জার্মানির বিভিন্ন দলের অভ্যন্তরীণ তথ্য এবং রাজনীতিবিদদের ব্যক্তিগত তথ্য টুইটারের মাধ্যমে ফাঁস হয়েছে বলে জানিয়েছে বার্লিনের একটি রেডিও৷ কট্টর ডানপন্থি দল এএফডি বাদে জার্মান পার্লামেন্টের সব দলই এতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
বিজ্ঞাপন
জার্মানির বার্লিনভিত্তিক রাষ্ট্রীয় গণমাধ্যম আরবিবি ইনফোরেডিও তাদের একটি প্রতিবেদন প্রকাশ করে শুক্রবার সকালে৷ সেখানে বলা হয়, দলগুলোর একান্ত গোপনীয় তথ্য এবং কয়েকশ' রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে অনলাইনে৷
সংসদে যেসব দল রয়েছে সেগুলোর মধ্যে এএফডি ছাড়া প্রত্যেকটিকেই টার্গেট করেছে হ্যাকাররা৷ রাষ্ট্রীয় পর্যায়ের রাজনীতিবিদরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷
এএফডি নেতাদের আপত্তিকর যত মন্তব্য
জার্মানির ডানপন্থি পপুলিস্ট পার্টি অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) নেতারা গত কয়েকমাস ধরে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন৷ তাদের সেরকম কয়েকটি বক্তব্য এখানে তুলে ধরা হলো৷
ছবি: picture alliance/ZB/H. Schmidt
ফ্রাউকে পেট্রি
‘অবৈধভাবে জার্মানিতে প্রবেশকারী শরণার্থীদের দিকে গুলি ছোড়া উচিত জার্মানির বর্ডার পুলিশের’, বলেছিলেন এএফডি’র কো-চেয়ার৷ ২০১৬ সালে জার্মানির একটি আঞ্চলিক পত্রিকাকে তিনি জানান, পুলিশ অফিসাররা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে৷ সর্বশেষ সাবেক কমিউনিস্ট পূর্ব জার্মানির নেতা এরিক হ্যোনেকার এ ধরনের কথা বলেছেন৷
ছবি: Getty Images/T. Lohnes
বও্যর্ন হ্যোকে
জার্মানির থ্যুরিঙ্গা রাজ্যের এএফডির প্রধান বার্লিনের হলোকস্ট মেমোরিয়ালকে ‘মন্যুমেন্ট অফ শেইম’ আখ্যা দিয়ে জার্মানিতে নাৎসি অতীতের জন্য প্রায়শ্চিত্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন৷ গুরুত্বপূর্ণ এক নির্বাচনের বছরে এই মন্তব্য করায় তাকে বহিস্কার করার পথে যেতে বাধ্য হয়েছেন এএফডির সদস্যরা৷
ছবি: picture-alliance/Arifoto Ug/Candy Welz
আলেক্সান্ডার গাউলান্ড
এএফডির ডেপুটি চেয়ারম্যান আলেক্সান্ডার গাউলান্ড গতবছর বলেন, জার্মানির জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় জ্যেরম বোয়াটেংকে তাঁর পারফর্মেন্সের জন্য অনেকে প্রশংসা করলেও, তাঁর মতো কাউকে কেউ প্রতিবেশী হিসেবে চাইবে না৷ কৃষ্ণাঙ্গ বোয়াটেংকে নিয়ে এমন মন্তব্য সমালোচনার ঝড় তোলে জার্মানিতে৷
ছবি: picture-alliance/dpa/M. Murat
বিট্রিক্স ফন স্টর্চ
প্রাথমিকভাবে এএফডি ইউরো এবং বেইলআউটের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল৷ কিন্তু পরবর্তীতে দ্রুতই শরণার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় দলটি৷ ইউরোপের এই আইনপ্রণেতা বলেছেন, ‘‘যারা সীমান্তে আমাদের থামার নির্দেশ গ্রহণ করে না, তারা আক্রমণকারী৷ আর সেসব আক্রমণকারীকে প্রতিহত করতে হবে৷’’
ছবি: picture-alliance/dpa/M. Murat
মার্কুস প্রেতজেল
এএফডির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের চেয়ারম্যান মার্কুস প্রেতজেল৷ ফ্রাউকে পেট্রির নতুন স্বামীও তিনি৷ বার্লিনে গত বছর ক্রিসমাস মার্কেটে প্রাণঘাতি হামলার পর তার মন্তব্য, ‘‘ম্যার্কেলের কারণেই প্রাণ হারিয়েছে এরা৷’’
ছবি: picture alliance/dpa/M. Murat
আন্দ্রে ভেন্ডট
স্যাক্সনি রাজ্যের সাংসদ সম্প্রতি জানতে চেয়েছেন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শরণার্থীর পেছনে রাষ্ট্র কতটা খরচ বহন করবে৷ তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা হয়েছে৷ গত বছরের জুলাই অবধি ৫২,০০০ অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শরণার্থী জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছে৷
ছবি: picture alliance/ZB/H. Schmidt
6 ছবি1 | 6
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম এই খবরটি জানাজানি হয়৷ অবশ্য গত বছরের ডিসেম্বরের শুরুতেই হামবুর্গভিত্তিক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছিল৷ তবে এর উপস্থাপনা ছিল ভিন্ন৷ আডভেন্ট ক্যালেন্ডার স্টাইলে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, যার বেশিরভাগই ছিল ব্যাঙ্গাত্মক৷
তবে ফাঁস হওয়া তথ্যের মধ্যে বেশিরভাগ ব্যক্তিগত ঠিকানা ও ফোন নাম্বার৷ এছাড়া কয়েকজনের ব্যাংক ও আর্থিক লেনদেনের তথ্য, আইডি কার্ড, ব্যক্তিগত ফোনালাপ (ম্যাসেজ)-এসবও ফাঁস হয়েছে৷
তবে এখনো পর্যন্ত এসব তথ্যের কোনোটি ‘উচ্চ সংবেদনশীল' নয় বলে জানা গেছে৷ কিছু কিছু তথ্য-উপাত্ত এক বছরের পুরোনো৷ এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম জানা যায়নি৷