1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্ট শো ‘ডকুমেন্টা’

৭ জুন ২০১২

তিনশো শিল্পীর অংশগ্রহণে আর্ট শো, কিন্তু তার অর্ধেকেরই পরিচয় সে অর্থে শিল্পীর নয়৷ কিন্তু তারপরও সেই আয়োজনের জন্য অপেক্ষা৷

Bemalter Panzer auf der Dokumenta in Kassel, 2007. Foto: Juliana Vaz
২০০৭ সালের ডকুমেন্টা শিল্প মেলার একটি শিল্পকর্মছবি: Juliana Vaz

শনিবার থেকে জার্মানির কাসেল শহরে শুরু হতে যাচ্ছে ‘ডকুমেন্টা'৷ সমসাময়িক শিল্পকলার অন্যতম বড় এই আসর চলবে ১০০ দিন৷ প্রতি পাঁচ বছর পর পর আয়োজিত হয় এটি, যার শুরুটা হয়েছিল ১৯৫৫ সালে৷

ডকুমেন্টা'র আর্টিস্টিক ডাইরেক্টর কারোলিন ক্রিস্টোভ-বাকারগিয়েভ বলছেন, ডকুমেন্টায় শিল্পীরা যা দেখাবেন প্রচলিত অর্থে সেগুলোকে শিল্পকলার সংজ্ঞায় না ফেলা যেতে পারে৷

তাহলে এবার প্রশ্ন আসতে পারে ডকুমেন্টার দর্শকরা আসলে কী দেখার আশা করতে পারেন? জানা গেছে, চীনের শিল্পী সঙ ডঙ ময়লার এক স্তুপকে নতুন করে জন্মানো ঘাস দিয়ে সাজিয়ে তুলেছেন৷ এছাড়া আয়োজকরা এবার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ওজনের উল্কাপিণ্ড দেখানোর পরিকল্পনা করেছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত সেটা বাতিল করা হয়৷ তবে শো'তে এ সম্পর্কে একটা ডকুমেন্টারি দেখানো হবে৷

ডকুমেন্টা’য় শিল্পী আই ওয়েওয়ে’র একটি শিল্পকর্মছবি: Courtesy the artist; Galerie Urs Meile, Beijing–Lucerne;

ডকুমেন্টার আর্টিস্টিক ডাইরেক্টর বলেন, আর্ট শো এর মোটো হিসেবে সবসময় সমসাময়িক ভাবনাকে প্রাধান্য দেয়া হয়৷ সে কারণে এবারের মোটো ঠিক করা হয়েছে ‘ধ্বংস ও উদ্ধার'৷ তাই আয়োজনে স্থান পাওয়া শিল্পকর্মের অনেকগুলোতেই এ বিষয়টা স্থান পাবে৷

কাসেল শহরের বিভিন্ন পার্ক, জাদুঘর এমনকি রেল স্টেশনে এই শো'য়ের বিভিন্ন অনুষ্ঠান হবে৷ সারা বিশ্ব থেকে প্রায় সাড়ে সাত লক্ষ দর্শক এবার এই শো দেখতে আসবে বলে আয়োজকরা আশা করছেন৷

কাসেল ছাড়াও আফগানিস্তান, মিশর ও ক্যানাডায়ও ডকুমেন্টার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ যেমন আফগানিস্তানে হবে একটি প্রদর্শনী৷ এছাড়া একটা ফিল্ম সিরিজও হবে সেখানে৷

জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক ডকুমেন্টার উদ্বোধন করবেন৷

প্রতিবেদন: জাহিদুল হক/এএফপি
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ