1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্ট শো ‘ডকুমেন্টা’

৭ জুন ২০১২

তিনশো শিল্পীর অংশগ্রহণে আর্ট শো, কিন্তু তার অর্ধেকেরই পরিচয় সে অর্থে শিল্পীর নয়৷ কিন্তু তারপরও সেই আয়োজনের জন্য অপেক্ষা৷

Bemalter Panzer auf der Dokumenta in Kassel, 2007. Foto: Juliana Vaz
২০০৭ সালের ডকুমেন্টা শিল্প মেলার একটি শিল্পকর্মছবি: Juliana Vaz

শনিবার থেকে জার্মানির কাসেল শহরে শুরু হতে যাচ্ছে ‘ডকুমেন্টা'৷ সমসাময়িক শিল্পকলার অন্যতম বড় এই আসর চলবে ১০০ দিন৷ প্রতি পাঁচ বছর পর পর আয়োজিত হয় এটি, যার শুরুটা হয়েছিল ১৯৫৫ সালে৷

ডকুমেন্টা'র আর্টিস্টিক ডাইরেক্টর কারোলিন ক্রিস্টোভ-বাকারগিয়েভ বলছেন, ডকুমেন্টায় শিল্পীরা যা দেখাবেন প্রচলিত অর্থে সেগুলোকে শিল্পকলার সংজ্ঞায় না ফেলা যেতে পারে৷

তাহলে এবার প্রশ্ন আসতে পারে ডকুমেন্টার দর্শকরা আসলে কী দেখার আশা করতে পারেন? জানা গেছে, চীনের শিল্পী সঙ ডঙ ময়লার এক স্তুপকে নতুন করে জন্মানো ঘাস দিয়ে সাজিয়ে তুলেছেন৷ এছাড়া আয়োজকরা এবার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ওজনের উল্কাপিণ্ড দেখানোর পরিকল্পনা করেছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত সেটা বাতিল করা হয়৷ তবে শো'তে এ সম্পর্কে একটা ডকুমেন্টারি দেখানো হবে৷

ডকুমেন্টা’য় শিল্পী আই ওয়েওয়ে’র একটি শিল্পকর্মছবি: Courtesy the artist; Galerie Urs Meile, Beijing–Lucerne;

ডকুমেন্টার আর্টিস্টিক ডাইরেক্টর বলেন, আর্ট শো এর মোটো হিসেবে সবসময় সমসাময়িক ভাবনাকে প্রাধান্য দেয়া হয়৷ সে কারণে এবারের মোটো ঠিক করা হয়েছে ‘ধ্বংস ও উদ্ধার'৷ তাই আয়োজনে স্থান পাওয়া শিল্পকর্মের অনেকগুলোতেই এ বিষয়টা স্থান পাবে৷

কাসেল শহরের বিভিন্ন পার্ক, জাদুঘর এমনকি রেল স্টেশনে এই শো'য়ের বিভিন্ন অনুষ্ঠান হবে৷ সারা বিশ্ব থেকে প্রায় সাড়ে সাত লক্ষ দর্শক এবার এই শো দেখতে আসবে বলে আয়োজকরা আশা করছেন৷

কাসেল ছাড়াও আফগানিস্তান, মিশর ও ক্যানাডায়ও ডকুমেন্টার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ যেমন আফগানিস্তানে হবে একটি প্রদর্শনী৷ এছাড়া একটা ফিল্ম সিরিজও হবে সেখানে৷

জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক ডকুমেন্টার উদ্বোধন করবেন৷

প্রতিবেদন: জাহিদুল হক/এএফপি
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ