1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির আসন্ন নির্বাচনে কমপক্ষে ৩০ লাখ প্রবাসী ভোটার

২০ জানুয়ারি ২০২৫

২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ৩০ থেকে ৪০ লাখ প্রবাসী জার্মান ভোটারের ভোটাধিকার রয়েছে। তবে এক্ষেত্রে কিছু সংকটও রয়েছে।

বুুন্ডেসটাগ নির্বাচনের প্রচারে দেশজুড়ে পোস্টার টানিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা
বিদেশে বসবাসকারী জার্মানদের ভোট দেওয়ার জন্য মাত্র কয়েক সপ্তাহ সময় আছেছবি: Arnulf Hettrich/IMAGO

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের মুখপাত্র ক্রিশ্চিয়ান ভাগনার বিদেশে বসবাসরত জার্মানদের কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ২৩শে ফেব্রুয়ারি বুন্ডেসটাগ নির্বাচনে ভোট দেয়া নিশ্চিত করতে চাইলে এখনই নির্বাচনি নথিপত্র সংগ্রহ করতে হবে। সময়মতো ব্যালট পেপার সংগ্রহ করা, তা পূরণ করা এবং সময়মতো জার্মানিতে ফেরত পাঠানোর ব্যাপারটা এত সহজ নয়।

গত ডিসেম্বরে জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাট চ্যান্সেলর ওলাফ শলৎস বুন্ডেসটাগে আস্থা ভোটে হেরে যান। এরপরই জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ২৩শে ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।

ভাগনার অবশ্য সতর্ক করে দিয়েছেন,‘‘কিছু দেশে স্বাভাবিক জার্মান সংসদীয় নির্বাচনের সময়েও চ্যালেঞ্জে পড়তে হতে পারে। কোথায় বাস করছেন তার উপর নির্ভর করে, বিদেশে বসবাসরত কিছু জার্মান সময়মতো তাদের ব্যালট পেপার নাও পেতে পারেন।" নিয়মিত নির্বাচনে বিদেশে জার্মান দূতাবাস এবং কনস্যুলেটগুলো নির্বাচনের কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে। কিন্তু এবারের নির্বাচনে তারা সময় পাচ্ছেন মাত্র কয়েক সপ্তাহ।

জার্মান দূতাবাসে ভোট দিচ্ছেন?

প্রবাসী জার্মানদের মধ্যে যারা ভোট দিতে চান, তাদের জার্মানির ২৯৯টি নির্বাচনি এলাকার যেকোনো একটির ভোটার তালিকায় নাম নিবন্ধন করাতে হবে। সাধারণত জার্মানিতে সেই ব্যক্তির সবশেষ আবাসস্থলকেই নির্বাচনি এলাকা হিসাবে ধরে নেয়া হয়। কিন্তু কিছু দেশ এটি ভিন্নভাবে পরিচালনা করে। যেমন, ২০২৩ সালের মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে জার্মানিতে প্রায় ১৫ লাখ তুর্কি নাগরিকের ভোটাধিকার ছিল। তারা জার্মানির কনস্যুলেটসহ ১৭টি ভিন্ন স্থানে ভোট দিতে পেরেছিলেন।

বুন্ডেসটাগ নির্বাচনে এটি সম্ভব নয়। ভাগনার বলেন "জার্মানিতে কেবল দূতাবাসে ভোট দেওয়ার কোনো বিধান নেই। আমাদের নির্বাচনি ব্যবস্থায় এটি নেই।" কিন্তু এখন জার্মানির নির্বাচনি এলাকায় কেবল একটি ইমেইল পাঠিয়েই নথিপত্র পাঠানোর জন্য অনুরোধ করা সম্ভব।

দেশের বাইরে ৩০-৪০ লাখ ভোটার

এটি অবশ্য একটি আনুমানিক সংখ্যা। ভাগনার বলেছেন, "বিদেশে নিবন্ধনের কোনো বাধ্যবাধকতা নেই, তাই আমরা কেবল কতজন জার্মান বিদেশে আছেন এবং তাদের মধ্যে কতজন ভোট দেওয়ার যোগ্য তা অনুমান করতে পারি। আমরা ধরে নিচ্ছি এই সংখ্যা মোট ৩০ থেকে ৪০ লাখ।" আরো অনেক জার্মান বিদেশে থাকেন, কিন্তু তাদের সবাই ভোট দেওয়ার অধিকারী নন।

জার্মানিতে কেবল নাগরিক হলেই ভোট দেয়া যায় না। ১৪তম জন্মদিনের পরে অন্তত তিন মাস টানা জার্মানিতে অবস্থান করতে হবে। তবে এক্ষেত্রেও বাড়তি নিয়ম রয়েছে। যেমন, জার্মানিতে বসবাসের সময়কাল টানা ২৫ বছরের বেশি হলে চলবে না। অর্থাৎ, যেসব জার্মান কেবল মাঝেমধ্যে জার্মানিতে অল্প সময়ের জন্য এসেছেন, তাদের অনেকেই ভোট দেওয়ার যোগ্য নন। যাদের জার্মান পাসপোর্ট আছে কিন্তু কখনো জার্মানিতে আসেননি, তারাও ভোট দিতে পারবেন না।

২০২১ সালে মাত্র সোয়া এক লাখ

কেউ যদি প্রমাণ করতে পারেন যে, তিনি বা তারা, "ব্যক্তিগতভাবে এবং সরাসরি জার্মানির রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে পরিচিত এবং এই দ্বারা প্রভাবিত", তাহলে তাদের ভোটাধিকার থাকবে। উদাহরণস্বরূপ, যারা জার্মানিতে কাজ করেন বা এমন জার্মান কোম্পানিতে শেয়ার রয়েছে, যেটিতে অনেক লোক কাজ করেন।

শুনে নিশ্চয়ই প্রক্রিয়াটি অনেক জটিল মনে হচ্ছে। সম্ভবত এ কারণেই ২০২১ সালের বুন্ডেসটাগ নির্বাচনে প্রবাসী ৩০-৪০ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র এক লাখ ৩০ হাজার জার্মান। তাদের বেশিরভাগই ইইউভুক্ত বিভিন্ন দেশ এবং যুক্তরাজ্য বা তুরস্কের মতো অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রে বসবাসরত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে ভোট পড়েছে মাত্র সাত হাজার ৭০০, এশিয়া থেকে পাঁচ হাজার ৩০০ এবং ক্যানাডা, আফ্রিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ মিলিয়ে ভোট দিয়েছেন মাত্র দেড় হাজার জার্মান।

প্রয়োজন জরুরি ডাক পরিষেবা

বিদেশে থেকে ভোট দেয়ার আবেদন করতে ইচ্ছুক জার্মানদের জন্য সময় ফুরিয়ে আসছে। ভাগনার প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিশ্বের ১৫৪টি জার্মান দূতাবাস এবং ৫০টি সাধারণ কনস্যুলেট এ ব্যাপারে সাহায্য করবে। তিনি বলেন, "আমরা অবশ্যই দেখছি যে, আমরা সহায়তা প্রদানের জন্য কী করতে পারি। নির্বাচনি নথিপত্র সরবরাহের ক্ষেত্রে, আমরা অফিসিয়াল ক্যুরিয়ার পরিষেবা ব্যবহার করেছি।"

এর অর্থ হচ্ছে, আপনি চাইলে ভোটদানের নথিপত্র ‘সিল' করা খামে দূতাবাসে আনলে জার্মান পররাষ্ট্র দপ্তর বার্লিন বা বন অফিসে সেটা পাঠানোর ব্যবস্থা করবে। সেখান থেকে এটি ডাকযোগে চলে যাবে নির্বাচনি এলাকায়। ২৩শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে আপনার ব্যালট নির্বাচনি এলাকাতে পৌঁছাতে হবে।

অবশ্য এটিও বেশ জটিল। ভাগনার বলছেন: "কখনো কখনো বাণিজ্যিক এক্সপ্রেস ডাক পরিষেবা দ্রুততর হয়।" বাস্তবে, বিদেশে বসবাসকারী জার্মানদের ভোটাধিকার প্রয়োগের সবচেয়ে ভালো উপায় হলো, জার্মানির একটি নির্বাচনি এলাকা থেকে পাঠানো নথিপত্রগুলো নিয়ে সেগুলো যতদ্রুত সম্ভব পূরণ করে নিজেই এক্সপ্রেস মেইলে ফেরত পাঠানো।

ইয়েনস থুরাউ/এডিকে

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ