1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির কারাগারে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই

৯ আগস্ট ২০১৯

প্যারিস, ব্রাসেলস ও বার্লিনে সন্ত্রাসী হামলাকারীরা কারাগারের ভেতরে সহিংস মৌলবাদের ধারণায় উদ্বুদ্ধ হয়েছিলেন৷ চরমপন্থার বিস্তার ঠেকাতে জার্মানির কারাগারগুলোতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ৷

Gefangener im Gefängnis Symbolbild Haft
ছবি: picture alliance / dpa

জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়া৷ এখানে ৩৬টি কারাগার আছে৷ তার একটি বখুম শহরে৷ বাটুহান (ছদ্মনাম) ২০১৪ সাল থেকে এই কারাগারে জালিয়াতির অভিযোগে সাজা ভোগ করছেন৷  এই রাজ্যের ১৬ হাজার কারাবন্দির এক চতুর্থাংশ মুসলিম৷ বাটুহান তাদের একজন৷ তিনি সাধারণ অপরাধী৷

তবে রাজ্যের কারাগারগুলোতে এ বছরের মাঝামাঝি পর্যন্ত সহিংস উগ্রবাদের ধারণায় উদ্বুদ্ধ এমন ৩৩ জন মুসলিম আটক আছেন৷ তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও অনুমতি মেলেনি৷ তবে বাটুহানের মতো সাধারণ কয়েদিদের সঙ্গে কথা বলতে পেরেছে ডয়চে ভেলে৷ 

তার মতে, অনেক বন্দির কাছে ধর্ম খুব গুরুত্বপূর্ণ, তিনি যে ধর্মেরই হোন না কেন৷ বলেন, অন্য বন্দিদের সঙ্গে ইসলাম নিয়ে আলোচনা করেছেন তিনি৷ ইসলামের নামে যখনই কোনো সন্ত্রাসী হামলা হয়, ‘‘তখন এর কারণ নিয়ে আমরা আলোচনা করি৷''

সাধারণ বন্দিদের সঙ্গে ইসলাম নিয়ে আলোচনার নামে অনেকে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের ধারণা ঢুকিয়ে দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে৷ জার্মানির কারাগারগুলোতে এমন চেষ্টার খবর আগেও মিলেছে৷ গত বছর জার্মানির শহর কার্লসরুহের ফেডেরাল প্রসিকিউটরস অফিস এমন ৮৫৫টি ঘটনার প্রাথমিক তদন্ত করেছে৷

এছাড়া গত বছরের একটি গবেষণায় দেখা গেছে, সিরিয়ার কুর্দিশ এলাকায় আইএস-এর পরাজয়ের পর আটককৃতদের ১২০ জন জার্মান বা জার্মানির সঙ্গে সম্পর্কযুক্ত৷

ইউরোপে এর আগে যতজন মুসলিম সন্ত্রাসী হামলা করেছেন তারা বেশিরভাগই কারাগারের ভেতরে অন্য বন্দির মাধ্যমে উগ্রপন্থায় উদ্বুদ্ধ হয়েছেন৷ ২০১৫ সালে প্যারিস ও ২০১৬ সালে ব্রাসেলসে হামলায় জড়িতরা কারাগারে উদ্বুদ্ধ হয়েছিলেন৷ এমনকি ২০১৬ সালের ডিসেম্বরে বার্লিনে ক্রিস্টমাস মার্কেট হামলায় সাত জন মারা যান৷ এই আমলার হোতা আনিস আমরিও একইভাবে কারাগার থেকেই উগ্রভাবাপন্ন হয়ে ওঠেন৷

লন্ডন কিংস কলেজের .ব্যাডিক্যালাইজেশন রিসার্চ সেন্টারের গবেষণা বলছে, পশ্চিম ইউরোপ থেকে পাঁচ হাজারেরও বেশি জিহাদি আইএস-এ যোগ দিয়েছেন৷ এদের অর্ধেকেরও বেশি বিভিন্ন অপরাধী চক্রের সদস্য ছিলেন কিংবা চুরি ও মাদক চোরাচালানের মতো অপরাধে অতীতে জড়িত ছিলেন৷

জার্মানির কারাগারগুলোতে সাধারণত উগ্র মৌলবাদীদের আলাদা রাখা হলেও ২৪ ঘন্টা সেটা করা সম্ভব হয় না৷ যখন তারা ক্ষেতে কাজ করতে যান, তখন আর আলাদা করা সম্ভব হয় না৷

‘‘তাদের জন্য কাউকে দলে টানা (বাইরের চেয়ে) এখানে বেশি সোজা,'' বলেন বাটুহান৷ অবশ্য এখনো তার তেমন অভিজ্ঞতা হয়নি বলে জানান তিনি৷

তুর্কি বংশোদ্ভুত জার্মান আইনজীবী নুমান ও্যসার গত সাত বছর ধরে কোলনের একটি সংশোধন প্রকল্পে কাজ করেন, যার নাম ‘ওয়ান এইটি ডিগ্রি টার্ন অ্যারাউন্ড'৷ ২০১৫ সাল থেকে তিনি নিয়মিত নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের কারাগারগুলোতে যান৷ তিনি মুসলিম বন্দিদের সঙ্গে কথা বলেন৷ তিনি জানান, উগ্রপন্থিরা নিজেদের মতাদর্শ ছড়াতে কারাগারগুলোকে ব্যবহার করছেন৷

‘‘কারাবন্দিরা মানসিকভাবে একটা গর্তের মধ্যে থাকেন,'' বলেন তিনি৷ উদাহরণ দিয়ে তিনি বলেন, সহিংস মৌলবাদীরা অন্যদের বলেন যে পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে৷ যুদ্ধে লুটপাট করা জায়েজ৷

‘‘এগুলো বলে তারা তরুণদের তাদের দলে টানার চেষ্টা করেন,'' বলেন তিনি৷

বলেন, এরপর তাদের দিয়ে নানা অপরাধে অভ্যস্ত করানো হয়৷

নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের কারাগারগুলোতে চরমপন্থার বিরুদ্ধে নানা কার্যক্রম নেয়া হয়েছে৷ যারা উগ্র মতাবাদে জড়িয়েছেন তাদের সংশোধনে যেমন গুরুত্ব দেয়া হচ্ছে, তার চেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, এসব মতবাদ যেন ছড়াতে না পারে৷

বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০১৬ সালে প্রায় তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷ এছাড়া কারাগারগুলোতে ২৬ জন ইমাম রয়েছেন, যাদের সব রকম নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে৷ এই ইমামরা বন্দিদের জুম্মাসহ অন্যান্য ওয়াক্তের নামাজ পড়ান৷ তারাও উগ্র মতবাদ যেন না ছড়ায় সে লক্ষ্যে কাজ করেন৷

তবে বাটুহান ধর্মের প্রতি আগের চেয়ে বেশি মনোযোগী হয়েছেন কারাগারে এসে৷ চার দেয়ালের মাঝে থাকেন৷ হাতে অফুরন্ত সময়৷ এখানে থাকতে থাকতে আগের মতো বন্ধুদের সঙ্গে আড্ডা, অযথা সময় নষ্ট করা এসব নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছেন৷ ২০২১ সালে তিনি মু্ক্তি পাবেন৷ তিনি মনে করেন, বাইরে বেরিয়ে তিনি কারাগারের মতো ধর্মচর্চা অব্যাহত রাখবেন৷

এসথার ফেলডেন, মাথিয়াস ফন হাইন/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ