1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক ফ্রিরাইডারের দুঃসাহসিক অভিযান

২৫ জানুয়ারি ২০১৯

জার্মানির ফ্রিরাইডার বেনেডিক্ট মায়ার৷ তাঁর দুঃসাহসিক সব স্কি-র ভিডিও দেখলে শরীরের সব লোম যেন দাঁড়িয়ে যায়৷ সম্প্রতি ইটালির বিখ্যাত ‘স্টেলভিও পাস’-এর উপর দিয়েও স্কি করেছেন তিনি৷

ছবি: DW

ইটালির দক্ষিণ তিরোলের বন্ধু মার্কুস এডারকে সঙ্গে নিয়ে বেনেডিক্ট ১৯ বার স্টেলভিও পাস পার হয়েছেন৷ মায়ার বলেন, ‘‘পথটা বেশ ঢালু ছিল, আর বরফ ছিল খুব কম৷ ফলে ভুলের কোনো সুযোগ ছিল না৷ কোনো এক জায়গায় আপনাকে ঠিকভাবে ল্যান্ড করতে হবে এবং তারপরই পরের যাত্রা শুরু করতে হবে৷ এভাবে সাড়ে পাঁচশ’ মিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে তিন মিনিট৷ তবে পরিকল্পনায় লেগেছিল দুই বছর৷’’

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৭৫০ মিটার উঁচুতে অবস্থিত স্টেলভিও পাসের মাধ্যমে দক্ষিণ তিরোলের লোম্বার্ডি আর ভাল ভেনোস্তাকে যুক্ত করা হয়েছে৷ এটি ইটালির সর্বোচ্চ পাহাড়ি রাস্তা, সেই সঙ্গে বিশ্বের অন্যতম চরম ঝুঁকিপূর্ণও৷ মায়ার বলেন, ‘‘রাস্তাটি এমনভাবে বানানো হয়েছে যে, সেখানে গাড়ি চালাতে গিয়ে আমার মাথা ধরে যেতো৷ কারণ, একটু পরপরই বাঁক আছে সেখানে৷ তখন আমার মনে হয়েছিল, আমার এখানে কিছু করা উচিত৷’’

জার্মানির দুঃসাহসী ফ্রিরাইডার

03:57

This browser does not support the video element.

২৯ বছর বয়সি বেনেডিক্ট এখানে অভিযানের সাহস করতে পেরেছেন, কারণ, তাঁর বরফের উপর স্কি করার কয়েক বছরের অভিজ্ঞতা ছিল৷ শিশু অবস্থাতেই তিনি স্কি’র বিভিন্ন কৌশল রপ্ত করেছিলেন৷ এভাবে তিনি ইউরোপের অন্যতম সেরা ফ্রিরাইডার হয়ে ওঠেন৷

২০১৪ সালের শীতকালীন অলিম্পিকের ‘স্লোপস্টাইল’ ইভেন্টে একমাত্র জার্মান হিসেবে অংশ নিয়েছিলেন বেনেডিক্ট৷ তবে তিনি বলেন, অলিম্পিকের ফ্রিস্কিয়িং ইভেন্টের নতুন নিয়ম তাঁর সৃজনশীলতা প্রকাশে সহায়ক নয়৷ তাই আইসল্যান্ড ও আলাস্কার অসাধারণ প্রকৃতিতে স্বাধীনভাবে স্কি করতে ভালো লাগে তাঁর৷

মায়ার জানান, ‘‘পাহাড়ের শীর্ষে একেবারে একা থাকার অনুভূতিটা বিশেষ৷ আপনি জানেন যে, এখান থেকে স্কি করাটা আপনার জন্য একটা অনন্য অভিজ্ঞতা হবে৷ যেমন, ধরুন আলাস্কায়৷ তবে বিষয়টা একটু ভয়েরও৷ কারণ, সবকিছুর পর ওটা তো আসলে একটা বিশাল পাহাড়৷ তবে এই ভয়টা কাজে লাগিয়ে নিজেকে বলা যে, একবার চেষ্টা করেই দেখ৷ না হলে তো, সবাই ফ্রিরাইডার হতে পারত৷ সত্যি কথা বলতে কী, এখানে ভয়ের বিষয়টি আছে, অবশ্যই আছে৷’’

স্টেলভিও পাসের উপর দিয়ে স্কি করার বিষয়টি এখনো অনন্য৷ বেনেডিক্টের ক্যারিয়ারেও উজ্জ্বল দিক এটি৷

ফ্রিস্কিয়িংয়ের আরো নতুন নতুন কৌশল বের করতে চান বেনেডিক্ট৷

গ্যেরহার্ড জনলাইটনার/জেডএইচ

গতবছরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ