1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির গাড়ি নির্মাতা ফল্কসভাগেনের সংকট কাটছে না

১০ ডিসেম্বর ২০২৪

জার্মানির গাড়ি নির্মাতা ফল্কসভাগেনের কর্মীরা সোমবার কয়েক ঘণ্টার জন্য কাজ করা থেকে বিরত ছিলেন৷ কর্তৃপক্ষ কর্মী ছাঁটাই ও তিনটি প্ল্যান্ট বন্ধ করতে চাওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মবিরতি৷

চলতি মাসে দ্বিতীয়বারের মতো কর্মবিরতিতে গেলেন ফল্কসভাগেনের কর্মীরা৷
ফল্কসভাগেনের কর্মীদের বিক্ষোভ ছবি: Martin Meissner/AP/dpa/picture alliance

চলতি মাসে দ্বিতীয়বারের মতো কর্মবিরতিতে গেলেন ফল্কসভাগেনের কর্মীরা৷

উৎপাদন খরচ বাড়ায় এবং বাইরে থেকে, বিশেষ করে চীনা গাড়ি নির্মাতাদের কাছ থেকে শক্ত প্রতিযোগিতার মুখে পড়ায় ফল্কসভাগেনের লাভ অনেক কমে গেছে৷ সে কারণে জার্মানিতে থাকা ১০টি প্ল্যান্টের অন্তত তিনটি বন্ধ করে দিতে চাইছে কর্তৃপক্ষ৷ ঐ তিন প্ল্যান্টে বর্তমানে প্রায় এক লাখ ৩০ হাজার মানুষ কাজ করছেন৷ কর্তৃপক্ষের এমন ইচ্ছের প্রতিবাদে বিক্ষোভ করছেন ফল্কসভাগেনের কর্মীরা৷ 

বিদ্যুৎ চালিত গাড়ি বেচাকেনায় ধীরগতি

03:52

This browser does not support the video element.

ইতিমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে চারবার বৈঠক করেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা৷ সবশেষ বৈঠকটি হয়েছে সোমবার৷ সেদিন সাত ঘণ্টা কথা বলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি৷ পরবর্তী আলোচনা হবে ১৬ ডিসেম্বর৷

শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসা ফল্কসভাগেনের প্রতিনিধি দলের মূল আলোচক আর্নে মাইসভিঙ্কেল বলেন, প্রতিযোগিতায় টিকে থাকার একমাত্র উপায় খরচ কমানো৷

তবে শ্রমিক ইউনিয়ন আইজি মেটালের প্রধান ক্রিস্টিয়ানে ব্যার্নার বলছেন, লাভ কমার কারণ কর্মীরা নন, বরং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কিছু খারাপ সিদ্ধান্তের কারণে লাভ কমেছে৷

খরচ কমাতে বেতন ১০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে ফল্কসভাগেন কর্তৃপক্ষ৷ এর বিরোধিতা করে আইজি মেটাল ইউনিয়ন গত নভেম্বরে একটি প্রস্তাব দিয়েছিল৷ তারা নিয়মিত বেতনবৃদ্ধির সুবিধা না নেওয়ার প্রস্তাব দিয়েছিল৷ এতে প্রায় দেড় বিলিয়ন ইউরো বাঁচবে বলেও তারা জানিয়েছিল৷ তবে টেকসই সমাধানের জন্য এই অর্থ পর্যাপ্ত নয় বলে জানান ফল্কসভাগেনের মূল আলোচক মাইসভিঙ্কেল৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ