1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সরকার গড়ার আলোচনা

৬ অক্টোবর ২০২১

জার্মানিতে সরকার গড়ার লক্ষ্যে প্রাথমিক আলোচনার প্রথম পর্ব শেষ৷ এবার ত্রিপাক্ষিক আলোচনায় দুটি বিকল্প জোটের মধ্যে একটিকে বেছে নেবার চেষ্টা চলছে৷ দ্রুত সিদ্ধান্তের অঙ্গীকার করছে দলগুলি৷

Sondierungsgespräche zwischen Grünen & SPD
ছবি: Annegret Hilse/REUTERS

সাধারণ নির্বাচনের পর জার্মানির আগামী জোট সরকার গড়ার লক্ষ্যে সব পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক প্রাথমিক আলোচনা শেষ৷ তবে মঙ্গলবার সবুজ দল ও রক্ষণশীল ইউনিয়ন শিবিরের নেতাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকের পরেও কোনো স্পষ্ট দিশা দেখা যাচ্ছে না৷ অন্যদিকে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ ‘কিংমেকার' হিসেবে সবুজ দল ও উদারপন্থি এফডিপি দুই বড় রাজনৈতিক শক্তির মধ্যে কোনো একটিকে এখনো চালকের আসনে বেছে নিচ্ছে না৷

এমন অস্পষ্ট অবস্থা সত্ত্বেও গভীর সন্তোষ প্রকাশ করেছে বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির৷ নির্বাচনে ভরাডুবির পর দ্বিতীয় স্থানে এসে পড়লেও আগামী সরকারের নেতৃত্ব দেবার ক্ষীণ আশা আঁকড়ে ধরে রয়েছে রক্ষণশীল দল৷ বিশেষ করে শিবিরের বিধ্বস্ত ও কোণঠাসা নেতা আরমিন লাশেট নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনো  চ্যান্সেলর হবার স্বপ্ন দেখছেন৷ মতপার্থক্য সত্ত্বেও সবুজ দল প্রথম দফা আলোচনায় সেই সম্ভাবনা উড়িয়ে না দেওয়ায়ই তিনি খুশি৷ লাশেট বলেন, এমন মতপার্থক্য দূর করা অবশ্যই সম্ভব হবে৷

দুই ‘কিংমেকার' দল অবশ্য ইউনিয়ন শিবিরের একটি আচরণে চরম বিরক্তি প্রকাশ করেছে৷ প্রথমে এফডিপি, তারপর সবুজ দলের সঙ্গে আলোচনার পর গোপনীয়তার প্রতিশ্রুতি ভেঙে ইউনিয়ন শিবির থেকে কেউ বা কারা সংবাদ মাধ্যমের কাছে কিছু মন্তব্য ফাঁস করে দেবার কারণেই এমন অসন্তোষ দেখা যাচ্ছে৷ এমন পরিস্থিতি এড়াতে নির্বাচনে জয়ী এসপিডি-সহ চার রাজনৈতিক শক্তি মিলে কড়া নিয়ম স্থির করেছে৷ প্রতিনিধিদলের কোনো সদস্য আলোচনার বিষয়বস্তু ফাঁস করে ধরা পড়লে তাকে আলোচনা থেকে সরিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে সরকারের অংশ হলে সেই ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ পদ পাবেন না৷

সবুজ দলের নেতা রোব্যার্ট হাবেক বলেছেন, তার দল আবার এফডিপি দলের নেতাদের সঙ্গে আলোচনা করবে৷ এসপিডি দল ও ইউনিয়ন শিবিরের সঙ্গে প্রাথমিক আলোচনার অভিজ্ঞতার ভিত্তিতে তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিতে চায়৷ কারণ তিন দলের জোট সরকার গঠন করতে হলে ‘কিংমেকার' হিসেবে এই দুই দলের সহযোগিতা অপরিহার্য হবে৷ হাবেক এবং আনালেনা বেয়ারবক আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্তের আশা প্রকাশ করেন৷

এমন পরিস্থিতিতে এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলৎস-কে ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নিতে হবে৷ তাঁর দল রোববারই জানিয়ে দিয়েছে, যে তারা সবুজ দল ও এফডিপি-র সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনার জন্য প্রস্তুত৷ কিন্তু এই দুই দলকে কাছে টানতে তাঁর পক্ষে কতটা ছাড় দেওয়া সম্ভব, তার উপর আগামী জোট সরকারের রূপরেখা নির্ভর করবে৷ বিশেষ করে এফডিপি দলের সঙ্গে দরকষাকষি কঠিন হতে পারে৷ ইউনিয়ন শিবির আরও বেশি ছাড় দিলে শেষ পর্যন্ত তারাই চালকের আসনে বসতে পারে৷ সবুজ দলের বেশিরভাগ দাবি মেনে নিয়ে লাশেট সেই পথ প্রশস্ত করতে পারেন৷ জনমত সমীক্ষায় প্রায় তিন-চতুর্থাংশ মানুষ ইউনিয়ন শিবিরকে বিরোধী আসনে দেখতে চাইলেও সিডিইউ ও সিএসইউ দলের ইউনিয়ন এখনো হাল ছাড়তে প্রস্তুত নয়৷ এমনকি সেটা সম্ভব হলেও লাশেট নিজে শেষ পর্যন্ত চ্যান্সেলর হতে পারবেন কিনা, সে বিষয়ে সংশয় দেখা দিচ্ছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ