জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় রাজ্যের কোর্শেনব্রোইশ শহরের একটি আবাসিক ভবনে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জন মারা গেছেন৷ নিহতদের একজন পাইলট বলে ধারণা করা হচ্ছে৷
পুলিশ জানিয়েছে, বিমানটি একটি আবাসিক ভবনের উপর আছড়ে পড়েছে৷ পাইলটসহ মারা গেছেন দুই জন৷ছবি: Sascha Rixkens/Einsatzreport Niederrhein/dpa/picture alliance
বিজ্ঞাপন
নর্থ-রাইন ওয়েস্টফালিয়ার পুলিশ জানিয়েছে, শনিবার পশ্চিম জার্মানির শহর কোর্শেনব্রোইশের একটি আবাসিক ভবনে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়, এতে দুইজন নিহত হয়৷
দুর্ঘটনাস্থলটি ম্যোনশেনগ্লাডবাখ শহরের কাছেই এবং নেদারল্যান্ডস সীমান্ত থেকেও খুব বেশি দূরে নয়৷
পুলিশ জানিয়েছে, শনিবার (৩১ মে) স্থানীয় দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী ছোটো বিমানটি ওই এলাকার একটি ভবনের ছাদে আঘাত করে এবং তারপরে আগুন ধরে যায়৷
পুলিশের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, নিহত দুই ব্যক্তির মধ্যে একজন ৭১ বছর বয়সি পাইলট৷ তিনি নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত ডুসেলডর্ফ শহরের বাসিন্দা বলেও জানিয়েছে পুলিশ৷
বিমানটিতে আর কোনো যাত্রী ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি৷ছবি: Sascha Rixkens/Einsatzreport Niederrhein/dpa/picture alliance
বিমানটিতে পাইলট একাই ছিলেন, নাকি সঙ্গে অন্য কোনো যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট হওয়া যায়নি৷ কারণ, নিহত অপর ব্যক্তি বিমানের যাত্রী ছিলেন নাকি তিনি ওই ভবনে ছিলেন, সেটিও স্পষ্ট নয়৷
স্থানীয় নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ঘটনাস্থলে অন্তত ৫০ জন ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করা হয়েছিল৷ তারা খুব দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছেন৷
নেপালের সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা জানিয়েছেন বিমানটিতে দুজন ক্রু এবং ১৭ জন যাত্রী ছিলেন৷ বিমানটি ত্রিভুবন বিমানবন্দরের উত্তরের অংশে বিধ্বস্ত হয়৷ বিমানটি ‘বার্ষিক মেনটেন্যান্স কর্মসূচি’র কাজ নিয়ে কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল৷
ছবি: NepaliArmyHQ via X/via REUTERS
ওড়ার সময় দুর্ঘটনা
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সুরিয়া এয়ারলাইন্সের ছোট একটি বিমান উড্ডয়নের সময় রানওয়েতে স্কিড করলে বিমানটিতে আগুন লেগে যায়৷ কর্মকর্তারা জানান, ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ একজন পাইলটকে শুধু জীবিত উদ্ধার করা গেছে৷ তিনি চোখে এবং কপালে আঘাত পেয়েছেন৷
ছবি: Sujan Gurung/AP/picture alliance
১৭ জন প্রকৌশলী
রয়টার্স জানিয়েছে, ১৭ জন প্রকৌশলী কিছু তত্ত্বাবধানের দায়িত্বে পোখারা যাচ্ছিলেন৷ এই ছবিতে দমকল বাহিনীর কর্মীদের আগুন নেভাতে দেখা যাচ্ছে৷ ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে৷
ছবি: picture alliance / ASSOCIATED PRESS
উদ্ধারকাজে সেনা মোতায়েন
অ্যাম্বুলেন্স এবং দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজে নেপাল সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়৷
ছবি: Sujan Gurung/AP/picture alliance
সুরিয়া এয়ারলাইন্স
অগ্নিদগ্ধ বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা পাইলটকে চিকিৎসার জন্য কাঠমান্ডু মেডিকেল কলেজে নেয়া হয়েছে৷ সুরিয়া এয়ারলাইন্স মূলত নেপালের অভ্যন্তরীণ সেক্টরে বিমান পরিষেবা দিয়ে থাকে৷
ছবি: NepaliArmyHQ via X/REUTERS
নেপালে বিমান দুর্ঘটনার রেকর্ড
নেপালে বিমান দুর্ঘটনার রেকর্ড ভালো নয়৷ ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ২০১৮ সালের মার্চে নেপাল থেকে বাংলাদেশ যাওয়ার সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়লে ৫১ জন যাত্রী প্রাণ হারান৷
ছবি: Sujan Gurung/AP/picture alliance
বিমান দুর্ঘটনায় ২৪ বছরে ৩৫০ নিহত
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে নেপালে বিমান দুর্ঘটনায় প্রায় ৩৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন৷ গত বছর জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৭২ জন প্রাণ হারান৷ ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়৷