1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে নদী সংস্কার

গ্রেহেম লুকাস, আনোয়ার আশরাফ / এসি২১ ডিসেম্বর ২০১৩

বাংলাদেশ ও ভারতে নদীর দূষণ এক বড় সমস্যা৷ নানা কারণে নদীর দূষিত পানি গোটা জনপদের জন্য বিপদ হয়ে উঠতে পারে৷ জার্মানিতে অনেক নদী সংস্কার করা সম্ভব হলেও আজও চ্যালেঞ্জের অভাব নেই৷

Deutschland Emsch Fluß
ছবি: DW/A. Ashraf

নদী সংস্কার প্রকল্প

04:00

This browser does not support the video element.

যেন পটে আঁকা ছবি! জার্মানির সুবিখ্যাত রুয়র শিল্পাঞ্চলের মাঝখান দিয়ে বয়ে গেছে এমশার নদী৷ কিন্তু বাইরের দেখাটাই তো সব নয়৷ দূষণের দৃষ্টিকোণ থেকে এমশার নদী একটি দুঃস্বপ্ন বলা চলতে পারে৷ পানিতে নামার উপায় নেই: রাসায়নিক আর বর্জ্য পদার্থে নদীর পানি এমনই দূষিত যে, পানিতে নামলে মারাত্মক রোগ হবার বিপদ রয়েছে৷

ভাগ্যক্রমে বহু বছর আগেই নিষ্কাশনের কাজ শুরু হয়েছে৷ তবুও নদীর পানিতে আজও দুর্গন্ধ৷ এমশার সমবায়ের মুখপাত্র মিশায়েল স্টাইনবাখ বলেন, ‘‘আমাদের লক্ষ্য হল, এমশার আবার এমন একটি নদী হয়ে উঠবে, যার পানিতে মাছ খেলে বেড়াবে, তীরে গাছগাছালি, জীবজন্তু থাকবে – এমন একটা নদী, যেখানে মানুষজন বেড়াতে যেতে পারবে, থাকতে পারবে৷ মুক্ত প্রকৃতির কোলে একটি নদী৷''

সংস্কারের প্রচেষ্টা

শক্তিশালী পাম্প দিয়ে নদীর পানি একটি ট্রিটমেন্ট প্ল্যান্টে পাম্প করে, যান্ত্রিক ও জৈবিক পন্থায় সেই পানি পরিশোধন করা হচ্ছে৷ ফিল্টার প্রক্রিয়া শুরু হবার আগে পানি থেকে ঘন বর্জ্য পদার্থ বার করে নিয়ে তা প্ল্যান্টের নিজস্ব ইনসিনারেটরে পুড়িয়ে ফেলা হয়৷ এমশার সমবায়ের ইঞ্জিনিয়ার মানফ্রেড ব়্যুটার বলেন, ‘‘ময়লা পানি দু'টি ধাপে পরিশোধন করা হয়৷ প্রথমত যান্ত্রিক ভাবে, দ্বিতীয়ত জৈবিক পদ্ধতিতে৷ যান্ত্রিক উপায় বলতে প্রথমে ময়লা ইত্যাদি সরিয়ে ফেলা হয়৷ যান্ত্রিক পরিশোধনের দ্বিতীয় পর্যায়ে সরানো হয় বালি, পাথরকুচি ইত্যাদি; আর তৃতীয় পর্যায়ে সেডিমেন্টেশন করে পানির চেয়ে যা কিছু ভারি, তা তলা থেকে সরানো হয়৷''

বট্রপ শহরটি অতীতে ভারিশিল্পের জন্য খ্যাত ছিল৷ বট্রপের এই ময়লা পানি পরিশোধনের প্ল্যান্টটির বড় বড় চৌবাচ্চাগুলোতে দিনে সাত লাখ ঘনমিটার অবধি পানি পরিষ্কার করা হয়৷ খুবই জটিল একটি প্রক্রিয়া, যার উপর প্রতি পদে কম্পিউটার দিয়ে নজর রাখা হয়৷ এমশার সমবায়ের মার্কুস ক্রেমার বলেন, ‘‘প্ল্যান্টের কোথায় কী ঘটছে জানার জন্য আমরা এই মনিটরগুলো ব্যবহার করি৷ এছাড়া প্ল্যান্টের বিভিন্ন জায়গায় মাপার যন্ত্র বসানো থাকায় কোথাও কোনো গোলমাল ঘটলে আমরা তা জানতে পারি এবং এখান থেকে টেলিফোন করে কর্মীদের জানিয়ে দিতে পারি, যাতে তারা মেরামতি করতে পারে৷''

একটি চৌবাচ্চা থেকে আরেকটি চৌবাচ্চায় যাবার সময় প্রতিবার পানি পরিষ্কার করা হয়৷ চৌবাচ্চার নীচে যে ময়লা জমা হয়, সেটাকে চারটি বড় আধারে শুকিয়ে নিয়ে পরে পুড়িয়ে ফেলা হয়৷ ময়লা পোড়ানোর চুল্লির সঙ্গে যুক্ত একটি জেনারেটর থেকে আবার প্ল্যান্ট চালানোর ৬০ শতাংশ বিদ্যুৎ আসে৷ মার্কুস ক্রেমার বলেন, ‘‘শেষমেষ শুধু এই শুদ্ধ পানি পড়ে থাকে, যা পুকুর বা নদীর পানির মতো স্নান করার উপযুক্ত৷ সেই পরিশুদ্ধ পানি গিয়ে পড়ে এমশার নদীতে৷''

জার্মানির সুবিখ্যাত রুয়র শিল্পাঞ্চলের মাঝখান দিয়ে বয়ে গেছে এমশার নদীছবি: ullstein bild - Sabine Simon

প্রকল্পের অর্থায়ন

গোটা প্রকল্পটিতে খরচ পড়বে ৪৫০ কোটি ইউরো৷ স্থানীয় বাসিন্দাদের যে পানির বিল দিতে হয়, তা থেকেই এই প্রকল্পের অর্থসংস্থান হয়৷ এমশার সমবায়ের মুখপাত্র মিশায়েল স্টাইনবাখ বলেন, ‘‘২০১৭-১৮ সালের মধ্যে আমরা ময়লা পানি মুক্ত হব, অর্থাৎ এমশার নদীতে যে পানি গিয়ে পড়বে, তার প্রতিটি বিন্দু পরিশোধিত হবে৷''

আজ কয়েক প্রজন্ম পরে এমশারে আবার বিশুদ্ধ পানির স্বপ্ন একটা সুবিশাল প্রগতি বৈকি৷ একজন বললেন, ‘আমাদের তো এখানে থাকতে হবে৷ কাজেই এই সিউয়েজ প্ল্যান্ট দিয়ে পরিবেশটাকে আবার পরিষ্কার-পরিচ্ছন্ন করা তো ভালোই৷'' আরেক জন বললেন, ‘প্রকৃতির তো এটাই ভবিষ্যৎ, শিশুদের ভবিষ্যৎ৷ যেমন বলা হয়, আমরা তো পৃথিবীটা শুধু ধার করেছি৷''

পানির উৎকর্ষ বাড়ার সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীরাও আবার ফিরে আসছে৷ এছাড়া এমশার নদীর পানি পরিষ্কার হওয়ার অর্থ রাইন নদীর পানিও আরো কিছুটা পরিষ্কার হবে, যে রাইন নদী জার্মানদের কাছে এতো প্রিয়, বিদেশিদের কাছে এতো রোম্যান্টিক৷

বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ