আন্দ্রেয়াস শয়ার (৪৪)৷ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি পরিবহণ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন৷
ছবি: picture-alliance/ZUMA Wire/S. Babbar
হুব্যার্টুস হাইল
দু-দুবার এসপিডি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পর এবার নতুন সরকারে শ্রমমন্ত্রী হয়েছেন হুব্যার্টুস হাইল (৪৬)৷ সামাজিক সুরক্ষাসহ এসপিডি দলের মূল অঙ্গীকারগুলি রূপায়নের ক্ষেত্রে এই পদের বিশেষ গুরুত্ব রয়েছে৷ এই মন্ত্রণালয়ের বাজেটের অঙ্ক সবচেয়ে বড়৷
ছবি: Imago/photothek/M. Gottschalk
আনিয়া কারলিচেক
নতুন সরকারে শিক্ষামন্ত্রী হয়েছেন সিডিইউ দলের নেত্রী আনিয়া কারলিচেক (৪৬)৷ ২০১৩ সাল থেকে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ সংসদে দলের চিফ হুইপ হিসেবে সক্রিয় থাকলেও তিনি জনমানসে তেমন পরিচিত নন৷
ছবি: imago/M. Popow
ইয়ুলিয়া ক্ল্যোকনার
সিডিইউ দলের অপেক্ষাকৃত তরুণ নেত্রী ইয়ুলিয়া ক্ল্যোকনার (৪৫) অনেককাল ধরে রাইনল্যান্ড প্যালেটিনেট রাজ্য শাখার সভাপতি ছিলেন৷ নতুন সরকারে তিনি খাদ্য ও কৃষিমন্ত্রী হয়েছেন৷ রক্ষণশীল ও মুক্ত বাণিজ্যের প্রবক্তা হিসেবে তিনি পরোক্ষভাবে ম্যার্কেলের উদার শরণার্থী নীতির সমালোচনা করেছেন৷
ছবি: picture-alliance/dpa/G.Fischer
স্ভেনিয়া শুলৎসে
নতুন পরিবেশমন্ত্রী হিসেবে শেষ মুহূর্তে এসপিডি দলের তালিকায় স্থান পেয়েছেন স্ভেনিয়া শুলৎসে (৪৯)৷ ফেডারেল সরকারে কাজের অভিজ্ঞতা না থাকলেও তিনি জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফেলিয়ায় বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবন মন্ত্রী হিসেবে কাজ করেছেন৷
ছবি: picture-alliance/dpa/R.Vennenbernd
ডোরোটে বেয়ার
বাভেরিয়ার সিএসইউ দলের তরুণ নেত্রী ডোরোটে বেয়ার (৩৯) চ্যান্সেলর দফতরের অধীনে ডিজিটাল প্রযুক্তির দায়িত্ব পেয়েছেন৷ রাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি জার্মানিতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চান৷ সিএসইউ দলের একমাত্র নারী মন্ত্রী হিসেবে তিনি বাড়তি গুরুত্ব পাবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷
ছবি: picture alliance/dpa/B. von Jutrczenka
হেলগে ব্রাউন
সিডিইউ দলে পরবর্তী প্রজন্মের নেতৃ্ত্বে হেলগে ব্রাউন (৪৫) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন৷ নতুন সরকারে চ্যান্সেলর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তাঁকে বেছে নিয়েছেন চ্যান্সেলর ম্যার্কেল৷
ছবি: Imago/Reiner Zensen
17 ছবি1 | 17
এসপিডি নেতৃত্ব সরকারে যোগ দেবার প্রশ্নে সদস্যদের সম্মতির আশা করছেন৷ প্রচার অভিযানের শুরুতেই তাঁরা সদস্যদের মনোভাব কিছুটা টের পাচ্ছেন৷ অনেক সদস্যই মনেপ্রাণে চান না, দল আবার মহাজোটের শরিক হোক৷ কিন্তু তাঁদের আশঙ্কা, বিকল্প হিসেবে আবার নতুন নির্বাচন অনুষ্ঠিত হলে দল চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে৷ বিশেষ করে জনমত সমীক্ষায় এসপিডির প্রতি সমর্থন যেভাবে রেকর্ড মাত্রায় কমে গেছে, তার পরিপ্রেক্ষিতে নতুন নির্বাচনে দলের ফলাফল মারাত্মক হতে পারে৷ এমনকি পপুলিস্ট এএফডি দল বেশি ভোট পেয়ে এসপিডিকে পেছনে ফেলে দিতে পারে৷ আঙ্গেলা ম্যার্কেলের ছত্রছায়ায় আবার সরকার গড়া নিয়ে যাদের মনে সংশয় রয়েছে, তাঁরা এবারের কোয়ালিশন চুক্তিতে এসপিডি দলের আধিপত্য নিয়েই সন্তুষ্ট থাকতে পারেন৷ বিভিন্ন শহরের এসপিডি মেয়ররা মহাজোটের পক্ষে সমর্থন জানানোর ফলে দলের নেতৃত্ব কিছুটা স্বস্তি বোধ করছে৷
তবে এসপিডি দলের মধ্যে মহাজোট-বিরোধীরাও হাত গুটিয়ে বসে নেই৷ দলের এই অংশ মনে করে, সরকারে যোগ দেবার বদলে বিরোধী আসনে থেকে একেবারে নতুন করে দলকে ঢেলে সাজানো উচিত৷ যুব শাখা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতারা এই মনোভাব পোষণ করেন৷
গত নির্বাচনে শুধু এসপিডি নয়, ইউনিয়ন শিবিরও বেশ খারাপ ফল করার পর সিডিইউ ও সিএসইউ দলের মধ্যেও বিতর্ক চলছে৷ দলীয় সম্মেলনের আগে সিডিইউ দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ স্বাস্থগত কারণে দলের সাধারণ সম্পাদক পেটার টাউবার পদত্যাগ করার সিদ্ধান্ত নেবার পর সেই পদে নতুন মুখ খুঁজতে হবে৷ ২৬শে ফেব্রুয়ারি দলীয় সম্মেলনের আগে দলের নেত্রী আঙ্গেলা ম্যার্কেল সম্ভাব্য মহাজোট সরকারে ৬ জন মন্ত্রীর নামও ঘোষণা করতে চান৷ দলের সব অংশের মধ্য থেকে মন্ত্রীদের নাম ঘোষণার জন্য চাপ বাড়ছে৷ গত নির্বাচনে এএফডি দলের অভাবনীয় সাফল্যের পর সিডিইউ দলের একাংশ ভবিষ্যতে আরও রক্ষণশীল অবস্থানের উপর জোর দিচ্ছে৷ বাভেরিয়ার সিএসইউ দলেও ইউনিয়ন শিবিরের আদর্শগত অবস্থান নিয়ে বিতর্ক চলছে৷