1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ৫ জনের রহস্যজনক মৃত্যু

১৪ মে ২০১৯

জার্মানির বাভারিয়া রাজ্যের পাসাউ শহরের একটি হোটলের কক্ষ থেকে গত শনিবার তীরবিদ্ধ অবস্থায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছিল৷ এবার ভিটিংগেন শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকেও দু'টি লাশ উদ্ধার করেছে পুলিশ৷

Bayern, Passau: Drei Tote in Gästezimmer gefunden
ছবি: picture-alliance/dpa/L. Mirgeler

পুলিশ জানায়, পাসাউ শহরের হোটেল থেকে উদ্ধার করা তিন মরদেহের মধ্যে এক নারীর মরদেহও ছিল৷ সোমবার লোয়ার স্যাক্সনি অঞ্চলের ভিটিংগেন শহরের তাঁর অ্যাপার্টমেন্ট থেকেই সোমবার আরো দুজন নারীর লাশ উদ্ধার করা হয়৷

শনিবার পাসাউ শহরের একটি হোটেল থেকে মধ্যযুগীয় এক ধরনের তিরে বিদ্ধ অবস্থায় তিন জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷

নিহতদের মধ্যে ৫৩ বছর বয়স্ক একজন পুরুষ, ৩৩ বছর ও ৩০ বছর বয়স্ক দুজন নারী ছিলেন৷ পুলিশ হোটেল কক্ষের বিছানার উপর থেকে নিহত পুরুষ ও ৩৩ বছর বয়স্ক নারীর লাশ উদ্ধার করে৷ ওই দু'জন জার্মানির রাইনেল্যান্ড-পালাটিনাটের বাসিন্দা৷ ৩০ বছর বয়সি অপর নারীর মৃতদেহ হোটেল কক্ষটির মেঝে থেকে উদ্ধার করে পুলিশ৷ তিনি ভিটিংগেন শহরের বাসিন্দা বলে জানায় পুলিশ৷

তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ৷ তবে জানিয়েছে, নিহতদের  শরীরে তির বিদ্ধ ছিল ৷ প্রাথমিক তদন্তের সময় পুলিশ হোটেলের কক্ষটি থেকে আরো একটি তির উদ্ধার করে৷ নিহতরা একে অপরের আত্মীয় কিনা বা তাঁদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি৷

ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ভিটিংগেনের অ্যাপার্টমেন্টটি থেকে সোমবার আরো দুটি মৃতদেহ উদ্ধার করে৷ পাসাউ শহরের হোটেল ও ভিটিংগেন শহরের ঐ অ্যাপার্টমেন্টের হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কিনা তা বিবেচনায় নিয়ে পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ৷

আরআর/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ