আগামী ২০ বছরের মধ্যে জার্মানিতে বসবাসরত এক-তৃতীয়াংশ মানুষই হবে বিদেশি বংশোদ্ভূত৷ আর দেশটির বড় শহরগুলোর বাসিন্দাদের সত্তর শতাংশই হবেন এরকম৷ জার্মান এক অভিবাসন বিশেষজ্ঞ জানিয়েছেন এই তথ্য৷
বিজ্ঞাপন
২০৪০ সাল নাগাদ জার্মানির মোট জনসংখ্যার ৩৫ শতাংশই অভিবাসী বাংশোদ্ভূত কিংবা নিজেই একজন অভিবাসী হবেন৷ জার্মান অভিবাসী বিশেষজ্ঞ হার্বার্ট ব্রুকার এমনটা মনে করেন৷ জার্মানির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক গবেষণা কেন্দ্র আইএবির অভিবাসন বিভাগের প্রধান তিনি৷
জার্মান দৈনিক ভেল্ট-কে তিনি বলেন, ‘‘ভবিষ্যতে আমরা আরো বৈচিত্রময় হবো৷ বর্তমানে জার্মানিতে বসবাসরত এক চতুর্থাংশ মানুষ অভিবাসী বংশোদ্ভূত৷ আগামী ২০ বছরের মধ্যে তা অন্তত ৩৫ শতাংশে পৌঁছাবে, এমনকি চল্লিশ শতাংশের বেশিও হতে পারে৷’’
জার্মান ব্লুকার্ড বেশি পাচ্ছেন কোন দেশের নাগরিকরা?
জার্মান অভিবাসী ও শরণার্থী মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটি ২০১৮ সালে ২৭ হাজার ইউরোপের বাইরের নাগরিককে ব্লুকার্ড দিয়েছে৷ ছবিঘরে দেখুন কোন দেশের নাগরিকরা এ সময়ে সবচেয়ে বেশি ব্লুকার্ড পেয়েছে৷
ছবি: picture-alliance/chromorange
ভারত
তালিকায় প্রথম স্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত৷ জার্মান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০১৮ সালে দেশটির প্রায় সাত হাজার জন নাগরিককে ব্লু কার্ড দেওয়া হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/P. Gill
চীন
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন৷ উল্লেখিত সময়ে প্রায় দুই হাজার চীনা অভিবাসী এ সুবিধা পেয়েছে৷
ছবি: Imago Images/Xinhua/W. Lie
রাশিয়া
ব্লুকার্ড প্রাপ্তির দিক থেকে তৃতীয় অব্স্থানে রয়েছে রাশিয়া৷ তথ্য বলছে, ২০১৮ সালে রাশিয়ার এক হাজার ছয়’শ তিন জন নাগরিক জার্মান ব্লুকার্ড পেয়েছে৷
ছবি: DW/S. Dick
তুরস্ক
তুরস্কের প্রায় এক হাজারের অধিক নাগরিক ২০১৮ সালে জার্মান ব্লুকার্ড পেয়েছে৷
ছবি: picture-alliance/AA/E. Yildirim
ব্রাজিল
ব্লুকার্ড প্রাপ্তির দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল৷ ২০১৮ সালে দেশটির এক হাজার নাগরিক জার্মান ব্লুকার্ড পেয়েছে৷
ছবি: Reuters/P. Olivares
বাড়ছে জনপ্রিয়তা
২০১২ সালে ইউরোপিয়ান ইউনিয়ন দক্ষ অভিবাসীদের ব্লুকার্ড প্রদান সংক্রান্ত আইন প্রণয়নের পর থেকে জার্মানিতে ব্লুকার্ড দেওয়ার হার ক্রমান্বয়ে বাড়ছে৷ পরিসংখান বলছে ২০১৩ সালে মোট ১১ হাজার অ-ইউরোপীয়কে ব্লুকার্ড প্রদান করেছিল জার্মানি৷ আর ২০১৮ সালে তা দাঁড়ায় ২৭ হাজার-এ৷
ছবি: picture-alliance/chromorange
6 ছবি1 | 6
বড় শহরগুলোতে বিদেশি বাংশোদ্ভূতদের আনুপাতিক হার আরো বেশি হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ৷ তিনি বলেন, ‘‘আমরা বর্তমানে বড় শহরগুলোতে যে পরিস্থিতি দেখছি ভবিষ্যতে গোটা দেশেই তা এক স্বাভাবিক ব্যাপারে পরিনত হবে৷ ফ্রাঙ্কফুর্টের মতো শহরগুলোতে এই হার ৬৫ থেকে ৭০ শতাংশ হবে৷’’
জার্মান এই অর্থনীতিবিদ মনে করেন, জনসংখ্যার মধ্যে নানা দেশের মানুষের এই সংমিশ্রণ জার্মানির অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ৷ আইএবির প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী, জার্মান অর্থনীতির সঙ্কুচন ঠেকাতে চাইলে ২০৬০ সাল পর্যন্ত প্রতিবছর দেশটির চারলাখের মতো অভিবাসী দরকার৷
তবে, এক্ষেত্রে জার্মানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উচ্চদক্ষতাসম্পন্ন অভিবাসীদেরকে দেশটির প্রতি আকৃষ্ট করা৷ এজন্য জার্মানিকে অন্যান্য দেশের প্রতি আরো উদার মনোভাবাপন্ন হতে হবে বলে মনে করেন ব্রুকার৷
উল্লেখ্য, গত মাসে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, অভিবাসী বংশোদ্ভূত শিশুদের মধ্যে যারা অল্প বয়সে জার্মান নাগরিকত্ব নিচ্ছে, তারা উচ্চশিক্ষা গ্রহণেরক্ষেত্রে সুযোগ সুবিধা অন্যদের চেয়ে অপেক্ষাকৃত বেশি পাচ্ছে৷
এআই/কেএম (কেএসএ, ডিপিএ)
জার্মানি কেন বিশেষজ্ঞদের জন্য তেমন আকর্ষণীয় নয়
শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য জার্মানি তুলনামূলক আকর্ষণীয় গন্তব্য দেশ হলেও বিশেষজ্ঞদের জন্য কিন্তু নয়৷ এর কারণ হিসেবে ওইসিডি-র করা এক নতুন সমীক্ষার মাধ্যমে নানা তথ্য বেরিয়ে এসেছে৷
ছবি: picture-alliance/dpa/xim.gs/p. Szyza
সহযোগিতায় বার্টেলসম্যান ফাউন্ডেশন
বার্টেলসম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ‘ওইসিডি ইন্ডিকেটরস অফ ট্যালেন্ট অ্যাটাকটিভিটনেস’ শিরোনামে এই গবেষণাটি পরিচালনা করা হয়৷ ছাত্র, পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠান, তিনটি গ্রুপ নিয়ে সমীক্ষায় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) সদস্য দেশগুলো পর্যালোচনা করে এই ব়্যার্ঙ্কিং প্রকাশ করা হয়৷
শর্তের সাতটি দিক
প্যারিসে অবস্থিত (ওইসিডি) মোট সাতটি দিক পরীক্ষা করেছে৷ এসবের মধ্য রয়েছে কর্মজীবনের সুযোগ, আয় এবং করের ভবিষ্যৎ সম্ভাবনা, পারিবারিক সদস্যদের সুযোগ, যোগ্যতা, বৈচিত্র্য এবং জীবনযাত্রার গুণমান৷ তাছাড়াও এতে যোগ্যতাসম্পন্ন মানুষের জন্য জার্মানিতে প্রবেশ এবং থাকার বিভিন্ন শর্তও বিবেচনা করা হয়৷
ছবি: Getty Images/AFP/E. Piermont
আকর্ষণীয় দেশ
সামগ্রিকভাবে শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের জন্য জার্মানি বিশেষ আকর্ষণীয় স্থান৷ এবং শীর্ষ ছয়টি ওইসিডি দেশগুলির মধ্যে একটি৷ তবে শিক্ষার্থীদের জন্য সুইজারল্যান্ড এবং নরওয়ে এ দুই দেশই জার্মানির তুলনায় বেশি আকর্ষণীয় গন্তব্য৷
ছবি: picture-alliance/ZB/S. Stache
অন্যান্য দেশ এগিয়ে রয়েছে
উদ্যোক্তাদের জন্য, কানাডা এবং নরওয়ে জার্মানির চেয়েও আকর্ষণীয় দেশ৷ ইউরোপের মধ্যে সুইজারল্যান্ড, সুইডেন এবং নরওয়ে অভিবাসীদের সুযোগ সুবিধার দিক থেকে জার্মানির চেয়ে এগিয়ে রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Pförtner
দক্ষ শ্রমিকদের জন্য জার্মানি কম আকর্ষণীয়
স্নাতকোত্তর বিদেশি বিশেষজ্ঞদের জন্য জার্মানির স্থান ১২ নম্বরে৷ শ্রম বাজারের বিদেশিদের অনকূলশর্তাবলী দেওয়ার কারণে সবচেয়ে আকর্ষণীয় দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড এবং কানাডা৷
ছবি: picture-alliance/dpa/D. Karmann
একটি অন্যতম কারণ
জার্মান শ্রম বাজারে বিদেশি ডিগ্রির তেমন মূল্যায়ন করা হয় না৷
ছবি: picture-alliance/dpa/D. Schoenen
অ্যামেরিকার ভিসা নীতি
দক্ষ শ্রমিক এবং উদ্যোক্তাদের জন্য শীর্ষ পাঁচটি স্থানের মধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের থাকার কথা৷ তবে অ্যামেরিকার ভিসা নীতির কারণে তাদের অবস্থান কিছুটা হলেও নীচে নেমে গেছে৷
ছবি: picture-alliance/blickwinkel/McPHOTO
‘আমদের আরো অভিবাসী প্রয়োজন’
ওইসিডি এমপ্লয়মেন্ট, লেবার অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের পরিচালক স্টেফানো স্কারপেটা বলেন, বিশেজ্ঞদের জন্য ভিসা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ তাছাড়াও অনেক যোগ্যতাসম্পন্ন বিশেষজ্ঞের জন্য তাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য শর্তগুলো কাঠামোবদ্ধ করা জরুরি৷
ছবি: picture-alliance/dpa/S. Pförtner
বিশেষজ্ঞদের জন্য জার্মানি তেমন আকর্ষণীয় নয়
‘‘আনন্দের কথা যে জার্মানি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভালো সুযোগ-সুবিধা দিয়ে থাকে৷ তবে জার্মানির প্রয়োজন অল্প এবং মাঝামাঝি যোগ্যতার প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ৷ কিন্তু বিশেষজ্ঞদের জন্য জার্মানি তেমন আকর্ষণীয় নয়৷’’ একথা বলে বার্টেলসম্যান ফাউন্ডেশনের সিইও ইয়র্গ ড্রেগার৷