জার্মানির টুরিঙ্গিয়াতে ডানপন্থি এএফডি সবচেয়ে বড় দল
২ সেপ্টেম্বর ২০২৪
পূর্ব জার্মানির টুরিঙ্গিয়ায় অতি-ডানপন্থি এএফডি এক নম্বর দল হলো। স্যাক্সনিতে তারা দুই নম্বর দল হয়েছে।
বিজ্ঞাপন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার জার্মানির কোনো রাজ্যে অতি-ডানপন্থি দল সবচেয়ে বড় দল হলো। তবে তারপরেও তারা সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ, বাকি সব দল তাদের বিরোধিতা করছে।
অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) টুরিঙ্গিয়াতে ৩৩ শতাংশ ভোট পেয়েছে। স্য়াক্সনিতে তারা পেয়েছে ৩০ শতাংশ ভোট। এখানে তারা ক্রিশ্চান ডেমোক্রেটিক ইউনিয়ন(সিডিইউ)-এর ঠিক পিছনেই আছে।
এই ফলাফল নিয়ে রীতিমতো উৎসাহ ছিল। কারণ, গোয়েন্দারা দুইটি রাজ্যেই এএফডিকে 'ডানপন্থি চরমপন্থি' বলে অভিহিত করেছে। টুরিঙ্গিয়াতে এএফডি চেয়ারম্যান বিয়র্ন হখে দলের সবচেয়ে কট্টরপন্থি নেতা বলে পরিচিত। তিনি বারবার নাৎসি আমলের ভাষা ব্যবহার করেছেন। ২০২৪ সালে দুইবার তাকে আদালত দোষী সাব্যস্ত করেছে। কারণ, তিনি নিষিদ্ধ স্লোগান দিয়েছিলেন।
এএফডি শাসন করতে চায়
রোববার সন্ধ্যায় ফলাফল প্রকাশের পরই এএফডি-র নেতা টিনো কুপালা বলেছেন, ''একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে। ভোটদাতারা নীতি পরিবর্তন চাইছেন। তারা আমাদের টুরিঙ্গিয়াতে শাসন করার জন্য রায় দিয়েছেন।''
এএফডি-র প্রধান দাবি হলো, ''আভিবাসন নীতিতে বদল আনতে হবে। শরণার্থীদের জার্মানি থেকে বের করে দিতে হবে।''
তবে নির্বাচনী সাফল্যের পরেও এএফডি-কে সম্ভবত বিরোধী হয়েই থাকতে হবে। কারণ, বাকি সব দল জানিয়ে দিয়েছে, তারা এএফডি-র সঙ্গে হাত মেলাবে না।
বিয়র্ন হখে বলেছেন, ''আমরা টুরিঙ্গিয়াতে এক নম্বর দল। আমরা অন্যদের সমর্থন পাওয়ার চেষ্টা করব।''
জার্মানির এএফডি নেতাদের কয়েকটি আলোচিত মন্তব্য
জার্মানির অভিবাসনবিরোধী অতি-ডানপন্থি এএফডি দলের নেতারা আক্রমণাত্মক ও উদ্ভট মন্তব্যের জন্য পরিচিত৷ ছবিঘরে এমন কয়েকজনের মন্তব্য থাকছে৷
ছবি: Britta Pedersen/dpa/picture alliance
বিয়র্ন হ্যোকে
টুরিঙ্গিয়া রাজ্যের এএফডি প্রধান হ্যোকে ২০১৭ সালে বার্লিনের হলোকস্ট মেমোরিয়ালকে ‘মনুমেন্ট অফ শেম’, অর্থাৎ ‘লজ্জার স্মৃতিসৌধ’ বলে আখ্যায়িত করে প্রথমবারের মতো শিরোনামে এসেছিলেন৷ নাৎসি অতীত নিয়ে প্রায়শ্চিত্ত করা বন্ধ করতেও বলেন তিনি৷ এরপর ২০২৩ সালে তিনি বলেন, ‘‘এই ইইউকে অবশ্যই মরতে হবে যেন সত্যিকারের ইউরোপ বাঁচতে পারে৷’’ ২০১৯ সালে আদালত বলেছিল, হ্যোকেকে ফ্যাসিস্ট বলা হলে সেটা অপবাদ দেওয়া হবে না৷
ছবি: picture-alliance/Arifoto Ug/Candy Welz
আলিস ভাইডেল
এএফডির অন্যতম পরিচিত মুখ দলের কো-চেয়ার ভাইডেল ২০১৮ সালে জার্মান সংসদে বলেছিলেন, ‘‘বোরকা, হেডস্কার্ফ পরা মেয়ে, ছুরি নিয়ে চলা মানুষ ও অলসেরা আমাদের সমৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক রাষ্ট্রের সুফল পাবে না৷’’
ছবি: Sebastian Kahnert/dpa/picture-alliance
আলেক্সান্ডার গাউলান্ড
এএফডির সাবেক সংসদীয় নেতা গাউলান্ড ২০১৮ সালে দলের তরুণ সদস্যদের সামনে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন, জার্মানির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যেটা (হিটলারের) ১২ বছরের শাসনামলের চেয়ে বেশিদিন টিকে ছিল৷ ‘‘জার্মানির এক হাজারেরও বেশি বছরের সফল ইতিহাসে হিটলার আর নাৎসিরা পাখির বিষ্ঠার দাগ মাত্র,’’ বলেন তিনি৷
ক্রিস্টিয়ান ল্যুথ
বিতর্কিত মন্তব্য করে কয়েকবার পদ অবনমন হয়েছে সাবেক প্রেস অফিসার ল্যুথের৷ এরপরও তিনি ডানপন্থি এক ইউটিউব ব্লগারকে বলেছিলেন, ‘‘আমরা পরেও তাদের (অভিবাসীদের) গুলি করতে পারব, সেটা কোনো বিষয় নয়৷ বা গ্যাস দিতে পারব৷ আমার কাছে এটা কোনো বিষয় নয়৷
ছবি: Soeren Stache/dpa/picture-alliance
বেয়াট্রিক্স ফন স্টর্শ
ইউরোপীয় এই সাংসদ ২০১৬ সালে অভিবাসনপ্রত্যাশীদের সম্পর্কে বলেছিলেন, ‘‘যারা আমাদের সীমান্তে দেয়া বাধা মানবে না, তারা আসলে হামলাকারী৷ তাদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে হবে- সেটি নারী ও শিশুদের গুলি করে হলেও৷’’
ছবি: picture-alliance/dpa/M. Murat
ফ্রাউকে পেট্রি
২০১৬ সালে জার্মানির একটি আঞ্চলিক পত্রিকাকে এএফডির সেই সময়কার প্রধান পেট্রি বলেছিলেন, ‘‘অবৈধভাবে জার্মানিতে প্রবেশকারী শরণার্থীদের দিকে জার্মানির বর্ডার পুলিশের গুলি ছোড়া উচিত৷’’
ছবি: Getty Images/T. Lohnes
হারাল্ড ভায়এল
বুন্ডেসটাগ সদস্য ভায়এল ২০২২ সালের সেপ্টেম্বরে বলেছিলেন, তিনি আশা করছেন জার্মানিতে যেন ‘অনেক শীত’ পড়ে৷ তাহলে জ্বালানির জন্য অনেক খরচ হবে৷ ‘‘তা নাহলে সবকিছু এখন যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে,’’ বলেন তিনি৷ অবশ্য এই কথা বলার সময় যে তার মাইক্রোফোন অন ছিল সেটি তিনি বুঝতে পারেননি৷
ছবি: Christoph Hardt /Future Image/imago images
7 ছবি1 | 7
এএফডি-র উত্থান
গত কয়েক বছর ধরে এএফডি-র উত্থান হচ্ছে এবং তা নিয়ে প্রতিবাদও হচ্ছে, সাবধানবানীও শোনা যাচ্ছে। অনেক গবেষক এএফডি-র মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন।
ঐতিহাসিক জেন,-ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেছেন, এএফডি-র নীতি আমানবিক ও বিরক্তিকর। তিনি এএফডির প্রচার নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তিনি সাড়ে তিন লাখ পরিবারের কাছে চিঠি পাঠিয়ে বলেছিলেন, হখে হিটলারের দলের ভাষাকে গ্রহণযোগ্য করার চেষ্টা করছেন। ওয়াগনার এই ফলাফলকে 'বিপর্যকর ও গণতন্ত্রের বিপদ' বলে অভিহিত করেছেন।
এইসব প্রয়াস সত্ত্বেও নির্বাচনের পর এএফডি আরো ক্ষমতাশালী হয়েছে। তারা জানিয়েছে, তারা জার্মানির রাজনীতিতে ব্যাপক বদল আনতে চান।
কতটা প্রভাব ফেলবে এএফডি?
দুই রাজ্যে এএফডি হয়ত সরকারে যেতে পারবে না, কিন্তু তাদের যথেষ্ট প্রভাব থাকবে। দুই রাজ্যেই যে সব সিদ্ধান্ত দুই তৃতীয়াংশ ভোটে নিতে হবে, সেগুলি প্রভাবিত করার ক্ষমতা তাদের থাকবে।
টুরিঙ্গিয়াতে বিচারবিভাগে আগামী মাসগুলিতে অনেকে অবসর নেবেন। তারপর বিচারপতিদের নিয়োগের সিদ্ধান্ত পছন্দ না হলে এএফডি ব্লক করে দিতে পারবে। এই ক্ষেত্রে তাদের প্রভাব অস্বীকার করা যাবে না।
কট্টর-ডানপন্থি দল এএফডির উত্থানে উদ্বেগ বাড়ছে জার্মানির রাজনৈতিক অঙ্গনে৷ অভিবাসনবিরোধী দলটিকে নিষিদ্ধের দাবিও উঠেছে বিভিন্ন শহরের প্রতিবাদ, বিক্ষোভে৷
ছবি: Michael Kuenne/ZUMAPRESS/picture alliance
কোলনে ৩০ হাজার মানুষ
মঙ্গলবার কোলন শহরে এএফডি-র বিরুদ্ধে বিক্ষোভে ৩০ হাজার মানুষ জড়ো হন৷ টানা পাঁচদিন ধরে জার্মানির বিভিন্ন শহরে চলছে এই প্রতিবাদ৷
ছবি: Oliver Berg/dpa/picture alliance
‘ডানপন্থিদের বিরুদ্ধে গণতন্ত্রীদের জোট’
কোলন শহরে জড়ো হওয়ারা বিভিন্ন বার্তা নিয়ে হাজির হন৷ একজন প্ল্যাকার্ডে ‘ডানপন্থিদের বিরুদ্ধে সব গণতন্ত্রীদের জোট’ গড়ার আহ্বান জানিয়েছেন৷ নানা ইস্যুতে ক্ষমতাসীনদের জনপ্রিয়তা হ্রাস আর ডানপন্থি দলের সমর্থন বাড়ায় কেউ কেউ লিখে এনেছেন, ‘বর্ণবাদীরা বিকল্প হতে পারে না৷’
ছবি: Oliver Berg/dpa/picture alliance
চ্যান্সেলরের সমর্থন
কোলনের এই প্রতিবাদ-বিক্ষোভকে স্বাগত জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসও৷ তিনি বিক্ষোভকারীদের উৎসাহ ও সাহস জোগাতে বার্তা দিয়েছেন৷ দেবেন ই বা না কেন? এএফডির উত্থানে যে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ক্ষমতাসীনেরা৷
ছবি: Marc John/IMAGO
‘নাৎসিদের সরকারে নয়’
একইদিনে ১৫ হাজারের বেশি মানুষ এসেনে অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি দলটির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন৷ ‘নাৎসিদের সরকারে নয়’, ‘ধূসর নয়, রঙিনকে বেছে নিন’, এমন স্লোগান দেন তারা৷
ছবি: David Young/dpa/picture alliance
ফ্যাসিবাদের বিরুদ্ধে লাইপসিশ
এএফডি ছাড়াও উগ্র-রক্ষণশীল দল ভ্যালুস ইউনিয়ন নামের আরেকটি দলের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন পূর্বের শহর লাইপসিশের মানুষ৷ মোবাইলে আলো জ্বালিয়ে শহরের ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের সামনে জড়ো হন তারা৷ ‘ফ্যাসিবাদ আর কখনো নয়’, ‘এএফডিকে না’, ‘এএফডি নাৎসি দল’, এমন স্লোগান দেন তারা৷ সোমবার এই বিক্ষোভে পাঁচ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷
ছবি: Jan Woitas/dpa/picture alliance
গ্য়োটিঙেনে মুখোমুখি
শনিবার গ্য়োটিঙেনে বিক্ষোভ করেছেন উগ্র ডানপন্থার পক্ষ ও বিপক্ষের মানুষ৷ ডানপন্থাবিরোধী জোট নামে একটি পক্ষ পুলিশের বাধার সামনে রাস্তায় বসে পড়েন (ছবিতে)৷ একই সময়ে ডানপন্থি ১০টি সংগঠনের সদস্যরা লোয়ার স্যাক্সনির শহরটিতে পাল্টা প্রতিবাদ করেছেন৷
ছবি: Swen Pförtner/dpa/picture alliance
বার্লিনে ঐক্যের ডাক
তার আগে রোববার বার্লিনে প্রতিবাদে শামিল হন ২৫ হাজার মানুষ৷ ফ্রাইডে ফর ফিউচারসহ বিভিন্ন এনজিও ও আন্দোলনকর্মীরা এতে অংশ নেন৷ কট্টর ডানপন্থার বিরুদ্ধে গণতন্ত্রের মূল্যবোধের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যের ডাক দেন তারা৷
ছবি: Rainer Keuenhof/picture alliance
প্রতিবাদে সরকারও
এএফডির কর্মকাণ্ড নিয়ে চিন্তায় আছে সরকারও৷ একদিকে তাদের জনপ্রিয়তা কমছে, অন্যদিকে ডানপন্থিদের বাড়ছে৷ এমন পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষায় জোট সরকারের তিন দলের নেতারাও ডানপন্থা ঠেকানোর দাবিতে মানুষের সাথে শামিল হয়েছেন৷ রোববার পটসডামে এসপিডির নেতা জার্মানির চ্যান্সেলর শলৎস, গ্রিন পার্টির নেত্রী পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকও বিক্ষোভে অংশ নেন।
ছবি: Sebastian Gollnow/dpa/picture alliance
যে কারণে ক্ষোভ
অনুসন্ধানী সংবাদমাধ্যম কারেকটিভ জানিয়েছে, সম্প্রতি পটসডামে এএফডিসহ উগ্র ডানপন্থি দলগুলো একটি বৈঠক করে৷ নির্বাচনে জয়লাভের পর ‘রিমাইগ্রেশন’ বা জার্মানিতে আসা অভিবাসীদের কীভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায়- সেই কৌশল নিয়ে তারা আলোচনা করে৷ এই বৈঠকে জার্মান পার্লামেন্টের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে কারেক্টিভ৷ এমন পরিস্থিতিতে এএফডিকে নিষিদ্ধ করার দাবি আবারো জোরালো হয়ে উঠেছে রাজনৈতিক মহলে৷
ছবি: Jan Woitas/dpa/picture alliance
9 ছবি1 | 9
এএফডি নেতারা নির্বাচনের আগেই বিচারপতিদের নিয়ে মতপ্রকাশ করেছেন। হখে দুইবার দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের সামাজিক মাধ্যমের চ্যানেলে হখে এনিয়ে মন্তব্যও করেছেন।
সবচেয়ে শক্তিশালী দল হিসাবে এএফডি রাজ্যের পার্লামেন্টে প্রেসিডেন্ট নিয়োগ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই পদের ক্ষমতা খুব বেশি। তিনিই রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিয়োগ করেন, তাকে বরখাস্তও করতে পারেন। তিনি গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকদের নিয়োগ ও সরিয়ে দেয়ার ক্ষমতাও রাখেন। তিনি কোনো পাস হওয়া বিলে সই করতে অস্বীকারও করতে পারেন।
সমাজবিজ্ঞানী ডেভিড বেগরিখ বলেছেন, ''এই নির্বাচনের ফলেফল থেকে জার্মানির রাজনীতিকরা যেন ভুল সিদ্ধান্তে না আসেন। তারা যেন পূর্ব জার্মানির মানুষকে, অতি ডানপন্থি ও অগণতান্ত্রিক না বলেন।'' তার মতে, ''রাজনীতিকদের অতি-ডানপন্থিদের রাজনৈতিক কর্মসূচির বিরোধিতা করতে হবে এবং যারা গণতন্ত্রকে বাঁচাতে বদ্ধপরিকর তাদের দিকে নজর ফেরাতে হবে। এএফডির এই সাফল্যের পর গণতান্ত্রিক প্রয়াসকে জোরদার করতে হবে।''