1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মানির অর্থায়নে পলিসি হচ্ছে, কাঠামো দাঁড়াচ্ছে’

সমীর কুমার দে ঢাকা
৩১ অক্টোবর ২০১৭

বাংলাদেশে জলবায়ুর ফান্ড কিভাবে আসছে? ফান্ডগুলো কি দুর্গত মানুষের কাজে লাগছে? ডয়চে ভেলেকে এসব বিষয়েই বলেছেন সেন্টার ফর পার্টিসিপেটারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে (সিপিআরডি)-র প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা৷

Überschwemmungen in Bangladesch
ছবি: picture alliance/ZUMA Press/Jashim Salam

ডয়চে ভেলে: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জার্মানি এখন পর্যন্ত বাংলাদেশকে কতটা সহায়তা দিয়েছে?

মো. শামসুদ্দোহা: কত সহায়তা দিয়েছে তা সুনির্দিষ্ট করে বলা যাবে না৷ তবে এটা বলা যায়, জলবায়ু নিয়ে যখন থেকে রিসার্চ শুরু হয়েছে, তখন থেকেই জার্মানি বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে৷ এর মধ্যে একটা প্রকল্প ছিল বাংলাদেশ কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে দরকষাকষি করতে পারে, সেজন্য সমতা বিধান করতে জার্মানি ফান্ড দিয়েছে৷ এর ফলে অনেক ক্ষেত্রেই দরকষাকষিতে আমরা সফল হয়েছি৷ সমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে তারা আমাদের বেশ কিছু টাকা দিয়েছে৷ রিনিউয়েবল এনার্জি, সর্বশেষ কিন কোব স্টোর, যেটার ফলে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ- এই সমস্ত কাজে দীর্ঘদিন ধরে জিআইজেড বা জার্মান সরকার আমাদের অর্থ দিয়ে আসছে৷ তখন এই প্রকল্পগুলো সরাসরি জয়বায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত ছিল না৷ তবে এখন বলা হচ্ছে, এই প্রকল্পগুলো কোনো-না-কোনোভাবে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে ভুমিকা রেখেছে৷ তার মানে, এই প্রকল্পগুলো জায়বায়ু প্রকল্পের মধ্যে অন্যতম৷ 

CPRD CEO Dr. Samsudoha 24.10.2017 - MP3-Stereo

This browser does not support the audio element.

জার্মানির সহায়তায় কী কী প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে?

একটা উদাহরণ এই মুহুর্তে আমি দিতে পারি, যেটা সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত না হলেও বিষয়টা অ্যাড্রেস করে৷ একটা হলো রিনিউয়েবল এনার্জি প্রকল্প আরেকটা হলো উন্নত চুলা, যেটা বন্ধু চুলা হিসেবে পরিচিত৷ এই বন্ধু চুলাকে সারাদেশে ছড়িয়েছে কিন্তু জিআইজেড৷

বন্ধু চুলা তো সারাদেশে এখন বেশ জনপ্রিয়...

এই জনপ্রিয়তার পেছনে জিআইজেড কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে৷ তারা এটাকে ‘লো কস্ট' টেকনোলজি হিসেবে সারাদেশে জনগনের কাছে নিয়ে যেতে পেরেছে৷ তারা একটা ফোরাম করেছে, সেটার মাধ্যমে তারা সারাদেশে বাড়ি পর্যায়ে নিয়ে যেতে পেরেছে৷ এর ফলে তারা এক ধরনের এন্টারপ্রনারশিপ গ্রো করেছে৷ এটা আসলে একটা ইনস্টিটিউশন পর্যায়ে গেছে৷ পাশাপাশি এটা কার্বন ডাই অক্সাইড রিডাকশনেও ভুমিকা পালন করছে৷ এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত৷ জিআইজেড একদিকে পলিসি ডেভেলপমেন্টে কাজ করছে, অন্যদিকে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে সহযোগিতা করছে৷ এরপর বাস্তবায়নেও সহযোগিতা করছে৷

সোলার প্যানেল তো এখন গ্রাম পর্যায়ে পৌঁছেছে, এটা নিয়ে কিছু বলতে পারবেন?

এই প্রজেক্টে জিআইজেড ইডকলের মাধ্যমে ফান্ডিং দিয়েছে৷ ছোট ছোট এনজিও'র মাধ্যমে ইডকল এই প্রোজেক্ট বাস্তবায়ন করেছে৷ এছাড়া সরকারি পর্যায়েও তারা কিছু অর্থ দিয়েছে৷ সেটা দিয়ে মিনি গ্রিডগুলো তৈরি করা হয়েছে৷ একদিকে ইডকলকে অর্থ দিয়ে বাড়ি বাড়ি পৌঁছেছে৷ এটা ছাড়াও সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করেছে৷ 

জার্মান ফান্ডিংয়ে যেসব প্রকল্প চলছে, সেগুলোর মধ্যে কোন এলাকায় বেশি প্রকল্প আছে?

একটা ডাইভারসিটি ম্যানেজমেন্ট প্রকল্প, সেটা সুন্দরবন এলাকায় চলছে৷ জিআইজেড ভ্যালু চেঞ্জ নামে একটি প্রকল্প নিয়ে হাওড় অঞ্চলে কাজ করছে৷ রুরাল এলাকায় তাদের বেশি প্রকল্প আছে৷ সম্প্রতি জার্মানির গ্রিণ প্ল্যানেট ফান্ড থেকে সরকার একটা প্রকল্পের টাকা পেয়েছে৷ এটা ৮০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প৷ এর মধ্যে জার্মান ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিয়েছে ১৫ মিলিয়ন ডলার৷ এছাড়া সরকার দেবে ২৫ মিলিয়ন ডলার এবং জাতিসংঘ থেকে পাওয়া যাবে ৪০ মিলিয়ন ডলার৷ সম্প্রতি জার্মান সরকার বাংলাদেশে অর্থ সহায়তা বাড়িয়েছে৷

জার্মান সরকারের ফান্ডিংয়ে হচ্ছে এমন কোনো প্রকল্পে দুর্নীতির কোনো অভিযোগ আছে?

এটা এইভাবে বলা যাবে না৷ এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, জার্মান সরকার এখানে সরাসরি কোনো কাজ করে না৷ তারা জিআইজেডের মাধ্যমে সরকারের কাছে অর্থ দেয়৷ সরকার সেই অর্থ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করায়৷

জার্মানির দেয়া টাকা শুধু কি সরকারিভাবে আসে, নাকি এনজিওগুলোর মাধ্যমে গ্রাম পর্যায়ে কাজ হচ্ছে?

এনজিও'র মাধ্যমে আসার সম্ভাবনা খুবই কম৷ কারণ, এই টাকাগুলো আসে জিআইজেডের মাধ্যমে৷ তারা সরকারের সঙ্গে কাজ করে৷ সরকারের সঙ্গে তাদের পার্টনারশিপ হয়৷ তারা কোনো এনজিওকে ফান্ড দেয় না৷ দুই সরকারের সঙ্গে যখন কোনো চুক্তি হয়, তখন কোনো কোনো প্রকল্পে এনজিওরা কাজ করার সুযোগ পায়৷ কিন্তু সরাসরি কোনো টাকা এনজিওদের কাছে যায় না৷ জার্মানির কিছু এনজিও আছে সরকার ওখানের জনগনের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং সরকারের কাছ থেকেও কিছু অনুদান পায়৷ তারা বাংলাদেশের কিছু এনজিওকে সরাসরি অর্থ সহায়তা দেয়৷

জার্মানির দেয়া এসব ফান্ডে সরাসরি কত মানুষ উপকৃত হয়েছে এমন কোনো তথ্য আছে?

প্রজেক্ট ধরে তাদের কাজে উপকৃত হওয়া মানুষের একটা তালিকা থাকে৷ কিন্তু সব মিলিয়ে কত মানুষ উপকৃত হয়েছে, তার তালিকা করা কঠিন৷ আবার দেখেন, পলিসি তৈরিতে তারা যখন ফান্ড দেয়, তখন কিন্তু বড় স্কেলে আমরা সবাই উপকৃত হচ্ছি৷ ওরা কিন্তু আমাদের পলিসি তৈরিতে অনেক বেশি ফান্ড দিচ্ছে৷ দেখেন, আমরা যখন অন্য দেশের সঙ্গে নেগোসিয়েশন করব বা গ্রিন প্ল্যানেট ফান্ড থেকে টাকা আনার চেষ্টা করব, তখন আমাদের পলিসিটা গুরুত্বপূর্ণ৷ আর এই পলিসিটা তৈরিতে মূল সহযোগিতা করছে জার্মানি৷ এখন তাদের ফান্ডিংয়ে কাজ হচ্ছে ভার্নারেবিলিট অ্যাসেসমেন্ট৷ এটা খুবই গুরুত্বপূর্ণ৷ আমাদের কাছে এটা নিয়ে কোনো ডাটাবেজ নেই৷ এখন সেই কাজটা হচ্ছে৷ এটা হলে আমাদের জলবায়ু ফান্ডে বিতরণটা কিন্তু ঠিক থাকবে৷ আমাদের যদি ডাটাবেজটা থাকে, তাহলে আমরা কম গুরুত্বপূর্ণ এলাকায় টাকা গেলে সেটা বুঝতে পারব৷ কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত, সেটাও জানতে পারব৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ