পথ ভুলেই হয়তো জার্মানির এরফুর্ট নগরীর ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়েছিল একটি রেকুন৷ কিন্তু সেখানে দিনটা তার মোটেও ভালো কাটেনি৷ লোকজনের ফেলে যাওয়া ওয়াইনের গ্লাসের তলানি পান করে রীতিমতো মাতলামি শুরু করে সে!
বিজ্ঞাপন
এক পর্যায়ে ঘুমিয়ে পড়লে প্রাণীদের একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে৷
শনিবার জার্মানির মধ্যাঞ্চলের নগরী এরফুর্টে এ ঘটনা ঘটে৷ রেকুনটি বেশখানিকটা মল্টেড ওয়াইন গিলে ফেলে শুরুতে টলতে থাকে, তারপর মাতলামো শুরু করে৷ পথচারীরা তার কাণ্ডকারখানা উপভোগ করছিলেন৷ পরে পুলিশ এসে সেটিকে সরিয়ে নেয়৷
ইউরোপের দশটি আকর্ষণীয় ক্রিসমাস মার্কেট
ক্রিসমাস মার্কেটের ধারণাটি মূলত জার্মান ভাষাভাষী অঞ্চলের হলেও এখন গোটা ইউরোপেই এই প্রবণতা দেখা যায়৷ এসব শহরের মানুষের জন্য তা এখন বছরের সবচেয়ে উৎসবময় আয়োজনে পরিণত হয়েছে৷
ছবি: Gören Assner
ভিয়েনা, অস্ট্রিয়া
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাত্রা শুরু হয়েছিল ১২৯৬ সালে৷ তখন নাম ছিল ডিসেম্বর মার্কেট৷ সেটি এখন পরিণত হয়েছে তিন হাজার বর্গ মিটার আয়তনের ক্রিসমাস মার্কেটে৷ অপূর্ব আলোকসজ্জায় পার্কের মধ্য দিয়ে কেনাকাটাটি বেশ উপভোগ্যই হয়ে ওঠে৷
ছবি: Stadt Wien Marketing
প্রাগ, চেক রিপাবলিক
পুরাতন প্রাগ শহরের ঠিক কেন্দ্রস্থলে এই আয়োজনটি হয়৷ বিশাল এক ক্রিসমাস ট্রি আর তাতে লাগানো হাজারো বাতির আলোয় অপূর্ব দৃশ্যের অবতারণা ঘটে সেখানে৷ চেকদের খাবার, শিল্পকলা, কাঁচের গহনা কিংবা কাঠের খেলনা সবকিছুরই দেখা মিলবে এই মার্কেটে৷
ছবি: picture-alliance/imagebroker/V. Wolf
স্ট্রাসবুর্গ, ফ্রান্স
ফ্রান্সের এই আয়োজন ঠিক একটি স্থানে নয়, শহরের ১২ টি জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে৷ এ কারণে এই শহরকে ক্রিসমাস ক্যাপিটাল বলেও ডাকে অনেকে৷ স্ট্রাসবুর্গে ১৫৭০ সাল থেকে এই আয়োজনের কথা জানা যায়, যা এটিকে ফ্রান্সের সবচেয়ে পুরাতন ক্রিসমাস মার্কেটে পরিণত করেছে৷
ছবি: Getty Images/AFP/P. Hertzog
মস্কো, রাশিয়া
স্ট্রাসবুর্গের মানুষ তাদের এই ঐতিহ্য ছড়িয়ে দিয়েছে রাশিয়াতেও৷ রাজধানী মস্কোতে ২০১২ সালে তারা ক্রিসমাস মার্কেটের প্রচলন করেছে৷ এটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এখন শহরের একাধিক জায়গায় ক্রিসমাস মার্কেটের দেখা মেলে৷
ছবি: picture-alliance/dpa/C. Thiele
গোথেনবুর্গ, সুইডেন
সুইডেনের সবচেয় বড় ক্রিসমাস মার্কেটটি বসে গোথেনবুর্গের লিসবার্গ বিনোদন পার্কে৷ শত বা হাজার নয় রং-বেরঙ্গের ৫০ লাখ বাতিতে আলো ঝলমলে হয়ে ওঠে এই মার্কেট৷ সেখানে পাওয়া যায় দেশটির কুটির শিল্প আর ঐতিহ্যবাহী সব পণ্য৷
ছবি: Gören Assner
মাসট্রিখট, নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের মধ্যযুগীয় শহর মাসট্রিখট৷ তার কেন্দ্রের ঐতিহ্যবাহী খোলা চত্ত্বরেই বসে ক্রিসমাস মার্কেট৷ বিশাল চরকি, কৃত্রিম বরফ স্কেটিং সব মিলিয়ে আয়োজনটির জন্য যথাযথ জায়গা এটি৷
ছবি: NBTC
লন্ডন, গ্রেট ব্রিটেন
বরফের ভাস্কর্য আপনাকে নিয়ে যাবে ১৯ শতকের লন্ডনে, থাকবে আইস স্কেটিং শো, সার্কাস উপভোগের সুযোগসহ বিভিন্ন রাইড৷ ক্রিসমাস মার্কেটের এই আয়োজনটি হয় লন্ডনের হাইড পার্কের উইনটার ওয়ানডারল্যান্ডে৷
ছবি: picture-alliance/empics/M. Alexander
এডিনবার্গ, স্কটল্যান্ড
এডিনবার্গের প্রিন্সেস স্ট্রিট৷ শহরের প্রাণকেন্দ্রেই এর অবস্থান৷ তবে ক্রিসমাস মার্কেটের দোকান, রাইডগুলো রাস্তা ছাড়িয়ে জায়গা করে নেয় পার্কেও৷ জার্মানি, বেলজিয়াম, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের খাবার উপভোগের সুযোগ মেলে সেখানে৷
ছবি: CC BY-NC-ND 2.0/Ross G. Strachan
জাগরেব, ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়ার রাজধানী শহর গোটাটাই যেন পরিণত হয় ক্রিসমাস মার্কেটে৷ যেমন, এই ছবিতে একটি সড়কটি৷ দুপাশের কয়কশ’ গাছ থেকে বেরিয়ে আসা আলোর ঝরনা আপনাকে মুগ্ধ করবে৷
ছবি: europeanbestdestinations.com
বার্লিন, জার্মানি
ঐতিহাসিক একটি থিয়েটার আর এবং গির্জাকে পটভূমিতে রেখে সেজেছে বার্লিনের এই মার্কেটটি৷ সচরাচর এ ধরনের সব আয়োজনেই কোনো-না-কোনো রাইড থাকে৷ তবে ব্যাতিক্রম বার্লিনের এই মার্কেট৷ তার বদলে এখানকার মঞ্চে নিত্যদিনই উপভোগ্য সাংস্কৃতিক আয়োজন থাকে৷
ছবি: picture-alliance/imagebroker/J. Woodhouse
10 ছবি1 | 10
এরফুর্ট সিটি পুলিশের এক মুখপাত্র বলেন, রেকুনটি ‘নিশ্চয়ই মদপান' করেছে৷
‘‘যদিও, মদ্যপ কিনা তা প্রমাণে শ্বাসযন্ত্রের যে পরীক্ষা সেটি প্রাণীটির করানো হয়নি৷''
পথচারীরা রেকুনের মাতলামির ভিডিও করেছেন৷ সেগুলোতে দেখা যায়, সেটি টলমল পায়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে৷ এক নারীর জুতা নিয়ে খেলার পর সে একটি ভবনের সামনে বসে ঘুমিয়ে পড়ে৷
দমকল কর্মীরা সেখান থেকে সেটিকে প্রাণীদের একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়৷
এর আগে ২০১৮ সালে এরফুর্ট গির্জা থেকে দুইটি মাতাল সজারুকে সরিয়ে নিয়েছিল পুলিশ৷ পরে প্রাণীদুটিকে স্থানীয় চিড়িয়াখানায় দিয়ে দেওয়া হয়৷