1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ইহুদি ও মুসলমানেরা সংহতির সন্ধান করছেন

২১ এপ্রিল ২০২৪

ইসরায়েলে হামাসের গত ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে৷ এই ঘটনায় বিশ্বব্যাপী ইহুদি-মুসলমান সম্পর্কে ঝুঁকি তৈরি হয়েছে৷

ইসরায়েলের পতাকার ছবি
ইসরায়েলের সঙ্গে সংহতি জার্মানির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কোনোরকম বিদ্বেষকেই সমর্থন করে না জার্মানি।ছবি: Annette Riedl/dpa/picture alliance

জার্মানিতে এই ঝুঁকি আরো বেশি, কারণ ইউরোপের মধ্যে জার্মানিতেই সবচেয়ে বেশি ফিলিস্তিনি বাস করেন৷ আর জার্মানিতে বাস করা ইহুদির সংখ্যাদুই লাখের কম৷ সবমিলিয়ে জার্মানিতে প্রায় ৫৫ লাখ মুসলিম বাস করেন, যাদের অর্ধেকের বেশি জার্মানির নাগরিক৷

এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০ লাখের বেশি ইহুদিহত্যার অনুতাপ থেকে জার্মানির কাছে ইহুদিরা বিশেষ গুরুত্ব পেয়ে থাকেন৷ জার্মানির রাজনীতিবিদেরা মনে করেন, ইসরায়েলের নিরাপত্তা ও ইহুদিদের জীবন রক্ষা একসঙ্গে জড়িত৷ হলোকস্ট থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা যেন হামাসের হামলার প্রভাবের সঙ্গে লড়তে পারেন সেজন্য জার্মানি সম্প্রতি ২৫ মিলিয়ন ইউরো দিয়েছে৷

জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমসের মহাসচিব আবদেসসামাদ এল ইয়াজিদি ডিডাব্লিউকে বলেন, ইহুদি ও মুসলমানেরা এই সংঘাতকে খুব আবেগের সঙ্গে নিয়েছে৷ ‘‘তবে আস্থা তৈরি করা, সমস্যাটি নিয়ে বস্তুনিষ্ঠভাবে তর্ক করা এবং একে অপরের সাথে সম্মানের সঙ্গে আচরণ করা সম্ভব,'' বলে মনে করেন তিনি৷

জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অফ জুইশ২০২২ সালে একটি কর্মসূচি চালু করেছিল৷ এর আওতায় জার্মানিতে খ্রিস্টান, ইহুদি ও মুসলমানদের জীবনে বাস্তবতা নিয়ে গবেষণা করা হয়৷ ৭ অক্টোবরের হামলার পর ইহুদি ও মুসলমানদের মধ্যে আলোচনার বিষয়ে কিছু পরামর্শ প্রকাশ করেছিল তারা৷ এতে সহিংসতার বিষয়টি লুকিয়ে না রেখে নিজেদের মধ্যে খোলা মনে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছিল৷

জার্মানির ‘ফেডারেল অ্যাসোসিয়েশন অফ ডিপার্টমেন্টস ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন অন সেমিটিজম' আরআইএএস এর পরিসংখ্যান বলছে, ২০২২ সালে জার্মানিতে যত ইহুদিবিদ্বেষের ঘটনা ঘটেছে তার মাত্র এক শতাংশের সঙ্গে ইসলামিস্টরা জড়িত৷ ৭ অক্টোবরের হামলার পর এক মাসে সেই সংখ্যা বেড়ে ৬ শতাংশ হয়েছিল৷ তবে এই সময়ে মুসলিমবিদ্বেষী ঘটনাও বেড়েছিল৷

সরকারি ও বেসরকারি সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে, জার্মানিতে ইহুদি ও মুসলমান উভয়ের জন্য হুমকি উগ্র ডানপন্থি গোষ্ঠী৷

উইলিয়াম নোয়া গ্লুক্রফট/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ