1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের টিকা নেয়া বাধ্যতামূলক

১১ ফেব্রুয়ারি ২০২২

নার্সিং হোম, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করার আইন বাস্তবায়নের অনুমোদন দিলো জার্মানির আদালত৷ আগামী মাস থেকে এই আইন কার্যকরের পরিকল্পনা করেছে জার্মান সরকার৷

ছবি: Sebastian Gollnow/dpa/picture alliance

শুক্রবার জার্মানির সংসদীয় আদালত ওলাফ শলৎস সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের অনুমতি দিয়েছে৷ এতে স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দিতে টিকা সম্পূর্ণকরণের সনদ বা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দাখিল করতে হবে৷

এর আগে জার্মান সংসদে আইনটি অনুমোদিত হওয়ার পর কোনো কোনো রাজ্যের সরকার তা প্রয়োগ করতে অস্বীকার করে৷ কোনো আইন প্রয়োগে এমন সংকট নিরসনের চেষ্টা দেশটির জন্য বিরল ঘটনা৷ বিরোধীরা এই আইনের স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন৷ তবে সেটি বাতিল করে দিয়েছে আদালত৷ এতে ১৫ মার্চ থেকে আইনটি কার্যকরে আর কোনো বাধা থাকলো না৷

তবে টিকা আইন সাংবিধানসম্মত কিনা সে বিষয়ে আদালতের পরে রায় দেয়ার কথা রয়েছে৷

বাধ্যতামূলক করোনা টিকা নিতে অনেক জার্মান স্বাস্থ্যকর্মীর অনীহা

02:12

This browser does not support the video element.

কী আছে আইনে

এই আইন অনুযায়ী সেবাকেন্দ্র, হাসপাতাল, চিকিৎসকদের ক্লিনিকে কর্মরত সব কর্মী, সেই সঙ্গে ধাত্রী, ফিজিওথেরাপিস্ট, মেসেজ থেরাপিস্টদেরও টিকা সম্পূর্ণকরণের সনদ বা করোনা থেকে সেরে ওঠার প্রমাণপত্র দাখিল করতে হবে৷ স্বাস্থ্যসেবা নিতে আসা গুরুতর রোগীরা যাতে বাড়তি ঝুঁকিতে না পড়েন সেই জন্যে এই ব্যবস্থা কার্যকর করতে চায় সরকার৷

তবে স্বাস্থ্যগত কারণে কেউ যদি টিকা নিতে না পারেন, তার উপর এই আইন কার্যকর হবে না৷ অন্যথায় স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিকে তাদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ দিতে পারবে৷

তবে আইনটি কার্যকর নিয়ে সমালোচকদের বেশ কিছু উদ্বেগও রয়েছে৷

বর্তমানে জার্মানিতে এমনিতেই প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে৷ এ কারণে পুরো সক্ষমতা ব্যবহারে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো৷ এমন অবস্থায় এই আইনের কারণে অনেক স্বাস্থ্যকর্মী তাদের পেশা ছেড়ে দিতে পারেন, যা পরিস্থিতি আরো নাজুক করে তুলতে পারে বলে মনে করেন বিরোধীরা৷

সোমবার বাভেরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার ঘোষণা দিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী তিনি ১৫ মার্চ থেকে রাজ্যটিতে এই আইন কার্যকর করবেন না৷ রক্ষণশীল সিডিইউ দলের প্রধান ফ্রিডরিশ ম্যার্ৎসও আইন প্রয়োগের খুঁটিনাটি বিষয়ে সরকারকে আরো স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন৷

এফএস/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ