1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ১২ বছর পর আবার মূল্যস্ফীতি ৩% ছাড়ালো

৩০ জুলাই ২০২১

২০০৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় জার্মানিতে মূল্যস্ফীতি তিন শতাংশ ছাড়িয়েছিল৷ এরপর এক দশকের বেশি সময় ধরে কখনো জার্মান অর্থনীতি এত খারাপ অবস্থায় আসেনি৷ তবে বর্তমান অবস্থার জন্য কেবল করোনা ভাইরাস দায়ী নয়৷

ছবি: picture-alliance/dpa/M. Skolimowska

গত বছরের জুলাই মাসের তুলনায় এ বছরের জুলাইয়ে মূল্যস্ফীতি হয়েছে তিন দশমিক আট শতাংশ৷ বৃহস্পতিবার ফেডারেল পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে৷ সবশেষ ২০০৮ সালের আগস্ট মাসে মূল্যস্ফীতি তিন শতাংশ ছাড়িয়েছিল৷ পরিসংখ্যান সংস্থা ডিস্টাটিস প্রাথমিক গণনার ওপর ভিত্তি করে এই তথ্য জানিয়েছে৷

মূল্যস্ফীতির কারণ

ডিস্টাটিস্টা বলছে ২০২০ সালে ছয় মাসের কর অব্যাহতি এর একটি কারণ৷ করোনা মহামারি শুরু হওয়ার পর পণ্যের চাহিদা কমে গেলে ভ্যাট ১৯ শতাংশ এবং ৭ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশ এবং পাঁচ শতাংশ করে৷

এ বছরের শুরুতে দোকানপাট আবার খোলার পর আগের ভ্যাট হার পুনরায় চালু করা হয়৷

জ্বালানির দাম আরেকটি কারণ৷ গত কয়েক মাস ধরে স্বাভাবিকের চেয়ে দ্রুত হারে বাড়ছে দাম৷ যেসব গ্রাহক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছেন তাদের জানুয়ারি থেকে প্রতি টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমণের জন্য ২৫ ইউরো করে বাড়তি দিতে হচ্ছে৷

কী প্রভাব পড়তে পারে?

মূল্যস্ফীতি পরিমাপে সাধারণত এক বছর আগের একই সময়ের সঙ্গে পণ্য়ের মূল্যের তুলনা করা হয়৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের মতে কোনো পণ্য বা সেবার দাম সময়ের সঙ্গে কতটা বেড়েছে মূল্যস্ফীতি দিয়ে তা বোঝা যায়৷

মূল্যস্ফীতির পর বেতন না বাড়লে অনেকের ক্রয়ক্ষমতা কমতে পারে৷

জার্মানদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে ঐতিহাসিক কারণেই এক ধরনের ভীতি কাজ করে৷ চরম মূল্যস্ফীতির কারণে ১৯২০ সালের দিকে দেশটির অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল৷ এর ফলে রাজনীতিতেও অস্থিরতা সৃষ্টি হয়, যার ফলে ভাইমার রিপাবলিক এবং পরবর্তীতে নাৎসি বাহিনী ক্ষমতায় আসে৷

এরপর কী?

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি দুই শতাংশ পর্যন্ত মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে৷ কোনো দেশের মূল্যস্ফীতি এর চেয়ে অনেক বেশি বেড়ে গেলে ব্যাংক হস্তক্ষেপ করবে৷

তবে জার্মানির পরিসংখ্যান সংস্থা অবশ্য জার্মানির সাম্প্রতিক মূল্যস্ফীতিকে সাময়িক এবং মহামারি থেকে অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়া হিসাবেই দেখছে৷ তবে জার্মান মূল্যস্ফীতির ফলে ইউরো অঞ্চলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক ভর্তুকি দেয়া নিয়ে বিতর্ক তৈরি হতে পারে৷

অনেক বিশ্লেষকই বলছেন, আগামী মাসগুলোতে এই মূল্যস্ফীতি অব্যাহত থাকবে৷

এডিকে/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ