1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নব্য-নাৎসিরা পালিয়ে বেড়াচ্ছে

৫ জুন ২০১৭

জার্মান সরকারের প্রকাশ করা তথ্য বলছে, ‘ডানপন্থি অপরাধ-'এর সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬২ জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি৷ বিষয়টি খুবই উদ্বেগের বলে মন্তব্য করেছে বাম দল৷

ছবি: picture-alliance/dpa/U. Deck

সংসদে এক প্রশ্নের জবাবে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে বলে রবিবার ফুংকে মিডিয়া গ্রুপের সংবাদপত্রগুলো জানিয়েছেন৷

পালিয়ে থাকাদের মধ্যে ১০৪ জনের বিরুদ্ধে সহিংস অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ আর ১০৬ জন রাজনৈতিক উসকানিমূলক অপরাধের সঙ্গে জড়িত৷ ৯৮ জন ২০১৫ সাল বা তারও আগে থেকে পালিয়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

ডানপন্থি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত অপরাধীদের মধ্যে গ্রেপ্তার এড়ানোর সংখ্যা বাড়ছে৷ ২০১৫ সালে ৩৭২ জন সন্ত্রাসী পলাতক অবস্থায় ছিল কিংবা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল বলে বিশ্বাস করা হয়৷

নব্য-নাৎসিদের দল ‘এনএসইউ ২০০০' থেকে ২০০৭ সাল পর্যন্ত সক্রিয় ছিল৷ এই সময়ের মধ্যে তারা ১০ জন বিদেশিকে হত্যা, দুটো বোমা হামলার ঘটনা ও ১৫ টি ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত ছিল৷

জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কয়েকটি নিষিদ্ধ নব্য-নাৎসি গ্রুপ তাদের কার্যক্রম আবারও শুরু করেছে৷ যেমন, ২০০০ সালে ‘কমব্যাট ১৮' নামে একটি গোষ্ঠী ও তাদের সমর্থক ‘ব্লাড অ্যান্ড অনার' গ্রুপকে নিষিদ্ধ করেছিল বার্লিন রাজ্য কর্তৃপক্ষ৷ তবে গত চার বছর ধরে ‘কমব্যাট ১৮' আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানুয়ারিতে জানায় কর্তৃপক্ষ৷

‘খুবই উদ্বেগের'

অভ্যন্তরীণ নীতি বিষয়ক বাম দলের মুখপাত্র উলা ইয়েল্পকে ফুংকে মিডিয়া গ্রুপকে বলেছেন, এত সংখ্যক অপরাধীর পালিয়ে থাকার সংখ্যা জেনে তিনি আতংক বোধ করছেন৷ ‘‘এতজন নব্য-নাৎসির এতদিন ধরে পালিয়ে থাকার খবর জেনে আমি খুবই উদ্বিগ্ন,'' বলেন তিনি৷

পরিসংখ্যান বলছে, অপরাধীদের ধরতে কর্তৃপক্ষ তাদের তৎপরতা এখনও বাড়ায়নি৷

রেবেকা স্টাউডেনমায়ার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ