1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহযোগিতার প্রস্তাব

২২ জুন ২০১২

বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ সহ উপমহাদেশের সকলের কাছে জার্মানির পরিচয় ফুটবল দিয়ে হলেও অন্যান্য খেলায়ও জার্মানির অবস্থান বেশ ভাল৷ উন্নত ক্রীড়া অবকাঠামো এই সাফল্যের অন্যতম একটা কারণ৷

ছবি: REUTERS

সেটাই দেখতে বাংলাদেশ থেকে তিন সদস্যের এক প্রতিনিধি দল সম্প্রতি জার্মানি ঘুরে গেছেন৷

ক্রীড়া সচিব মাহবুব আহমেদ এই দলের নেতৃত্বে ছিলেন৷ বাকি দুসদস্য হলেন বিকেএসপির ডিজি এমাদুল হক ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আব্দুর রহমান৷ জার্মানির তিন শহর বার্লিন, ড্যুসেলডর্ফ আর কোলন'এ গিয়েছিলেন তাঁরা৷

সফরের উদ্দেশ্য সম্পর্কে বাংলাদেশের ক্রীড়া সচিব মাহবুব আহমেদ বললেন, ‘‘যুব ও ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং ক্রীড়া অবকাঠামোগুলো ঘুরে দেখা - মূলত এই দুটোই ছিল সফরের মূল উদ্দেশ্য৷''

এই লক্ষ্যে জার্মানির তিন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রতিনিধিরা৷ এঁরা হলেন ক্রীড়া সচিব, ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান স্টেফান মায়ার আর বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক বিভাগের একজন পরিচালক৷

Week 25/12 GE1 - MP3-Mono

This browser does not support the audio element.

ক্রীড়া সচিব আহমেদ বলেন, ‘‘বাংলাদেশ ও জার্মানির মধ্য যুব প্রতিনিধি বিনিময়, বিকেএসপিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সহযোগিতা এবং লাইপশিস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ক্রীড়াবিদদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো - এসব নিয়ে কথাবার্তা হয়েছে৷''

আহমেদ বলেন, আলোচনা খুবই ফলপ্রসু হয়েছে৷ বিকেএসপিকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পরামর্শ দিতে বাংলাদেশে একটা বিশেষজ্ঞ দল পাঠাতে জার্মানি রাজি হয়েছে বলে জানালেন তিনি৷

তবে শুধু জার্মানির কাছ থেকে সহযোগিতা চাওয়াই নয়, জার্মানিকেও সহযোগিতা দেয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ৷ এবং সেটা জার্মানির ক্রিকেট উন্নয়নে৷ আহমেদ বলেন, ‘‘জার্মান কর্মকর্তারা আমাদের জানিয়েছেন বার্লিনে বেশ কিছু ক্রিকেট ক্লাব হয়েছে৷ এবং তারা ক্রিকেটের প্রসার বাড়াতে চান৷ আমাদের পক্ষ থেকে তাদেরকে (জার্মানিকে) এক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দেয়া হয়েছে৷''

আহমেদ বলেন, বর্ষাকালেও যেন খেলোয়াড়রা ক্রিকেট, ভলিবল সহ অন্যান্য খেলার প্র্যাকটিস করতে পারেন সেজন্য বিকেএসপিতে একটা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে৷ জার্মানিতে এ ধরণের একটা অবকাঠামো পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রতিনিধিরা৷ আহমেদ বলেন, ‘‘জার্মানিতে আমরা বেশ কয়েকটি মাল্টিপারপাস হ্যাঙ্গার দেখলাম যেটা আমাদের বিকেএসপিতে ঐ অবকাঠামো গড়ার ক্ষেত্রে কাজে দেবে৷''

জার্মানির ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান স্টেফান মায়ারের একটি মন্তব্য বাংলাদেশের ক্রীড়া সচিব মাহবুব আহমেদের খুব ভাল লেগেছে বলে নিজেই জানালেন তিনি৷ সেটা হচ্ছে, ‘‘সকলের জন্য খেলা ‍এবং সব ধরণের খেলা''৷ আহমেদ বলেন, স্টেফান মায়ার তাঁকে জানিয়েছেন যে, জার্মানি ঐ নীতিতে বিশ্বাস করে৷ সেজন্য শুধুমাত্র পদক অর্জন করা যাবে এমন খেলা নয়, বরং সবধরণের খেলার ব্যবস্থা করে থাকে জার্মান সরকার৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ