জার্মানির কিন্ডারগার্টেনে ‘দাবা’23.06.2009২৩ জুন ২০০৯জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের প্রায় ১৫৭টি কিন্ডারগার্টেনে ‘দাবা’ যোগ করা হয়েছে৷ রাল্ফ শ্রাইবারের মাথা থেকে প্রথম এই ভাবনাটি আসে৷ পেশায় সে একজন মার্কেটিং এডভাইজার৷লিংক কপিবিজ্ঞাপন