টানা তিন বছর পতনের পর আবার জার্মানির অস্ত্র ও সামরিক যন্ত্রাংশ রপ্তানি বাণিজ্যে সফলতা ধরা দিতে শুরু করেছে৷
বিজ্ঞাপন
এবছর দেশটি এই খাতে ৮০০ কোটি ইউরো আয় করেছে৷
গত বছরের তুলনায় এবছর অস্ত্র রপ্তানি প্রায় ৬৫ শতাংশ বেড়েছে৷ এ বছর জার্মানি থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে হাঙ্গেরি৷ আর শীর্ষ ১০ ক্রেতার মধ্যে মিশর দুই এবং সংযুক্ত আরব আমিরাত নয় নম্বরে আছে৷
জার্মানির অস্ত্র রাপ্তানির পালে এই হাওয়ায় সমালোচনাও হচ্ছে৷ বিশ্বজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, শীর্ষ ১০ ক্রেতার তালিকায় থাকা মিশর ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে৷ অর্থাৎ, জার্মানির বিক্রি করা অস্ত্র ইয়েমেনের অসাহায় মানুষের প্রাণ কাড়ছে৷ অথচ জার্মান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আর ওই সব দেশে অস্ত্র বিক্রি করবে না৷
অস্ত্র বিক্রিতে শীর্ষ দশ কোম্পানি
বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি বাড়ছে৷ বাড়ছে অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর ব্যবসাও৷ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) সম্প্রতি ২০১৮ সালের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে৷
ছবি: picture-alliance/dpa/B. Pedersen
১. লকহিড মার্টিন, যুক্তরাষ্ট্র
২০১৮ সালে ৪৭ হাজার ২৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা৷
ছবি: Imago Images/ZUMA Press
২. বোয়িং, যুক্তরাষ্ট্র
২০১৮ সালে তাদের বিক্রি করা অস্ত্রের মূল্য ছিল ২৯ হাজার ১৫০ কোটি ডলার৷
ছবি: Getty Images/AFP/E. Piermont
৩. নর্থরপ গ্রুম্যান কর্পোরেশন, যুক্তরাষ্ট্র
২৬ হাজার ১৯০ ডলারের অস্ত্র বিক্রি করেছে ২০১৮ সালে৷
ছবি: picture-alliance/dpa/F. Duenzl
৪. রেথিওন, যুক্তরাষ্ট্র
এক বছরে বিক্রি করেছে ২৩ হাজার ৪৪০ কোটি ডলারের অস্ত্র৷
ছবি: Getty Images/AFP/J. Watson
৫. জেনারেল ডায়নামিক্স কর্পোরেশন, যুক্তরাষ্ট্র
তারা বিক্রি করেছে ২২ হাজার কোটি ডলারের অস্ত্র৷
ছবি: Getty Images/AFP/J. Watson
৬. বিএই সিস্টেমস, যুক্তরাজ্য
তাদের বিক্রি করা অস্ত্রের দাম ২১ হাজার ২০১ কোটি ডলার৷
ছবি: Getty Images/AFP/L. Parnaby
৭. এয়ারবাস গ্রুপ, ইউরোপ
বিক্রি করেছে ১১ হাজার ৬৫০ কোটি ডলারের নানা ধরনের অস্ত্র৷
ছবি: picture alliance/AP Photo
৮. লিওনার্দো, ইটালি
২০১৮ সালে নয় হাজার ৮২০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা৷
ছবি: Getty Images/AFP/M. Bertorello
৯. আলমাজ-আনটে, রাশিয়া
তাদের বিক্রি করা অস্ত্রের দাম ছিল নয় হাজার ৬৪০ কোটি ডলার৷
ছবি: Imago Images/ITAR-TASS/M. Tereshchenko
১০. থালেস, ফ্রান্স
২০১৮ সালে থালেস বিক্রি করেছে নয় হাজার ৪৭০ কোটি ডলারের অস্ত্র৷
ছবি: Getty Images/AFP/E. Piermont
10 ছবি1 | 10
হাঙ্গেরি এবছর জার্মানির কাছ থেকে প্রায় ১৮০ কোটি ইউরোর অস্ত্র কিনেছে৷ মিশরে রপ্তানি হয়েছে প্রায় ৮০ কোটি ইউরো এবং সংযুক্ত আবর আমিরাতে প্রায় ৪৮ কোটি ইউরোর অস্ত্র৷