1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ইউরো-বিরোধী দল

২৭ এপ্রিল ২০১৩

জনপ্রিয় ‘‘বিল্ড’’ পত্রিকার দেওয়া একটি জরিপে এএফডি বা ‘জার্মানির জন্য বিকল্প’ দল এই প্রথম পাঁচ শতাংশ ন্যূনতম ভোটের বেড়া পার হতে পেরেছে৷ সেক্ষেত্রে পাঁচমাস পরের সংসদীয় নির্বাচনে প্রতিষ্ঠিত দলগুলির অনিশ্চয়তা আরো বাড়বে৷

ছবি: Reuters

হঠাৎই গজিয়ে উঠেছে এই এএফডি দল৷ গত ১৪ই এপ্রিল ছিল তাদের প্রথম দলীয় সম্মেলন৷ একদল মাঝবয়সি ভোটার, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক এবং মাঝারি আকারের শিল্পব্যবসায়ের মালিকরা মিলে দলটি সৃষ্টি করেন৷ দলের দাবি হলো একটাই: ইউরো বাতিল করো, দরকার হলে ডয়েচ মার্ক ফিরিয়ে আনো৷

ইউরো সংকটের ধাক্কায় যে দেশ এবং জাতি সবচেয়ে কম প্রভাবিত হয়েছে ও সবচেয়ে তাড়াতাড়ি ধাক্কা সামলে উঠেছে, সেটি হলো জার্মানি৷ অপরদিকে ইউরো ত্রাণে যে দেশের মানুষদের সবচেয়ে বেশি গুনোগার দিতে হতে পারে, সে দেশও হলো জার্মানি৷ সাধারণ জার্মানদের একাংশের মধ্যে ইউরোর স্থিতি নিয়ে আশঙ্কা যেমন, ইউরো ত্রাণে টাকা ঢালা নিয়ে বিরক্তিও তেমন৷ ঠিক সেই আশঙ্কা ও বিরক্তির সুযোগ নিয়েই সৃষ্টি হয়েছে এএফডি৷

ছবি: AFP/Getty Images

এ কেমন দল, যাদের কর্মসূচি ঠিক হওয়ার আগেই কর্মকর্তা নির্বাচন সংক্রান্ত ভোটাভুটি হয়? পরে যাদের সেই কর্মসূচি চার পাতাও ছাড়ায় না – চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের সাধারণ সম্পাদক হেরমান গ্রোহে যেমন ঠাট্টা করে বলেছেন৷ তেমন একটি দল কিন্তু এক অর্থনীতির অধ্যাপককে পুরোধা করে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে জার্মান ভোটারদের তিন শতাংশের সমর্থন যোগাড় করে ফেলে৷

এবার বিল্ড পত্রিকার ফরমায়েশে ইনসা ইনস্টিটিউট যে জরিপ করেছে, তা-তে দেখা যাচ্ছে, এএফডি দল ভোটারদের পাঁচ শতাংশের সমর্থন পাবার আশা করতে পারে৷ বিল্ড নিজে তার শীর্ষক করেছে ‘ইউরো-বিরোধী পার্টির অভিযান'৷ ইনসার জরিপ অনুযায়ী, সংসদীয় নির্বাচনে ম্যার্কেলের রক্ষণশীল খ্রিষ্টীয় গণতন্ত্রীরা পাবে ৩৮ শতাংশ, তাদের জোট সহযোগী মুক্ত গণতন্ত্রীরা পাঁচ শতাংশ৷ বিরোধী সামাজিক গণতন্ত্রীরা দাঁড়িয়েছে ২৬ শতাংশে, সবুজরা ১৫ শতাংশে এবং বামদল ছয় শতাংশে৷

অর্থাৎ ম্যার্কেলের শাসকজোট ৪৩ বনাম ৪১ শতাংশের নামমাত্র ব্যবধানে জেতার প্রত্যাশা করতে পারে – কিংবা পারতো, যদি না এএফডির তরফ থেকে তাদের ভোট ভাঙানোর সমূহ বিপদ থাকতো৷ সিডিইউ দলের সাধারণ সম্পাদক গ্রোহে বলেছেন, তিনি সে বিপদ খুবই আন্তরিকভাবে নিচ্ছেন, এবং ধরে নিচ্ছেন, সংসদীয় নির্বাচনের ফলাফল খুব কাছাকাছি হবে৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ