1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির এক শহরে আবার ব্যাপক সংক্রমণ

৪ জুন ২০২০

লকডাউনের কড়াকড়ি শিথিল হওয়ায় উৎসবে মেতেছিল গ্যোটিঙ্গেন শহর৷ তাতেই দেখা দিয়েছে সারা শহরে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা৷ মধ্য জার্মানির শহরটিতে তাই আবার ফিরেছে লকডাউনের কড়াকড়ি৷

গ্যোটিঙ্গেন শহরে আবার ফিরেছে লকডাউনের কড়াকড়ি
ছবি: picture-alliance/dpa/S. Pförtner

রমজান শেষ৷ গত ২৩ মে এ আনন্দে সমবেত হয়েই আনন্দে মেতেছিলেন মূলত সাবেক যুগোস্লাভিয়া থেকে আসা কিছু পরিবারের সদস্যরা৷ সেখানে উপস্থিত কয়েকজনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়ে৷ ফলে ওই এলাকা লকডাউন করে সেখানকার ৭০০ পরিবারের প্রত্যকের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ৷ পাশাপাশি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সব ক্লাবে খেলাধুলাও বন্ধ করা হয়েছে আবার৷ বুধবার সন্ধ্যা পর্যন্ত শহরে মোট ১০৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে৷

লকডাউনের কড়াকড়ি শিথিল করায় গ্যোটেঙ্গিনে দেখা দিয়েছিল উৎসবের আমেজ৷ শহরের বড় এক স্কুলের প্রধান শিক্ষক লার্স হুমরিশ বলেন, ‘‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, কিছু মানুষ মনে করেন নিয়ম-কানুন তাদের জন্য প্রযোজ্য নয়৷’’

এদিকে স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের অ্যাসোসিয়েশনের এক নেতা স্থানীয় রেডিওকে জানান, শহরের সব স্কুল আবার বন্ধ ঘোষনা করায় অভিভাবকরা ‘বিস্ময়করভাবে উদ্বিগ্ন’৷ তবে অভিভাবকদের অ্যাসোসিয়েশন বলেছে, স্কুল বন্ধের সিদ্ধান্তে তাদের সমর্থন ছিল৷

জার্মানিতে এ পর্যন্ত এক লক্ষ ৮৪ হাজার ৪২৫ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এর মধ্যে মারা গেছেন মোট আট হাজার ৬৯৯ জন৷ সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিতের সংখ্যা ৬২ লক্ষ ৮৭ হাজার ৭৭১, মৃতের সংখ্যা তিন লক্ষ ৭৯ হাজার ৯৪১৷

এসিবি/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ