1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মানির কোচের পরীক্ষা-নিরীক্ষা এবারে কাজে লাগে নি'

৩০ জুন ২০১২

উয়েফা ইউরো ২০১২র সেমিফাইনাল পর্যায়ে পর্তুগাল ও জার্মানির বিদায়ের পর রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইটালি৷ জার্মানি এখনো এই বিপর্যয় মেনে নিতে পারছে না৷

Germany's coach Joachim Loew sits on a platform before the Euro 2012 semi-final soccer match between Germany and Italy at the National stadium in Warsaw, June 28, 2012. REUTERS/Kai Pfaffenbach (POLAND - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

‘জার্মানির কোচের পরীক্ষা-নিরীক্ষা এবারে কাজে লাগে নি'

উয়েফা ইউরো ২০১২র সেমিফাইনাল পর্যায়ে পর্তুগাল ও জার্মানির বিদায়ের পর রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইটালি৷ জার্মানি এখনো এই বিপর্যয় মেনে নিতে পারছে না৷

প্রাথমিক উত্তেজনা কাটিয়ে দুটি সেমিফাইনাল ম্যাচের দিকে ফিরে তাকাচ্ছেন আমাদের ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরী৷ তাঁর মতে, জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ চেষ্টা করেছিলেন আবার তিনজন প্লেয়ারকে পাল্টানোর৷ কিন্তু সেই সিদ্ধান্তে ফল হয় নি৷ লুকাস পডলস্কি ও মারিও গোমেজ নিজেদের স্থানে থেকে ঠিকমতো ম্যাচের মধ্যে ঢুকতে পারেন নি৷ তার উপর টোনি ক্রোস'কে নামানোর ফলে মেসুত ও্যজিল'কে ডান ফ্ল্যাংকে যেতে হয়েছে৷ ক্রোস মাঝ মাঠে খেলে পিরলো'কে পাহারা দেবার চেষ্টা করেছে৷ কিন্তু গ্রিসের বিরুদ্ধে ম্যাচে জার্মানির আক্রমণের যে শক্তি দেখা গেছে, সেমিফাইনাল ম্যাচে তার অভাব স্পষ্ট৷

যে টিম সাফল্য দেখাচ্ছে, জয়ের মুখ দেখছে – সেই টিমে রদবদল করা কি ঠিক? এ নিয়ে প্রশ্ন উঠলেও জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ এই প্রতিযোগিতায় সেই বাঁধাধরা ছকে আটকে থাকতে চান নি৷ ১১ নয়, ২৩ জন খেলোয়াড়ই ভালো – এই যুক্তি দেখিয়ে তিনি প্রতিটি ম্যাচে বেশ পরিবর্তন করেছেন৷ এই মনোভাবে সাফল্যও এসেছে বটে, শুধু ইটালির বিরুদ্ধে ম্যাচে সেই ফর্মুলা কাজ করে নি, মনে করেন অরুণাভ৷ অন্যদিকে ইটালি অত্যন্ত লড়াকু মনোভাব দেখিয়েছে৷ মারিও বারোতেলি'র দিকেই সবার নজর৷ বিশেষ করে তাঁর দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ৷

স্পেন-পর্তুগাল ম্যাচকে ঘিরে অনেক আশা ছিল অরুণাভর৷ রেয়াল মাদ্রিদ'এর অনেক খেলোয়াড় এই ম্যাচে উপস্থিত ছিলেন৷ কিন্তু পর্তুগাল মূল রক্ষণাত্মক ফুটবল খেলে গেছে৷ কিন্তু দীর্ঘ এই ম্যাচে তারা ক্লান্ত হয়ে পড়ছিল৷ অতিরিক্ত সময়ের পর পেনাল্টি শুটআউট মানেই ভাগ্যের বিষয়৷ সেখানে ভাগ্যদেবতা স্পেনের প্রতিই প্রসন্ন ছিলেন৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ