1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির উদ্যান প্রদর্শনী

সারা ক্লুম্পস/এসি১৮ জুন ২০১৫

হাফেল নদীর অববাহিকায় পাঁচটি স্থান জুড়ে এ বছরের বুন্ডেসগার্টেনশাউ বা ফেডারাল উদ্যান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে৷ এবারকার নতুনত্ব: ছোট বাগান৷

Deutschland BUGA 2015 Havelberg
ছবি: picture-alliance/BUGA 2015 Havelregion/T. Uhlemann

২০১৫ সালের বুন্ডেসগার্টেনশাউ বা ফেডারাল উদ্যান প্রদর্শনী৷ হাফেল নদীর অববাহিকায় বিরাট এলাকা জুড়ে একটি রংয়ের সাগর! নদী আর তীরভূমি৷ আগামী অক্টোবর পর্যন্ত দর্শকরা এই ৫৫ হেক্টার আয়তনের প্রদর্শনী চষে ও চেখে বেড়াতে পারবেন৷ ‘‘ব্লু রিবন'' নামধারী হাফেল নদী হল এই প্রদর্শনীর মটো৷ প্রদর্শনীর পাঁচটি স্থানের যোগসূত্র হল এই হাফেল৷ বুন্ডেসগার্টেনশাউ-এর পেট্রা ইয়নশ্কভস্কি বললেন, ‘‘বড় কথা হল, আমরা এই ফেডারাল উদ্যান প্রদর্শনীর জন্য কোনো নতুন জমি নিইনি, নদীর ধারের প্রান্তর কেটে বাগান করিনি৷ বরং মানুষজন যেখানে থাকে, সেখানেই আমরা জায়গা করে নিয়েছি; যেখানে অনেক কিছু দেখার আছে; যার পটভূমিতে আমাদের তৈরি জিনিসগুলো একটা নতুন চেহারা পেয়েছে৷''

ছবি: picture-alliance/BUGA 2015/T. Uhlemann

ত্রিশটির বেশি বাগানে সর্বাধুনিক ট্রেন্ডগুলি দেখানো হচ্ছে৷ অনেক বাগানেরই ‘থিম' হল এই ফেডারাল উদ্যান প্রদর্শনীরও একটি থিম: জল৷ হাফেল নদীতে খুঁজে পাওয়া টুকরো-টাকরা দিয়েও তাকে ফুটিয়ে তোলা যায়৷ ‘হাফেল অঞ্চল'-এর উদ্ভিদ জগতও এখানে একটা ভূমিকা রেখেছে: জড়িবুটির বাগানে৷

ছোট বাগান, নীল ফিতে ও গির্জা

এবারের প্রদর্শনীর আরেকটি বিষয়বস্তু হল: কম জায়গায় বাগান করা৷ ল্যান্ডস্কেপ গার্ডেনিং বিশেষজ্ঞ ফ্রাঙ্ক শ্র্যোডার বললেন, ‘‘আমি নানা ধরনের পদার্থ, শিল্পকলা দিয়ে ওখানে কিছু একটা সৃষ্টি করতে পারি৷ একটা সুন্দর বাগান সৃষ্টি করার জন্য আমার এক হাজার বর্গমিটার ফাঁকা জমির প্রয়োজন নেই৷''

ছবি: picture alliance/dpa-Zentralbild/T. Uhlemann

গাড়ির রাস্তা ধরে প্রায় ৩০ কিলোমিটার পথ৷ ব্রান্ডেনবুর্গ থেকে রাটেনো যাওয়ার সময় বোঝা যায়, এ বছরের গার্টেনশাউ-এর এলাকাটা ঠিক কতবড়! এখানেও সেই ব্লু রিবন হাফেল নদী হল কেন্দ্রবিন্দু৷ তবে দর্শকরা আরো একটা নীল ফিতে দেখে চমকে যান: সেটা হল একটা ইনস্টলেশন৷ একজন বললেন, ‘‘এটা হল ‘ব্লু রিবন' হাফেল নদীর প্রতীক৷ এভাবেই নাকি ব্রান্ডেনবুর্গ থেকে রাটেনো হয়ে হাফেলব্যার্গ পর্যন্ত চলে গেছে৷''

ফেডারাল উদ্যান প্রদর্শনীর পরবর্তী স্থানটিতেও একটি বিশেষ আকর্ষণ আছে৷ সেজন্য আবার হাফেল অঞ্চল পার হয়ে রাটেনো থেকে হাফেলব্যার্গ পর্যন্ত ৪৫ কিলোমিটার পথ যেতে হবে৷

এখানে একটি গির্জাই হল প্রদর্শনীর স্থান৷ ‘‘বসন্তের আগমন''-এর মতো বিষয়টিকে গির্জার আলো-আঁধারিতে স্থান দেওয়া এক দুঃসাহসিক পরিকল্পনা৷ উদ্যানকর্মী মাটিয়াস কুকলিক বললেন, ‘‘এখানে আমরা প্রায় ৮০০ থেকে হাজার লাক্সের আলো রেখেছি৷ আমরা ঝারি নিয়ে ফুলগাছগুলোর মধ্যে দিয়ে যাবো আর অতি সাবধানে জল দেবো, যাতে অংশত কাঠের, অংশত পাথরের এই সুপ্রাচীন মেঝের কোনো ক্ষতি না হয়৷ সেজন্য অতি সাবধানে জল দিতে হবে৷''

বুন্ডেসগার্টেনশাউ চলবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত: হাফেল অঞ্চলের পাঁচটি স্থান মিলিয়ে মোট দশ লাখ ফোটা ফুল দেখার সুযোগ পাবেন দর্শকরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ