1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিউর ভ্যাক-এর ভ্যাকসিনের দাম ১০-১৫ ইউরো

২০ আগস্ট ২০২০

জার্মানির বায়োটেক প্রতিষ্ঠান কিউর ভ্যাক-এর করোনা ভ্যাকসিন ২০২১ সালের মাঝামাঝি নাগাদ প্রস্তুত হতে পারে৷ প্রতি ডোজের দাম পড়বে ১০ থেকে ১৫ ইউরো৷

ছবি: picture-alliance/Geisler-Fotopress/S. Kanz

ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফ্রানৎস-ভেরনার হাস৷ তিনি বলেন, এরই মধ্যে তারা কিছু বিষয় নিশ্চিত করেছেন৷ তাদের টিকায় স্বল্পমূল্যের কাঁচামাল ব্যবহার করা হয়েছে৷ ভ্যাকসিনের দামেও এর প্রতিফলন ঘটবে৷ ‘‘আমার ধারণা এটি ১০ থেকে ১৫ ইউরোর মধ্যেই থাকবে,’’ বলেন তিনি৷

ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে ভ্যাকসিনের অগ্রিম ক্রয় সংক্রান্ত আলোচনা চলছে বলেও জানান তিনি৷ তবে নির্দিষ্ট করে কোনো দেশের নাম জানাতে চাননি হাস৷

যে কয়টি প্রতিষ্ঠানের করোনার সম্ভাব্য ভ্যাকসিন শুরুর সারিতে আছে তার মধ্যে কিউর ভ্যাকও রয়েছে৷ তাদের এই উদ্যোগের পৃষ্ঠপোষকতায় আছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জিএসকে ও কাতারের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল৷ সহযোগিতা দিচ্ছে জার্মানির সরকারও৷ এর অংশ হিসেবে গত জুনে তাদের ৩০ কোটি ডলার সমমূল্যের শেয়ার কিনেছে৷

ভ্যাকসিন তৈরিতে নতুন আরএনএ প্রযুক্তি ব্যবহার করছে কিউর ভ্যাক৷ হাস বলেন, ‘‘আমরা এমন একটি ভাইরাস নিয়ে কাজ করছি যার সবগুলো উপাদান সম্পর্কে এখনো কেউ জানে না৷ কিভাবে ভাইরাসটি থেকে রক্ষা পাওয়া যাবে, কতদিন (প্রতিষেধক) কাজ করবে তা-ও নিশ্চিত নয়৷ এটি সম্পূর্ণ নতুন একটি ভাইরাস৷ তারপরও আরএনএ দিয়ে এই সমস্যাগুলো কিছুটা মোকাবিলা করা যাচ্ছে৷ এর মাধ্যমে দ্রুত ভ্যাকসিন তৈরি ও পরীক্ষা সম্ভব হচ্ছে৷’’

কিউর ভ্যাক বলছে, তাদের ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফল পাওয়া যাবে সেপ্টেম্বর নাগাদ৷ এর পরপরই মানুষের শরীরে বড় ধরনের পরীক্ষা চালানোর উদ্যোগ নিবে৷

২২.৫ কোটি ডোজ নেবে ইউরোপীয় কমিশন

কিউর ভ্যাকের কাছ থেকে ২২ কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন নিতে পারে ইউরোপীয় কমিশন৷ এই বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে বৃহস্পতিবার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার স্বাস্থ্য কমিশনার স্টেলা কিরিয়াকিডেস৷

‘‘করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধির জন্য আজ আমরা ইউরোপীয় কোম্পানি কিউর ভ্যাক-এর সঙ্গে আলোচনা শেষ করেছি,’’ বলেন তিনি৷ এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এখন প্রতিষ্ঠানটির সঙ্গে পরবর্তী চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করবে৷ এর মাধ্যমে ২৭ টি দেশের জন্য ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে চাইছে ইইউ, জানিয়েছে রয়টার্স৷

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ