1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির কোর্শেনব্রোইশে বিমান বিধ্বস্ত: নিহত ২

৩১ মে ২০২৫

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় রাজ্যের কোর্শেনব্রোইশ শহরের একটি আবাসিক ভবনে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জন মারা গেছেন৷ নিহতদের একজন পাইলট বলে ধারণা করা হচ্ছে৷

জার্মানির কোর্শেনব্রোইশ শহরে বিমান দুর্ঘটনার পর আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷
পুলিশ জানিয়েছে, বিমানটি একটি আবাসিক ভবনের উপর আছড়ে পড়েছে৷ পাইলটসহ মারা গেছেন দুই জন৷ছবি: Sascha Rixkens/Einsatzreport Niederrhein/dpa/picture alliance

নর্থ-রাইন ওয়েস্টফালিয়ার পুলিশ জানিয়েছে, শনিবার পশ্চিম জার্মানির শহর কোর্শেনব্রোইশের একটি আবাসিক ভবনে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়, এতে দুইজন নিহত হয়৷

দুর্ঘটনাস্থলটি ম্যোনশেনগ্লাডবাখ শহরের কাছেই এবং নেদারল্যান্ডস সীমান্ত থেকেও খুব বেশি দূরে নয়৷

পুলিশ জানিয়েছে, শনিবার (৩১ মে) স্থানীয় দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী ছোটো বিমানটি ওই এলাকার একটি ভবনের ছাদে আঘাত করে এবং তারপরে আগুন ধরে যায়৷

পুলিশের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, নিহত দুই ব্যক্তির মধ্যে একজন ৭১ বছর বয়সি পাইলট৷ তিনি নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত ডুসেলডর্ফ শহরের বাসিন্দা বলেও জানিয়েছে পুলিশ৷

বিমানটিতে আর কোনো যাত্রী ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি৷ছবি: Sascha Rixkens/Einsatzreport Niederrhein/dpa/picture alliance

বিমানটিতে পাইলট একাই ছিলেন, নাকি সঙ্গে অন্য কোনো যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট হওয়া যায়নি৷ কারণ, নিহত অপর ব্যক্তি বিমানের যাত্রী ছিলেন নাকি তিনি ওই ভবনে ছিলেন, সেটিও স্পষ্ট নয়৷

স্থানীয় নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ঘটনাস্থলে অন্তত ৫০ জন ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করা হয়েছিল৷ তারা খুব দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছেন৷

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি৷

কিরান বুর্কে/টিএম/আরআর (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ