লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদের সময় সাংবাদিক ও পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জার্মান সরকার৷ গত কিছুদিনে জার্মানির অন্তত দুটি শহরে এমন হামলা হয়৷
বিজ্ঞাপন
গত শনিবার লকডাউনের কড়াকড়িরবিরুদ্ধে প্রতিবাদের সময় রাজধানী বার্লিনে সাংবাদিক ও পুলিশের ওপর হামলা হয়৷ হামলায় তিনজন টেলিভিশন সাংবাদিক এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন৷ এর আগে জার্মানির দক্ষিণাঞ্চলের শহর ডর্টমুন্ডেও এমন হামলা হয়েছিল৷ দুটি ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
সোমবার জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সাইবার্ট সাংবাদিক ও পুলিশের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, প্রতিবাদ মত প্রকাশের একটি উপায়, তবে প্রতিবাদের নামে হামলা কখনো মেনে নেয়া যায় না৷ তিনি বলেন, ‘‘পুলিশ এবং সাংবাদিকদের বিরুদ্ধে এই আগ্রাসনের তীব্র জানানো দরকার৷’’
লকডাউনের কঠোরতার বিরুদ্ধে বিক্ষোভের সময় অনেক বিক্ষোভকারীকে ‘হেট স্পিচ’ ছড়াতেও দেখা যায়৷ জার্মান সরকারের মুখপাত্র এর বিরুদ্ধেও নিন্দা জানান৷
এসিবি/কেএম (এপি)
৫ মে’র ছবিঘরটি দেখুন...
জার্মানিতে খুলেছে সেলুন
করোনাকালে কয়েক সপ্তাহের বিধিনিষেধ কাটিয়ে সোমবার থেকে জার্মানিতে খুলেছে সেলুন৷ তবে কাজ করতে হবে শারীরিক দূরত্বের সব বিধি মেনে৷
ছবি: DW/S. Kinkartz
শারীরিক দূরত্ব মানায় কড়াকড়ি
জার্মানির সেলুন ও বিউটি পার্লারের মালিক ও কর্মীরা এই দিনটির অপেক্ষাতেই ছিলেন৷ তবে সরকার সেলুন খোলার অনুমতি দিলেও স্বাস্থ্য সুরক্ষার যথাযথ নির্দেশনা মেনে কাজ করতে হবে৷
ছবি: picture-alliance/dpa/H. Ringhofer
মাস্ক না থাকলে কাটা হবে না চুল
চুল কাটার সময় নাপিত এবং ক্লায়েন্ট উভয়ের মাস্ক পরা বাধ্যতামূলক৷ চুল কাটতে অপেক্ষমানদেরও যতটুকু সম্ভব সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে৷
ছবি: picture-alliance/dpa/Belga/T. Roge
আগে চুল ধুয়ে তারপর কাট
সংক্রমণ এড়াতে জার্মানির বেশির ভাগ পার্লার নতুন একটি নিয়ম চালু করেছে৷ চুল কাটতে চাইলে আগে অবশ্যই চুল ধুয়ে নিতে হবে৷ যদিও চুলে যে তাপমাত্রার পানি ব্যবহার করা হয় সেটা ভাইরাস মারতে খুব একটি কার্যকর হবে না বলে মত অনেকের৷
ছবি: Colourbox/Marin Conic
খুশি সাধারণ মানুষ
বিশ্বজুড়ে লকডাউন অবস্থায় বাড়ন্ত চুল নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন, জার্মানিও তার ব্যতিক্রম নয়৷ চুল কাটতে কেউ কেউ পরিবারের সদস্যদের দ্বারস্ত হয়েছেন, কেউ অনলাইনে নানা ভিডিও দেখে নিজে নিজেই চেষ্টা করেছেন৷ উপায় না পেয়ে পুরো মাথা ন্যাড়া করে ফেলতেও বাধ্য হয়েছেন অনেকে৷ সেলুন খোলায় তাই সব ধরনের মানুষের মনে স্বস্তি ফিরেছে৷
ছবি: picture-alliance/dpa/T. Frey
নারী কর্মী
জার্মানিতে সেলুন বা পার্লারে চুল কাটার কাজ নারীরাই বেশি করেন৷ ২০১৮ সালের তথ্যানুযায়ী, ওই বছর নতুন আরো সাত হাজার ১০০ জন নারী এ কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছেন৷ যেখানে পুরুষের সংখ্যা দুই হাজার ৫০০৷
ছবি: picture-alliance/dpa/J. Regovic
কম বেতন
সমাজে গুরুত্বপূর্ণ পেশার একটি নাপিত৷ প্রশিক্ষণ ও দক্ষতা ছাড়া এ কাজ সঠিকভাবে করা সম্ভব না৷ কিন্তু নাপিতদের বেতন খুব কম৷ একটি পরিসংখ্যান অনুযায়ী, জার্মানির সব ধরনের হেয়ারড্রেসারদের মধ্যে ১৬ শতাংশের গড় বেতন মাসে ৪৫০ ইউরোর কম৷ অথচ এই খাতে বার্ষিক টার্নওভার ৭০০ কোটি ইউরোর বেশি৷