1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ৬০ বছরের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু সবচেয়ে কম

২৭ ফেব্রুয়ারি ২০২২

মহামারির কারণে গত দুই বছরে লাখো জার্মান বাসায় থাকার কারণে জার্মানিতে সড়ক আরো নিরাপদ হয়েছে৷ গত ৬০ বছরের মধ্যে জার্মানিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিলো সবচেয়ে কম৷

লকডাউনের কারণে ২০২১ সালের বড় একটি সময় ফাঁকা ছিল জার্মানির সড়ক
লকডাউনের কারণে ২০২১ সালের বড় একটি সময় ফাঁকা ছিল জার্মানির সড়কছবি: S. Ziese/picture alliance/blickwinkel

২০২১ সালে জার্মানিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা রেকর্ড পরিমাণ কমেছে৷ শুক্রবার জার্মানির ফেডারেল স্ট্যাটিসটিক্যাল অফিসের প্রকাশিত প্রতিবেদন জানিয়েছে এই তথ্য৷ গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই হাজার ৫৬৯ জন৷  মৃত্যুর সংখ্যা ২০২০ সালের তুলনায় ছয় ভাগ এবং ২০১৯ সালের তুলনায় ১৬ ভাগ কমেছে৷

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর বেশিরভাগ জার্মান বাসায় অবস্থান করছেন৷ অফিসও করছেন বাসা থেকে৷ ফলে সড়কে যান চলাচল ছিলো তুলনামূলক অনেক কম৷ গত বছরে সড়ক দুর্ঘটনায় নিহতদের সংখ্যা জার্মানির গত ৬০ বছরের রেকর্ডের মধ্যে ছিল সবচেয়ে কম৷

জার্মানিতে সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী কারা?

গত বছরের শুরুতে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে কম৷ ২০২১ সালের প্রথম ১১ মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৮ ভাগ কমে গিয়েছিল, আর সাইকেল আরোহীদের জন্য এটা ছিল সবচেয়ে নিরাপদ সময়৷ পথচারী, ইবাইক চালক এবং যাত্রীবাহী গাড়িতেও দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক কম ছিল৷ কেবল মালামাল বহনকারী গাড়িগুলো বেশি দুর্ঘটনায় পড়েছিল৷ গত বছর মালামাল বহনকারী ১৩৪টি গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল৷

কোথায় ঘটেছিল সবচেয়ে বেশি দুর্ঘটনা?

সড়ক দুর্ঘটনায় ২০২১ সালে মোট ৫৪ হাজার ৮২৬ জন আহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় সাড়ে পাঁচ ভাগ কম৷  গত বছর ২৩ লাখ দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে পুলিশের নথিপত্রে৷ এর মধ্যে তিন লাখ ২৪ হাজার দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে৷ সবচেয়ে বড় দুই রাজ্য নর্থ রাইন ওয়েস্টফেলিয়া ও বাভারিয়াতেই বেশি দুর্ঘটনা ঘটেছে৷ ২০২১ সালে বাভারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৪৩ জন, ২০২০ সালের তুলনায় যা কম৷

আলেক্স বেরি/এপিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ