1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান অর্থনীতিকে সমৃদ্ধ করছে অভিবাসীরা

৩১ অক্টোবর ২০১৮

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আসা অভিবাসীরা জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে একটি গবেষণায় উঠে এসেছে৷ তবে তাঁরা চাহিদা মতো কাজ পাচ্ছেন না বলেও দেখা গেছে৷

Polnische Bauarbeiter in Frankfurt
ছবি: picture-alliance/dpa

বার্লিনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান ইনস্টিটিউট ফর ইকোনোমিক রিসার্চ-ডিআইডাব্লিউর বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৬ সালে জার্মানির অর্থনৈতিক কর্মকাণ্ডে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে আসা কর্মীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ৷  

এই পর্বে জার্মানির বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির শূন্য দশমিক ২ শতাংশের পেছনে তাঁদের অবদান রয়েছে৷ গবেষণা বলছে, ২০১৫ সালেই জার্মানির অর্থনীতিতে তাঁদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, কারণ, ওই সময় এ অঞ্চল থেকে দক্ষ শ্রমিকদের আগমন ঘটেছে বেশি৷

এ সময়েযাঁরা এসেছেন তাঁদের অধিকাংশই চাকরি পেয়েছেন এবং তাঁরা জার্মানিতে ভোগ বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন

ডিআইডব্লিউর গবেষণা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ২০১১-২০১৫ মেয়াদেমোট ৫১ লাখ অভিবাসী জার্মানিতে এসেছে৷

বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং ইউরোপের বিভিন্ন দেশে ঋণ সংকটে অর্থনৈতিক অস্থিরতা দেখা দেওয়ায় কাজ পেতে এসব মানুষ ওই সময় জার্মানি আসে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷

তাঁদের অনেকেই বয়সে তরুণ এবং উচ্চ দক্ষতাসম্পন্ন হওয়ায় জার্মানিতে বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে দক্ষ জনবলের ঘাটতি দেখা দেওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছিল, তা থেকে এ দেশকে রক্ষা করে৷

এই প্রেক্ষাপটে ডিআইডাব্লিউ'র গবেষণা প্রতিবেদনের লেখক মারিউস ক্লেমেনস বলেছেন, ইউরোজোন ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে৷ সে কারণে ইইউ থেকে দক্ষ জনশক্তি টানতে জার্মানিকে তার উদ্যোগ দ্বিগুন করতে হবে৷ 

এএইচ/এসিবি   (ইপিডি, রয়টার্স

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ