সোমবার দুই ট্র্যাফিক পুলিশকে গুলি করে হত্যা করেছিল আততায়ীরা। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
জার্মানির জারল্যান্ড থেকে ৩৮ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে ৩৭ কিলোমিটার দূরে আরো একটি অপারেশন চালিয়ে ৩২ বছরের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনেই জার্মান নাগরিক। কেন তারা গুলি চালিয়েছিল, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তিকেই জেরা করা হয়েছে। কিন্তু কেউই মুখ খোলেনি। মঙ্গলবার তাদের দুইজনকেই আদালতেপেশ করা হবে।
জার্মানির স্কুলে যত গোলাগুলি
জার্মানির স্কুলগুলোতে বেশ ক’বার বন্দুকধারীরা আক্রমণ করেছে৷ সর্বপ্রথম আঘাতটি এসেছিল ১৮৭১ সালে৷ এগুলোর মধ্যে বড় কয়েকটি ঘটনা তুলে ধরা হল৷
ছবি: picture-alliance/dpa/Kulturhaus Walle
সারব্রুকেন, ১৮৭১
১৮২০ থেকে ১৮৯১ পর্যন্ত পশ্চিম জার্মানির সারব্র্যুকেনের এই চার্চটিতে একটি স্কুল ছিল৷ একবার ইউলিয়স বেকার নামের মানসিক বিকারগ্রস্ত এক ছাত্র বাজে গ্রেড পায় এবং এর ফলে স্কুল থেকে তাঁর বাবার কাছে একটি নোট যায়৷ এতে ক্ষিপ্ত হয়ে ১৮৭১ সালের ২৫ মে সে দুই ছাত্রকে গুলি করে৷ ছেলে দু’টি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিল৷ বেকারকে কোর্ট কোনো সাজা দেয়নি৷ তবে তাঁর জীবন শেষ হয় একটি সংশোধন কেন্দ্রে৷
ছবি: Imago/W. Otto
ব্রেমেন, ১৯১৩
৩০ বছর বয়সি এক চাকুরিহীন শিক্ষক একবার এক স্কুলে গিয়ে এলোপাথাড়ি গুলি করে৷ তাতে সাত থেকে আট বছর বয়সি পাঁচটি মেয়ে শিশু মারা যায়৷ এই শেষকৃত্যটি সেই শিশুদের৷ ১৯১৩ সালের এই ঘটনায় আরো কয়েকজন শিশু ও কর্মচারী আহত হন৷ হাইনৎস শ্মিড্ট নামের সেই শিক্ষকের জীবনও শেষ হয় আশ্রমে৷
ছবি: picture-alliance/dpa/Kulturhaus Walle
কোলন, ১৯৬৪
১৯৬৪ সালের ১১ জুন৷ কোলনের ফল্কহোফেন ডিস্ট্রিক্টে ৪২ বছরের যুবক ওয়াল্টার এস একটি ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে হাতবোমা নিক্ষেপ করে৷ এতে আটজন শিশু এবং দু’জন শিক্ষিকা মারাত্মকভাবে আহত হন৷ আরো বিশজন শিশু এবং দুই শিক্ষকের বিভিন্ন অংশ পুড়ে যায়৷ এস পরে বিষপানে আত্মহত্যা করে৷ তবে মারা যাবার আগে তিনি দাবি করেন যে কেউ তাঁকে মেরে ফেলতে চেয়েছিল, তাই তিনি এ কাজ করেছেন৷
ছবি: picture-alliance/AP Images/H. Sanden Jr.
এপস্টাইন, ১৯৮৩
এই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করেছিলেন ৩৪ বছরের চেক শরণার্থী কারেল সি৷ তৎকালীন পশ্চিম জার্মানির এপস্টাইনে ফ্রাইহের-ফম-স্টাইন স্কুলে তিনি ১১-১২ বছরের তিনজন শিক্ষার্থী এবং একজন পুলিশ অফিসারকে মেরে ফেলেন৷ আরো ১৪ জন আহত হন৷ এরপর নিজেও আত্মহত্যা করেন৷ ময়নাতদন্তের রিপোর্ট বলছে, তিনি মদ্যপ ছিলেন৷ কিন্তু কী কারণে ঘটনাটি ঘটিয়েছিলেন তা জানা যায়নি৷
ছবি: picture-alliance/dpa/J. Schmitt
অ্যারফুর্ট, ২০০২
জার্মানির ট্যুরিঙ্গিয়া রাজ্যের অ্যারফুর্টের ম্যাসাকারটি ঘটেছিল ২০০২ সালের ২৬ এপ্রিল৷ গুটেনবার্গ গিমনাসিয়ুমে ১৯ বছর বয়সি রবার্ট এস নামের এক স্কুল থেকে বহিষ্কৃত ছাত্র ১৩ কর্মচারী, দুই শিক্ষার্থী এবং একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে মেরে ফেলেন৷ এক শিক্ষক তাকে কোনোরকমে শান্ত করতে সমর্থ হন এবং একটি ঘরে বন্ধ করে রাখেন৷ পরে ঐ ঘরে আত্মহত্যা করেন রবার্ট৷
ছবি: picture-alliance/dpa/M. Schutt
এমস্টেটেন, ২০০৬
এমস্টেটেনের গেশোয়েস্তার-শল স্কুলের এক প্রাক্তন ছাত্র সেবাস্টিয়ান বি৷ ১৮ বছর বয়সি এই তরুণ ২০০৬ সালের ২০ নভেম্বর হঠাৎ করেই বেশ কয়েকটি বন্দুক ও স্মোক বোমা নিয়ে স্কুলে আক্রমণ করেন৷ এতে ১২ থেকে ১৬ বছর বয়সি চার শিক্ষার্থী ও এক পরিচারক মারাত্মক আহত হন৷ এছাড়া আরো স্মোক বোমায়ও ক্ষতিগ্রস্ত হন এক শিক্ষক ও ১৬ জন পুলিশ সদস্য৷ পরে পুলিশ জানায় যে, তিনি প্রায়ই একটি হিংস্র ভিডিও গেম খেলতেন৷
ছবি: picture-alliance/ dpa
ভিনেন্দেন, ২০০৯
২০০৯ সালের ১১ মার্চ টিম কে নামের ভিনেন্দেন শহরের আলবার্টভিলে-রেয়ালশুলের এক সাবেক ছাত্র স্কুলে এসে মাতালের মতো গুলি ছুঁড়তে থাকেন৷ পিস্তলটি তিনি তার বাড়ি থেকে এনেছিলেন৷ তিনি ১৪ থেকে ১৬ বছর বয়সি নয় শিক্ষার্থী, যাদের আটজনই মেয়ে, এবং তিনজন নারী শিক্ষককে হত্যা করেন৷ পরে স্কুলের বাইরে গিয়েও তিনি এমন আচরণ শুরু করেন এবং আরো তিনজনকে হত্যা করেন৷ তারপর আত্মহত্যা করেন৷ কিন্তু তার এহেন মাতলামোর কারণ জানা যায়নি৷
ছবি: picture-alliance/dpa/N. Försterling
7 ছবি1 | 7
পুলিশের বক্তব্য, দুই ব্যক্তির কাছ থেকেই অস্ত্র উদ্ধার হয়েছে। তাদের সঙ্গে ওই সময় আরো কেউ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার কুজেলের কাছে একটি ট্র্যাফিক গার্ডের কাছে আচমকাই গুলি চালাতে শুরু করে কয়েকজন। সেখানে ২৪ বছরের এক নারী পুলিশকর্মী এবং তার ২৯ বছরের পুলিশ সহকর্মী উপস্থিত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তারা গুলিবিদ্ধ হন। মৃত্যুর আগে তারা রেডিওতে ঘটনার বিবরণ দিতে পেরেছিলেন। যে গাড়ি থেকে তাদের দিকে গুলি ছোঁড়া হয়েছিল, তারও বিবরণ দিয়েছিলেন। সেই বিবরণ অনুসরণ করেই সোমবার দিনভর তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ৩৮ বছরের ব্যক্তির ওয়াইল্ড গেমেরব্যবসা আছে। তার কাছে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রও আছে। কেন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো, এর সঙ্গে কোনো খেলা যুক্ত কি না, সবই খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।