1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির অস্ত্র ব্যবসার পালে জোর হাওয়া

২৮ ডিসেম্বর ২০১৯

টানা তিন বছর পতনের পর আবার জার্মানির অস্ত্র ও সামরিক যন্ত্রাংশ রপ্তানি বাণিজ্যে সফলতা ধরা দিতে শুরু করেছে৷

Leopard 2A7V MBT
ছবি: picture-alliance/Ralph Zwilling - Tank-Masters.de

এবছর দেশটি এই খাতে ৮০০ কোটি ইউরো আয় করেছে৷

গত বছরের তুলনায় এবছর অস্ত্র রপ্তানি প্রায় ৬৫ শতাংশ বেড়েছে৷ এ বছর জার্মানি থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে হাঙ্গেরি৷ আর শীর্ষ ১০ ক্রেতার মধ্যে মিশর দুই এবং সংযুক্ত আরব আমিরাত নয় নম্বরে আছে৷

জার্মানির অস্ত্র রাপ্তানির পালে এই হাওয়ায় সমালোচনাও হচ্ছে৷ বিশ্বজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, শীর্ষ ১০ ক্রেতার তালিকায় থাকা মিশর ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে৷ অর্থাৎ, জার্মানির বিক্রি করা অস্ত্র ইয়েমেনের অসাহায় মানুষের প্রাণ কাড়ছে৷ অথচ জার্মান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আর ওই সব দেশে অস্ত্র বিক্রি করবে না৷

হাঙ্গেরি এবছর জার্মানির কাছ থেকে প্রায় ১৮০ কোটি ইউরোর অস্ত্র কিনেছে৷ মিশরে রপ্তানি হয়েছে প্রায় ৮০ কোটি ইউরো এবং সংযুক্ত আবর আমিরাতে প্রায় ৪৮ কোটি ইউরোর অস্ত্র৷

নিক মার্টিন, বেন নাইট

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ