1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির গণতন্ত্র নিয়ে জার্মানদের সন্তুষ্টি কমেছে

১৪ নভেম্বর ২০২৪

১০ জনের মধ্যে নয় জন জার্মান নাগরিক তাত্ত্বিকভাবে গণতন্ত্রকে সমর্থন করেন৷ তবে বর্তমানে নিজ দেশে গণতন্ত্র যেভাবে কাজ করছে তা বিবেচনায় নিলে সংখ্যাটি অর্ধেকেরও নীচে নেমে যায় বলে বুধবার প্রকাশিত এক গবেষণা বলছে৷

লাইপজিশে ডানপন্থি চরমপন্থার বিরুদ্ধে বিক্ষোভ
জার্মানির বিভিন্ন অঞ্চলে ডানপন্থি চরমপন্থি দলগুলো নির্বাচনেও বেশ ভালো ফল করছেছবি: JENS SCHLUETER/AFP via Getty Images

লাইপজিশ অথোরিটারিয়ান স্টাডিতে দেখা গেছে ‘জার্মান ফেডারেল প্রজাতন্ত্রে গণতন্ত্র যেভাবে কাজ করে' তাতে তারা সন্তুষ্ট কিনা জানতে চাইলে মাত্র ৪২.৩ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছে৷ দুবছর আগেও হারটি ছিল ৫৭.৭ শতাংশ৷

২০০৬ সালে গবেষক অলিভার ডেকার এবং এলমার ব্রাহলার এই প্রকল্পটি চালুর পর এটিই সর্বনিম্ন৷ দেশের পূর্বাঞ্চলের মাত্র ২৯.৭ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছে৷ তবে পশ্চিমে এই হার ৪৫.৫ শতাংশ৷ সমীক্ষা অনুসারে, জার্মানি ‘অনিশ্চিত উন্নয়নের' মুখোমুখি হচ্ছে৷

তবে গবেষকরা মনে করছেন, যদিও অনেক জার্মান নাগরিক গণতন্ত্রের বিষয়ে সন্দিহান, তবুও কর্তৃত্ববাদ বা চরম ডানপন্থা তাদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়৷

গবেষণায় বলা হয়েছে, ‘‘বাস্তবতা থেকে দূরে থাকার একটি প্রবণতা রয়েছে, যা আসলে কুসংস্কার, ষড়যন্ত্র তত্ত্ব এবং অস্পষ্টতা (এসোটারিছিসম) খুঁজে পায়৷''

গবেষণার জন্য ২০২৪ সালের মার্চ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মোট দুই হাজার ৫০০ মানুষের সাক্ষাৎকার নেয়া হয়৷

জার্মানিতে ‘নাৎসি’ গ্রাম!

01:30

This browser does not support the video element.

এসএইচ/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ