1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির অস্ত্র রপ্তানি বেড়েই চলেছে

৭ জুলাই ২০১৬

২০১৫ সালে দ্বিগুণ হয়েছিল জার্মানির অস্ত্র রপ্তানি৷ জার্মান এক দৈনিকের খবর অনুযায়ী, ২০১৬ সালের প্রথম ছয় মাসেও এ খাতে রপ্তানি বেড়েছে৷ তবে জার্মানির অর্থমন্ত্রী বলেছেন, এসব চালানের বেশিরভাগই অনুমোদন পেয়েছিল আগে৷

Kampfpanzer vom Typ Leopard 2
ছবি: picture-alliance/dpa/K.-M. Wegmann

মঙ্গলবার জার্মানির ‘ডি ভেল্ট' পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের প্রথম ছয় মাসে জার্মানির অস্ত্র রপ্তানি বেশ বেড়েছে৷ প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের প্রথম ছয় মাসে যেখানে তিন দশমিক ৪৬ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি হয়েছিল, এ বছর একই সময়ে সেখানে চার দশমিক তিন বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি করেছে জার্মানি৷

এর দু'দিন আগে ‘ডি ভেল্ট' আরেক প্রতিবেদনে জার্মানির অর্থ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছিল, ২০১৫ সালে দেশটি আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণ অস্ত্র রপ্তানি করেছে৷ জনপ্রিয় সংবাদপত্রটি আরো দাবি করে, গত বছর অস্ত্র রপ্তানিতে চলতি শতাব্দীর সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে জার্মানি৷

জার্মান অর্থমন্ত্রী সিগমার গাব্রিয়েল অবশ্য দাবি করেছেন, অস্ত্র রপ্তানির বিষয়ে জার্মান সরকার সতর্ক৷ তিনি এ-ও জানান, এখন যে চালানগুলো যাচ্ছে সেগুলোর অনুমোদন দিয়েছিল সাবেক সরকার৷

তবে ‘ডি ভেল্ট'-এর দেয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালের প্রথমার্ধে ছয় হাজার চারশ'টি অস্ত্রের চালান অনুমোদন পেয়েছে, যার মধ্যে চার হাজার পাঁচশ'টিই ইইউ, ন্যাটো বা ন্যাটোর মিত্রদেশসংশ্লিষ্ট৷

জার্মানির জণপ্রিয় দৈনিকটি আরো জানায়, সার্বিকভাবে অস্ত্র রপ্তানি বাড়লেও চলতি বছরের প্রথম ছয় মাসে ক্ষুদ্র অস্ত্রের রপ্তানি কমেছে৷ গত বছরের প্রথম ছয় মাসে যেখানে ১৬ দশমিক ৪ মিলিয়ন ইউরোর এমন অস্ত্র রপ্তানি হয়েছিল, সেখানে এ বছর তা কমে হয়েছে ১২ দশমিক ৪ মিলিয়ন ইউরো৷

এর মধ্যে আট দশমিক দুই মিলিয়ন ইউরোর ক্ষুদ্র অস্ত্রই গিয়েছে জার্মানির রাজনৈতিক ও সামরিক মিত্র দেশ, তৃতীয় বিশ্বের অস্ত্র রপ্তানিকারক দেশ এবং ইরাকের কুর্দি শাসিত অঞ্চলে৷

এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ