1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির আরো বেশি দক্ষ অভিবাসী কর্মীর প্রয়োজন

২৭ জুলাই ২০১০

জার্মানির অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য দক্ষ অভিবাসীর প্রয়োজন বলে মনে করেন জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রী আনেটে শাভান৷ দেশের ব্যবসায় মহলের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তিনিও চান, আরও বেশি দক্ষ অভিবাসী কর্মী এদেশে আসুক৷

জার্মানিতে ৮০ হাজার অভিবাসী ব্যবসায়ী রয়েছেন (ফাইল ফটো)ছবি: AP

জার্মান শিক্ষামন্ত্রী শাভান জার্মানিতে বসবাসরত তুর্কী এলিট শ্রেণীর অভিবাসীদের প্রশংসা করেন৷ ফোকাস বার্তা সাপ্তাহিককে শাভান বলেন, অভিবাসীরা ‘‘আমাদের দেশকে সমৃদ্ধ করছে৷ তাদেরকে আমাদের প্রয়োজন৷''

জার্মানিতে ৮০ হাজার অভিবাসী ব্যবসায়ী রয়েছেন৷ যারা প্রায় সাড়ে ৩ লাখ কর্মীকে কাজ দিয়েছেন৷ মন্ত্রী বলেন, আশা করা হচ্ছে ২০২০ সালের মধ্যে অভিবাসী ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদের সংখ্যা বেড়ে দাড়াবে ১ লাখ ৩০ হাজারে৷ সেখানে শ্রমিকদের সংখ্যা দাঁড়াবে সাড়ে ৭ লাখে৷

শাভান মনে করেন, অর্থনীতির খাতিরেই জার্মানিকে অবশ্যই দক্ষ বিদেশি কর্মীদের আকর্ষণের ব্যবস্থা নিতে হবে৷

কোলন শহরের ইন্সটিটিউট ফর ইকোনমিক রিসার্চ এর তথ্য অনুসারে, জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসনে বিধিনিয়ম শিথিল করে, তাহলে জাতীয় উৎপাদন ২০২০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ইউরোতে পৌঁছবে৷

এই প্রতিষ্ঠানের বাজার বিশেষজ্ঞ অলিভার কপেল জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলকে এ বিষয়টির প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘‘ অতিমাত্রায় দক্ষ কর্মীদের বেলায় অভিবাসন প্রক্রিয়া সহজ করা না হলে দক্ষ কর্মীর ঘাটতি বাড়তে থাকবে, যা জার্মান শিল্পের প্রতিযোগিতার ক্ষমতা খর্ব করবে৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ