1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ৫৪টি স্থানে অভিযান

১ ফেব্রুয়ারি ২০১৭

ভোরে জঙ্গি তৎপরতায় জড়িত ব্যক্তিদের আটকের উদ্দেশ্যে হেসে রাজ্যের ৫৪টি স্থানে অভিযান চালায় পুলিশ৷ অভিযানে ১৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়৷ মূল সন্দেহভাজন এক টিউনিশীয়, যে অন্তত ২ বছর ধরে জঙ্গি তৎপরতায় জড়িত বলে সন্দেহ৷

Deutschland Sachsen-Anhalt - SEK Beamter mit Waffe
ছবি: picture-alliance/dpa/R. Jensen

মঙ্গরবার, অর্থাৎ গতকালই বার্লিনে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷ ওই তিন ব্যক্তি তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-এর ঘনিষ্ঠ এবং শিগগিরই তারা প্রশিক্ষণের জন্য মধ্যপ্রাচ্যে যবার পরিকল্পনা করছিল বলে গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ তাদের আটক করে৷

ওই তিনজনকে গ্রেপ্তারের একদিন পরই হেসে রাজ্যের ৫৪টি স্থানে অভিযান চালায় প্রায় ১১০০ পুলিশ৷ ৫৪টি স্থানের মধ্যে অ্যাপার্টমেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান এবং মসজিদও ছিল৷

আকস্মিক এ অভিযানে যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়, তাদের প্রত্যেকেই আইএস-এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে৷ এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷ তদন্ত শেষেই বলা যাবে, সত্যিই তারা আইএস-এর সদস্য কিনা৷

তবে ১৬ জনের মধ্যে একজনের বিষয়ে পুলিশ অনেকটাই নিশ্চিত৷ ৩৬ বছর বয়সি এই টিউনিশীয় ২০১৫ সাল থেকে পুলিশের সন্দেহের আওতায় রয়েছেন৷ দু' বছরেরও বেশি সময় ধরে তিনি আইএস-এর জন্য কর্মী সংগ্রহ করছিলেন এবং সম্প্রতি তিনি একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন বলেও পুলিশের সন্দেহ৷

তবে হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পেটার বয়েথ বলেছেন, অত্যাসন্ন কোনো বিপদ প্রতিহত করার জন্য এ অভিযান পরিচালিত হয়নি৷ অভিযানের মূল উদ্দেশ্য ছিল জননিরাপত্তা নিশ্চিত করা৷

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর বার্লিনের ক্রিসমাস মার্কেটে এক ট্রাক হামলায় ১২ জন নিহত হয়৷ হামলাকারী আনিস আমরিও ছিলেন টিউনিশীয়৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ