জার্মানির গণতন্ত্র নিয়ে জার্মানদের সন্তুষ্টি কমেছে
১৪ নভেম্বর ২০২৪লাইপজিশ অথোরিটারিয়ান স্টাডিতে দেখা গেছে ‘জার্মান ফেডারেল প্রজাতন্ত্রে গণতন্ত্র যেভাবে কাজ করে' তাতে তারা সন্তুষ্ট কিনা জানতে চাইলে মাত্র ৪২.৩ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছে৷ দুবছর আগেও হারটি ছিল ৫৭.৭ শতাংশ৷
২০০৬ সালে গবেষক অলিভার ডেকার এবং এলমার ব্রাহলার এই প্রকল্পটি চালুর পর এটিই সর্বনিম্ন৷ দেশের পূর্বাঞ্চলের মাত্র ২৯.৭ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছে৷ তবে পশ্চিমে এই হার ৪৫.৫ শতাংশ৷ সমীক্ষা অনুসারে, জার্মানি ‘অনিশ্চিত উন্নয়নের' মুখোমুখি হচ্ছে৷
তবে গবেষকরা মনে করছেন, যদিও অনেক জার্মান নাগরিক গণতন্ত্রের বিষয়ে সন্দিহান, তবুও কর্তৃত্ববাদ বা চরম ডানপন্থা তাদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়৷
গবেষণায় বলা হয়েছে, ‘‘বাস্তবতা থেকে দূরে থাকার একটি প্রবণতা রয়েছে, যা আসলে কুসংস্কার, ষড়যন্ত্র তত্ত্ব এবং অস্পষ্টতা (এসোটারিছিসম) খুঁজে পায়৷''
গবেষণার জন্য ২০২৪ সালের মার্চ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মোট দুই হাজার ৫০০ মানুষের সাক্ষাৎকার নেয়া হয়৷
এসএইচ/জেডএইচ (ডিপিএ)