1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের ঢল বাড়ছে

১৪ সেপ্টেম্বর ২০১৫

৮ লক্ষ নয়, চলতি বছর শরণার্থীদের সংখ্যা ১০ লক্ষের মাত্রা ছুঁতে পারে বলে মনে করেন জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গাব্রিয়েল৷ এদিকে শরণার্থীদের ঢল সামাল দিতে অস্ট্রিয়া সীমান্তে নিয়ন্ত্রণ আপাতত উঠছে না৷

ছবি: Reuters

একদিকে জার্মানির আঙ্গেলা ম্যার্কেল সরকার ও সাধারণ মানুষের একটা উল্লেখযোগ্য অংশ উদারভাবে শরণার্থীদের স্বাগত জানিয়ে আসছে৷ অন্যদিকে রাজ্য সরকারগুলি বহিরাগতদের আশ্রয় দিতে হিমশিম খাচ্ছে৷ এই চাপ যে অনির্দিষ্টকাল ধরে সামাল দেওয়া সম্ভব, এমনটা কেউই বিশ্বাস করেনি৷ এবার জার্মানি কিছুটা রাশ টানতে শুরু করেছে৷ আপাতত অস্ট্রিয়া সীমান্তে সাময়িকভাবে নিয়ন্ত্রণ চালু করা হয়েছে৷ শেঙেন চুক্তির আওতায় এমন সাময়িক পদক্ষেপের বিধান রয়েছে৷ কিছু মহলে সামগ্রিকভাবে শেঙেন চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন উঠছে৷

জার্মানির দক্ষিণে বাভেরিয়া রাজ্য শরণার্থীদের প্রধান প্রবেশদ্বার হয়ে উঠেছে৷ শুধু গত সপ্তাহান্তেই ১৯,১০০ শরণার্থী মিউনিখে পৌঁছেছে৷ ‘দ্য ইকোনমিস্ট পত্রিকা এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছে যে, ব্রিটেন আগামী ৫ বছরে যত সংখ্যক শরণার্থী নিতে প্রস্তুত, জার্মানি মাত্র একটি সপ্তাহান্তেই তত সংখ্যক শরণার্থীকে স্বাগত জানিয়েছে৷

বাভেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহ ধরে সীমান্তে নিয়ন্ত্রণ চালু থাকবে৷

শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারতার কারণে জার্মানি গোটা বিশ্বে বিস্ময় ও প্রশংসার পাত্র হচ্ছে বটে, কিন্তু এক্ষেত্রে ব্রিটেনের মতো দেশের সংকীর্ণ মনোভাবের পাশাপাশি অনেক মহলেই অস্বস্তি সৃষ্টি করছে৷ জার্মানির এই নীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন সাংবাদিক ফরিদ জাকারিয়া৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ