1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে হচ্ছে তুর্কি স্কুল

১০ জানুয়ারি ২০২০

তুরস্ক সরকার বার্লিন, কোলন ও ফ্রাঙ্কফুর্টে স্কুল খোলার বিষয়ে জার্মান সরকারের সঙ্গে একটি খসড়া চুক্তিতে উপনীত হয়েছে৷ জার্মানিতে প্রায় ৩০ লাখ তুর্কি বসবাস করেন৷ যাদের অর্ধেকের বেশি এখন জার্মান পাসপোর্টের মালিক৷

Türkische und deutsche Fahnen
ছবি: Getty Images/AFP/O. Kose

খসড়া চুক্তিতে জার্মানির তিন নগরীতে তুর্কি স্কুল খোলার পাশাপাশি আঙ্কারা, ইস্তাম্বুল ও ইজমিরে জার্মান ভাষার স্কুল খোলার বিষয়েও আলোচনা হয়েছে৷

ইজমিরে জার্মান দূতাবাস পরিচালিত একটি স্কুল আগে ছিল৷ কিন্তু২০১৮ সালে নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা বলে সেটি বন্ধ করে দেন রিচেপ তাইয়্যিপ এর্দোয়ান৷

গত গ্রীষ্মে দুই দেশ স্কুল খোলার বিষয়ে নতুন করে আলোচনা শুরু করে এবং একটি খসড়া চুক্তিতে উপনীত হয়৷ এখন ওই খসড়া চুক্তির পর্যালোচনা চলছে৷

খসড়া চুক্তিতে ‘বিদেশের মাটিতে জার্মান স্কুল খোলার আইনী বিষয়গুলো নিশ্চিতহয়েছে কিনা' তা দেখা হচ্ছে বলে জানায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়৷

তুর্কি স্কুলগুলো ‘রিপ্লেসমেন্ট স্কুল' এর আদলে পরিচালিত হবে৷ তবে প্রাইভেট স্কুল হওয়ায় সেগুলো তাদের নিজস্ব সিলেবাস বেছে নিতে পারবে৷ শিক্ষক নিয়োগও স্কুল কর্তৃপক্ষের হাতে৷ সরকারি স্কুলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা উপকরণও তারা আমদানি করতে পারবে৷

যদিও সবই অবশ্যই জার্মান সরকারের অনুমোদন নিয়ে এবং তাদের কোনো কর্মকাণ্ড আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না৷ অন্যান্য দেশের স্কুলের মত তুরস্ক সরকার ওই স্কুল পরিচালনায় থাকতে পারবে না৷ প্রাইভেট প্রতিষ্ঠানকে সেটি পরিচালনা করতে হবে৷

এসএনএল/কেএম (জিউডডয়চে সাইটুং)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ