1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিন্টি ও রোমা

৯ এপ্রিল ২০১২

ইউরোপীয় ভবঘুরে উপজাতির মানুষদের নাৎসি আমলেই ইহুদিদের সাথে এক পর্যায়ে ফেলে নিপীড়ন করা হয়েছিল৷ জার্মানিতে এরা প্রধানত রোমা এবং সিন্টি৷ আজও এদের বিরুদ্ধে একটি গোপন বিদ্বেষ নানা জায়গায় মাথা চাড়া দেয়৷

ছবি: DW/M.Ilcheva

‘‘একটি গোটা রোমা গ্রাম বার্লিনে এসে বাসা বেঁধেছে'', অথবা ‘‘রোমা ছেলেমেয়েদের সামলাতে গিয়ে বার্লিনের শিক্ষক-শিক্ষিকারা গলদঘর্ম'', বার্লিনের বিভিন্ন দৈনিকে এই ধরণের শীর্ষক খবর অতীতের নয়, চলতি মাসেরই৷ সেই সঙ্গে থাকে রিপোর্ট: এই ভবঘুরেরা কিভাবে যেখানেই থাকে, সেখানেই ময়লা ফেলে; কিংবা তারা কিভাবে জোঁকের মতো ছেঁকে ধরে রাস্তায় ভিক্ষে করে; কিংবা তারা কিভাবে জার্মানিতে থেকে নামে-বেনামীতে সামাজিক ভাতা আদায় করে৷

শত শত বছর ধরে ইউরোপের প্রায় সব দেশে যাদের এই রকম অপবাদ শুনতে হয়েছে, তারা আজ একবিংশ শতাব্দীতে এসেও সন্দেহের পাত্র৷ জার্মানির ৪৪ শতাংশ মানুষ আজও বিশ্বাস করে যে, সিন্টি ও রোমাদের মধ্যে একটা সহজাত অপরাধপ্রবণতা আছে৷ ৪০ শতাংশ তাদের বসতবাড়ির কাছাকাছি ভবঘুরেরা বাসা বাঁধলে অস্বস্তি বোধ করে৷ এ'সবই একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফল৷ অথচ যাদের সমীক্ষা করা হয়েছে, তাদের অধিকাংশ সম্ভবত কোনোদিন কোনো রোমা কিংবা সিন্টি'কে দেখেনি৷

অবশ্য তা'তে কোনো ক্ষতি নেই৷ রোমারা যখন প্রায় ৬০০ বছর আগে - তারা বলে, ভারত থেকে - ইউরোপে এসে পৌঁছয়, তার পর থেকেই তারা যতোটা না বাস্তবের, তার চাইতে বেশি কল্পলোকের অধিবাসী৷ সেই কল্পলোক কিন্তু সার্ভান্তেজ থেকে শেক্সপিয়ার, এমনকি গুইন্টার গ্রাসেরও হতে পারে৷ সর্বক্ষেত্রেই তারা একদিকে যেমন রোম্যান্টিক, অন্যদিকে তেমন ভীতিপ্রদ ও অপরাধপ্রবণ৷ যৌন বিচারেও তাদের জীবন - অন্তত গ্রাম কি শহরের স্থায়ী বাসিন্দাদের কল্পনায় - লাগামছাড়া৷

নাৎসি আমলে সিন্টি ও রোমাদের উপর নিপীড়ন নিয়ে ২০০৮ সালের একটি প্রদর্শনীছবি: dapd

জার্মানিতে আজ যে সব রোমা এবং সিন্টিদের বাস, তারা স্কুল-কলেজ, অফিস-কাছারি, সর্বত্রই এই কল্পনার রোমাদের সঙ্গে একত্রভাবে যুগযুগান্তের কুসংস্কারাচ্ছন্ন ধ্যান-ধারণার মুখোমুখি হন৷ কোনো রোমা কিংবা সিন্টি দায়ে কিংবা অভাবে পড়ে হোক, কিছু করলেই হল৷ সেই অপকাজের দুর্নামটাও বাকি সকলের ভাগ্যে জোটে৷

মজার কথা, সিন্টি এবং রোমারা কিন্তু জার্মানিতে জাতীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃত এবং সেই অনুযায়ী সরকারিভাবে সুরক্ষিত৷ কিন্তু বিদ্বেষ ও গালিগালাজের হাত থেকে তাদের বাঁচাবে কে? তাই ফেসবুক কিংবা ইউটিউবে গেলেই দেখা যায়, ইউরোপের এই আদিম, স্বাধীন, রোম্যান্টিক যাযাবরদের বিরুদ্ধে কি'ধরণের অপপ্রচার চলেছে৷ এবং এ'ক্ষেত্রে নব-নাৎসিরাও যে আবার সোচ্চার, সেটাই হয়তো সিন্টি ও রোমাদের সবচেয়ে আতঙ্কের বস্তু৷

বলতে কি, ১৯৪৫ সাল যাবৎ জার্মানিতে রোমাদের আলাদা করে কোনো পরিসংখ্যানই রাখা হয় না৷ এবং কসোভো কিংবা পূর্ব ইউরোপের অন্যান্য দেশ থেকে কতোজন মানুষ জার্মানিতে এলো কিংবা না এলো, তার সঙ্গে রোমাদের কোনো সম্পর্কই নেই৷ তবুও ঠিক সেই বহিরাগত প্রসঙ্গেই বার বার তাদের নাম এসে পড়ে; পত্রপত্রিকায় লেখা হয়, ‘‘হাজার হাজার রোমা'' জার্মানিতে আসছে৷

সিন্টি ও রোমাদের সাহায্যের জন্য কোলোনে একটি আশ্রয়কেন্দ্রছবি: DW

এ'ভাবেই কিন্তু জার্মানিতে এই সেদিনও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে বিদ্বেষ শেষমেষ প্রত্যক্ষ শারীরিক আক্রমণে পরিণত হয়েছে৷ জার্মান পুলিশও তাদের প্রথাগত জাতিগত চিন্তাধারা থেকে মুক্ত হতে পারেনি, বলেন গবেষকরা৷ আজও পুলিশ রিপোর্টে পরদেশি, নয়তো যার বাড়ির ঠিক নেই, নয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ - নানা বর্ণনায় সেই একই ইঙ্গিত প্রচ্ছন্ন থাকে: এরা হল যাযাবর, ভবঘুরে, ‘সিগয়নার'৷

প্রতিবেদন: আন্দ্রেয়া গ্রুনাউ / অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ