1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একমাত্র ইন্টারনেট স্কুল

ক্লাউস ডয়সে/আরবি৪ আগস্ট ২০১৪

বখুম শহরে রয়েছে জার্মানির একমাত্র ইন্টারনেট স্কুল৷ পপতারকা কিংবা অটিস্ট – সে যাই হোক না কেন সবাই সেখানে পড়াশোনার সুযোগ পায়৷ সকাল-সকাল ওঠা, স্কুলে যাওয়ার তাড়া নেই৷ কারণ এর মাধ্যমেই তারা স্কুলের গণ্ডি পার হতে পারে৷

Symbolbild Kinder Bücher Tablet PC lernen Schule
ছবি: Fotolia/Karin & Uwe Annas

জার্মানির স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি চলছে এখন৷ মিউনিখের ১৩ বছরের লিলির জন্য এটা কোনো বিষয় নয়৷ সে এখনও ক্লাস করছে৷ একইসঙ্গে বাবা-মার সঙ্গে টোঙ্গায় ছুটিও কাটাচ্ছে৷ তার মা-বাবা সেখানে একটি হোটেল চালান৷ লিলিও বছরে তিন মাস তাঁদের সঙ্গে সেখানে কাটায়৷ জার্মানি থেকে রবিন শাডে তাকে স্কাইপের মাধ্যমে গণিত ও ইংরেজি ব্যাকরণ পড়ান৷

লিলি মিউনিখে হাইস্কুল বা গিমনাসিয়ুমে পড়ে৷ পড়াশোনায় যাতে বাধা না পড়ে, সেজন্য টোঙ্গাতে বসেও সুবোধ ছাত্রীর মতো ক্লাস চালিয়ে যাচ্ছে সে৷ আর এক্ষেত্রে সাহায্য করছে জার্মানির একমাত্র ইন্টারনেট স্কুল৷ লিলি জানায়, ‘‘তিন বছর আগে আমি এটা শুরু করেছি৷ সত্যি খুব ভাল হচ্ছে৷''

তিন মাস টোঙ্গাতে থাকাকালীন বখুমের ‘ওয়েব ইনডুভিজুয়াল স্কুল'এর দুজন শিক্ষকের কাছে পড়াশোনা করে সে৷ এই ব্যবস্থা না থাকলে লিলিকে দীর্ঘদিনের জন্য টোঙ্গাতে আনা সম্ভব হতো না বলে জানিয়েছেন তার মা-বাবা৷

অনেকের জন্য সুবর্ণ সুযোগ

ইন্টারনেট স্কুলে সাত জন শিক্ষক নয় থেকে ২২ বছর বয়েসি ৯০ জনের মতো ছাত্রছাত্রীকে পড়ান৷ ১২ বছর আগে যাত্রা শুরু হয় স্কুলটির৷ যারা কোনো কারণে নিয়মিত স্কুলে যেতে পারে না, তাদের সাহায্য করার জন্যই এগিয়ে আসে প্রতিষ্ঠানটি৷

তবে ইন্টারনেট স্কুলটি পরীক্ষা নিতে বা নম্বর দিতে পারে না৷ ছাত্রছাত্রীদের তাদের হাউপ্টশুলে কিংবা রেয়ালশুলের ফাইনাল পরীক্ষা দিতে হয় কোনো সহযোগী স্কুলে, সরকার অনুমোদিত পরীক্ষা-কমিশনের সামনে৷ এ পর্যন্ত ১৫০-এর বেশি শিক্ষার্থী ওয়েব স্কুলে পড়াশোনা শেষ করে বের হয়েছে৷ এখন পর্যন্ত কেউ ফেল করেনি৷

‘টোকিও হোটেল' সংগীত গোষ্ঠীর দুই ভাই বিল ও টম কাইলিৎস এই স্কুলেই পড়াশোনা করেছেন৷ জাপান বা অ্যামেরিকা যেখানেই তারা গিয়েছেন, সেখানেই তারা হোটেলে বসে পড়াশোনা করেছেন৷ ইংরেজির পাশাপাশি গণিত ও ভূগোলে জ্ঞান অর্জন করেছেন জার্মান ভাষায়৷ শিক্ষকদের সাথে যোগাযোগ রেখেছেন ইন্টারনেটের মাধ্যমে৷ কোনো জার্মান প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা বিদেশে কর্মরত, তাদের সন্তানরাও ইন্টারনেট স্কুলের সাহায্য নিয়ে থাকে৷

অধিকাংশই কোনো না কোনো রোগে আক্রান্ত

ওয়েব স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীই শারীরিক বা মানসিক ক্রনিক রোগে আক্রান্ত, যাদের পক্ষে সাধারণ স্কুলে যাওয়া সম্ভব নয়৷ মাসে ৭৮০ ইউরো টিউশন ফি বহন করে ভারপ্রাপ্ত যুবদপ্তরগুলি৷

শুরুতে ইমেলের মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলের পরীক্ষার প্রস্তুতি নিতো৷ ২০০৪ সাল থেকে পরিবর্তন শুরু হয়৷ আজ স্কাইপ, মোবাইল ও চ্যাটের মাধ্যমে ক্লাস করানো হয়৷

পড়াশোনা বা ব্যক্তিগত কোনো সমস্যা হলে অনেক রাতেও শিক্ষকদের সঙ্গে কথাবার্তা বলা যায়৷ সাতজন শিক্ষক বখুম ও রুর অঞ্চলের আশেপাশের জায়গায় বসবাস করেন৷ অর্থাৎ ক্লাসরুমবিহীন স্কুলটি থেকে খুব বেশি দূরে থাকেন না তাঁরা৷ নিয়মিত স্কুলে চাকরি করার সুযোগ থাকলেও ওয়েব স্কুলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই শিক্ষকরা৷

অটিস্টরাও আবরণ ছাড়তে পারে

আনা গেবার্স-ফ্রিটশে দুই বছর ধরে ১২ বছরের লেওনকে পড়াচ্ছেন৷ ছেলেটি অটিস্ট৷ অ্যাসপারজার্স সিনড্রোমে ভুগছে সে, অর্থাৎ মানুষের সংস্পর্শ পছন্দ নয় তার৷ তাই সানটেন শহরের হাউপ্টশুলেতে তাল সামলাতে পারছিল না লেওন৷ এখন সে নব উদ্যোমে ওয়েব স্কুলে পড়াশোনা করছে৷

কম্পিউটারের ‘পর্দার আড়ালে' মানুষের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারছে সে, বলেন শিক্ষিকা আনা৷ গতানুগতিক স্কুলে অটিস্টরা আশেপাশের লোকজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে আড়ষ্ট বোধ করে ও নিজেকে গুটিয়ে রাখে৷

আগ্রহ অনুযায়ী পাঠ্যসূচি

বখুমের ওয়েব স্কুলের শিক্ষকদের অধিকাংশই অতিরিক্ত বিশেষ কোর্স করেছেন৷ এছাড়া একজন মনস্তত্ত্ববিদ শিক্ষকদের সহায়ক হিসাবে পাশে থাকেন৷ বিভিন্ন ধরনের অসুখ-বিসুখে আক্রান্ত ছাত্রছাত্রীদের সঙ্গে কীরকম আচরণ করা উচিত, সে সম্পর্কে পরামর্শ দেন তিনি৷ ইন্টারনেট স্কুলের পাঠ্যসূচিও তৈরি করা হয় শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী৷ যেমন অংক ক্লাসে হিসাব কষে বের করতে হয়, ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ফেটেল বছরে কত কিলোমিটার পার করেছেন৷ ভূগোলে সেই সব দেশ সম্পর্কে আলাপ আলোচনা করা হয়, যেসব দেশে ফর্মুলা ওয়ান-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

ইন্টারনেট স্কুল থেকে পাস করে বের হয়েছে ১৯ বছরের লিন মাক্স কেম্পেন৷ টেনিস খেলাকে ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছে এই তরুণ৷ দৈনিক ছয় ঘণ্টা ট্রেনিং ছাড়াও বিভিন্ন দেশে টুর্নামেন্টে যেতে হয় তাকে৷ পাশাপাশি রেয়ালশুলের পরীক্ষার প্রস্তুতি সহজ ছিল না৷ ওয়েব স্কুলের সহায়তায় এই বৈতরণি পার হয়েছে লিন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ