1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে সতর্কতা জারি

১ জানুয়ারি ২০১৬

মিউনিখ শহরে হামলার আশঙ্কায় বৃহস্পতিবার রাতে দু'টি স্টেশন বন্ধ করে দিয়েছিল পুলিশ৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো বিপদ কাটেনি৷ এদিকে জার্মানিতে হামলা চালাতে নাকি জঙ্গি খুঁজছে আইএস৷

ছবি: picture-alliance/dpa/S. Hoppe

Munich terror warning

00:39

This browser does not support the video element.

এবারের বর্ষবরণ উৎসবের সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল৷ সুনির্দিষ্ট হামলার আশঙ্কায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশ স্বাভাবিক ছন্দে উৎসব পালন করতে দেয়নি৷ জার্মানির মিউনিখ শহরেও নাকি বেশ কয়েকটি আত্মঘাতী হামলার ছক কষছিল তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিরা৷ পুলিশ শহরের মূল স্টেশন বন্ধ করে দেয়৷ অন্য একটি স্টেশনও বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷

সারারাত কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি৷ সকালে মিউনিখ পুলিশ টুইট করে সব ভুক্তভোগীদের শান্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে৷ বিভিন্ন ভাষায় মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ৷

কিছু সূত্র অনুযায়ী প্যারিসের মতো শহরের বিভিন্ন জায়গায় একসঙ্গে হামলার ছক কষছিল আইএস জঙ্গিরা৷

বর্ষবরণ উৎসবে সেই ষড়যন্ত্র বানচাল হয়ে গেলেও বিপদ এখনো পুরোপুরি কাটেনি বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ৷ বাভেরিয়ার রেডিও ও টেলিভিশন কেন্দ্র বিআর-এর সূত্র অনুযায়ী সাতজন ইরাকি শহরের দু'টি স্টেশনে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল৷

ফরাসি ও মার্কিন গোয়েন্দা সূত্র থেকে মিউনিখ কর্তৃপক্ষকে হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল বলে দাবি করছে কিছু সূত্র৷

জার্মানির ‘ডেয়ার স্পিগেল' পত্রিকার ইংরাজি অনলাইন সংস্করণের এক প্রতিবেদন অনুযায়ী আইএস জার্মানিতে হামলা চালাতে জঙ্গি বাছাই করছে৷

এসবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ