তুরস্ক সরকার বার্লিন, কোলন ও ফ্রাঙ্কফুর্টে স্কুল খোলার বিষয়ে জার্মান সরকারের সঙ্গে একটি খসড়া চুক্তিতে উপনীত হয়েছে৷ জার্মানিতে প্রায় ৩০ লাখ তুর্কি বসবাস করেন৷ যাদের অর্ধেকের বেশি এখন জার্মান পাসপোর্টের মালিক৷
বিজ্ঞাপন
খসড়া চুক্তিতে জার্মানির তিন নগরীতে তুর্কি স্কুল খোলার পাশাপাশি আঙ্কারা, ইস্তাম্বুল ও ইজমিরে জার্মান ভাষার স্কুল খোলার বিষয়েও আলোচনা হয়েছে৷
ইজমিরে জার্মান দূতাবাস পরিচালিত একটি স্কুল আগে ছিল৷ কিন্তু২০১৮ সালে নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা বলে সেটি বন্ধ করে দেন রিচেপ তাইয়্যিপ এর্দোয়ান৷
গত গ্রীষ্মে দুই দেশ স্কুল খোলার বিষয়ে নতুন করে আলোচনা শুরু করে এবং একটি খসড়া চুক্তিতে উপনীত হয়৷ এখন ওই খসড়া চুক্তির পর্যালোচনা চলছে৷
তুর্কি স্কুলগুলো ‘রিপ্লেসমেন্ট স্কুল' এর আদলে পরিচালিত হবে৷ তবে প্রাইভেট স্কুল হওয়ায় সেগুলো তাদের নিজস্ব সিলেবাস বেছে নিতে পারবে৷ শিক্ষক নিয়োগও স্কুল কর্তৃপক্ষের হাতে৷ সরকারি স্কুলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা উপকরণও তারা আমদানি করতে পারবে৷
যদিও সবই অবশ্যই জার্মান সরকারের অনুমোদন নিয়ে এবং তাদের কোনো কর্মকাণ্ড আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না৷ অন্যান্য দেশের স্কুলের মত তুরস্ক সরকার ওই স্কুল পরিচালনায় থাকতে পারবে না৷ প্রাইভেট প্রতিষ্ঠানকে সেটি পরিচালনা করতে হবে৷
শরণার্থী সংকট নিরসনে তুরস্ককে ম্যার্কেলের আশ্বাস
তুরস্ক সফর করলেন আঙ্গেলা ম্যার্কেল৷ তাঁর সঙ্গে বৈঠকে তুরস্ককে ইইউ-র সদস্য করার দাবি তুলে ধরেন তুর্কি প্রধানমন্ত্রী৷ জার্মান চ্যান্সেলর তাতে সমর্থন জানিয়ে বলেছেন, শরণার্থী সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতা খুব প্রয়োজন৷
ছবি: picture-alliance/AP Photo/O. Berg
আঙ্কারায় ম্যার্কেল
ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের স্রোত নিয়ন্ত্রণের বিষয়ে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সঙ্গে বৈঠক করতে রবিবার আঙ্কারায় যান ম্যার্কেল৷ বৈঠকে শরণার্থী ইস্যু নিয়েই মূলত আলোচনা হয়েছে৷ নিজের বক্তব্যে ম্যার্কেল তুরস্কের ইইউ সদস্য হওয়ার দাবিকে সমর্থন করার আশ্বাস দেন৷ তুরস্কের আরো কিছু গুরুত্বপূর্ণ দাবিও বিবেচনা করার আশ্বাস দিয়েছেন তিনি৷
জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ২০ লক্ষ সিরীয়কে আশ্রয় দিয়েছে তুরস্ক৷ জার্মান চ্যান্সেলরের বক্তব্যে এই বিষয়টি গুরুত্ব পাওয়ায় এবং জার্মানি এই সংকটে তুরস্কের পাশে থাকবে জানানোয় আহমেদ দাভুতোগলু জানান, ‘‘(শরণার্থীর) চাপ ভাগাভাগির বেলায় আন্তর্জাতিক মহল দুঃখজনকভাবে তুরস্ককে একা ফেলে রেখেছিল৷ আগের চেয়ে ভালো দৃষ্টিভঙ্গি দেখে আমরা খুশি৷’’
ছবি: Getty Images/AFP/B. Kilic
তুরস্ক প্রসঙ্গে ইইউ-র সাম্প্রতিক অবস্থান
ম্যার্কেলের সঙ্গে বৈঠকে দাভিতোগ্লু যে দু’টি বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন, সেগুলো ইতিমধ্যে ইইউ বৈঠকেও আলোচিত হয়েছে৷ তুরস্কে অবস্থানরত সিরীয়দের জন্য তুর্কি সরকারকে ৩ বিলিয়ন ইউরোর অর্থ সহায়তা দেয়া এবং ইইউ অঞ্চলে তুর্কিদের ভিসা প্রাপ্তি সহজ করার সিদ্ধান্ত ইউরোপের ২৮টি দেশের জোট মোটামুটি চূড়ান্ত করেছে বলেই জানা গেছে৷
ছবি: picture-alliance/NurPhoto/K. Ntantamis
জার্মানিতে অভিবাসীবিরোধীতা
ইতিমধ্যে ব্যাপক শরণার্থীর ঢল নামায় জার্মানির ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকজন সরকার এবং বিরোধী দলীয় রাজনীতিবিদ৷ শরনার্থীবিরোধী বিক্ষোভ সমাবেশ নতুন করে শুরু করছে পেগিডা৷ এদিকে শনিবার কোলনের মেয়র প্রার্থী হেনরিয়েটে রেকার-এর ওপর হামলা হয়৷ ছুরির আঘাতে আহত হলেও তিনি এখন সুস্থ হওয়ার পথে৷ প্রথম নারী হিসেবে কোলনের মেয়রও নির্বাচিত হয়েছেন তিনি৷ অভিবাসীবিরাধী সংগঠন পেগিডা এই হামলায় জড়িত বলে ধারণা করা হচ্ছে৷