1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ঘরোয়া ফুটবলের জন্য সুখবর

২৮ জুলাই ২০১১

জার্মানির ঘরোয়া ফুটবলের আসর ‘ডিএফবি পোকাল' শুরু হচ্ছে শুক্রবার থেকে৷ বুন্ডেসলিগা আর চ্যাম্পিয়নস লীগের চাপে ফু্টবলের এই আসরের অবস্থা বেশ সঙ্গীন৷ তবুও এই আসরকে নতুন করে সাজাতে চায় ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ৷

এবছর জার্মান কাপ জেতার পর শালকে দলের উচ্ছ্বাসছবি: AP

সেই ১৯৩৫ সাল থেকে চলছে জার্মান কাপ৷ গুরুত্বের বিবেচনায় জার্মানিতে বুন্ডেসলিগার পর দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল আসর এটি৷ অথচ গণমাধ্যম এই আসর নিয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না৷ বিশেষ করে, জার্মান কাপ এর গত কয়েকটি মৌসুম মিডিয়ার অনাগ্রহের কারণে খুব একটা জমে ওঠেনি৷ বরং চ্যাম্পিয়নস লিগ নিয়েই গণমাধ্যমের আগ্রহ থাকে বেশি৷ তাই, বড় বড় ক্লাবগুলো জার্মান কাপকে গুরুত্বহীন এক আসর কিংবা নবীনদের পরীক্ষানিরীক্ষার ক্ষেত্র হিসেবে মনে করছে৷

ফলে জার্মান কাপ-এর খেলার মান কমে যাচ্ছে৷ কমছে ভক্তের সংখ্যাও৷ ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর ইউনিয়ন উয়েফা এবার জার্মান কাপকে চাঙ্গা করতে এক নতুন ঘোষণা দিয়েছে৷ চলতি আসরের জার্মান কাপ বিজয়ী দল সরাসরি ইউরোপা লিগের গ্রুপ পর্যায়ে খেলতে পারবে৷ বিজয়ী দল আগে শুধুমাত্র কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পেত৷ নতুন এই ঘোষণার ফলে জার্মান কাপ এর প্রতি বড় ক্লাবগুলোর আগ্রহ বাড়তে পারে বলেই মনে করছেন ফুটবল বোদ্ধারা৷

সমর্থকদের সঙ্গে সাফল্য ভাগ করে নিচ্ছে শালকেছবি: dapd

জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি)-র মহাসচিব ভল্ফগাং নিয়ারসবাখ্ জানিয়েছেন, এই সুযোগ জার্মান ফুটবলের জনপ্রিয় প্রতিযোগিতায় বাড়তি প্রেরণা যোগাবে৷

জার্মান ফুটবল লিগ এর প্রেসিডেন্ট রাইনার্ড রাওবেল উয়েফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, জার্মান ফুটবলের মানের সঙ্গে এই সুযোগ বেশ মানানসই৷ এটি ক্লাব, ভক্ত এবং মিডিয়ার জন্য অবশ্যই সুখবর৷

এদিকে, বুন্ডেসলিগা আসর শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে৷ ৫ আগস্ট প্রথম খেলায় বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে হামবুর্গ এসভি'র৷ গত আসরে কাপ জয় করে বরুসিয়া ডর্টমুন্ড৷ জার্মানির অন্যতম সফল ফুটবল দল হিসেবে খ্যাতি রয়েছে এই দলের৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ