1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ফুটবলার টোনি ক্রোস

১২ জুলাই ২০১৪

বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জার্মান দলের করা সাত গোলের দু'টি করেছেন টোনি ক্রোস৷ ২৪ বছর বয়সি এই ফুটবলার ক্রমশ নিজের মধ্যে থাকা মেধা ফুটিয়ে তুলছেন৷ আমাদের অনেক পাঠকই তাই জানতে চেয়েছেন তাঁর সম্পর্কে৷

Fußball Bundesliga - Hertha BSC - FC Bayern München
ছবি: Getty Images

‘ওয়েটার' তবে মাঠের

ব্রাজিলীয়রা তাঁকে ‘গার্কন' বা ‘ওয়েটার' আখ্যা দিয়েছিলেন৷ খেলার সময় সতীর্থদের নির্ভুল পাস দিতে পারার দক্ষতার জন্য এই নামকরণ তাঁর৷ তবে ফুটবলের ক্ষেত্রে প্রতিপক্ষের দেয়া এই ডাকনাম মেনে নিতে আপত্তি নেই তাঁর৷ অবশ্য বাস্তব জীবনে ‘ওয়েটার' হতে মোটেই আগ্রহী নন ক্রোস৷ এমনটি তিনি ভাবতেও পারেন না৷

আদর্শ শিক্ষার্থী নন

ছোটবেলাতেই ক্রোস অনুধাবন করেছিলেন পড়ালেখাটা ঠিক তাঁর কাজ নয়৷ তাই স্কুলের বয়স থেকেই ফুটবলে মনোযোগী হন তিনি৷ সেটার ফলও অবশ্য খারাপ হয়নি৷ মাত্র ১৭ বছর বয়সেই টোনি ক্রোস সুযোগ পান জার্মানির সবচেয়ে বড় ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলার৷ সেসময় তিনি ছিলেন বায়ার্ন দলের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়৷

ম্যানচেস্টারের পথে

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা পল স্যুর্লে গত মে মাসে বলেছিলেন, রেড ডেভিলদের জন্য ক্রোসের মতো খেলোয়াড় দরকার৷ গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, ক্রোসের সঙ্গে অর্থকড়ি নিয়ে বিরোধ চলছে বায়ার্নের এবং তিনি ইতোমধ্যে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্লাব বদলে সম্মত হয়েছেন৷

ফান খালের সঙ্গে দ্বন্দ্ব

তবে ম্যানচেস্টারে গেলে সেখানে আবারো তিনি পেতে পারেন কোচ লুইস ফান খালকে৷ ডাচ এই কোচ বায়ার্নে থাকাকালে ক্রোসের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মধুর ছিল না৷ ক্রোস আক্রমণভাগে ভালো খেললেও, ফান খাল তাঁকে সুযোগ দিয়েছেন মধ্যমাঠে রক্ষণাত্মক ভূমিকায় খেলার৷ এখন ম্যানচেস্টারে গেলে তিনি আবারো ফান খালের সঙ্গে সমস্যায় জড়াবেন কিনা বলা মুশকিল৷

‘মি. পারফেক্ট' নন

ফুটবলার পিতা এবং সাবেক পূর্ব জার্মানির ব্যাডমিন্টন খেলোয়াড় মায়ের সন্তান টোনি ক্রোসের সঙ্গে কোচদের সম্পর্ক সবসময় ভালো যায় না৷ বর্তমান বায়ার্ন কোচ পেপ গোয়ার্দিওয়ালাও গত মৌসুমে তাঁকে দু'টি ম্যাচ খেলতে দেননি৷ কোচের সিদ্ধান্তের বিপক্ষে বিরুপ আচরণ করায় এই শাস্তি ভোগ করেন তিনি৷ জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ অবশ্য ক্রোসের পক্ষে আছেন৷ তিনি মনে করেন, ক্রোসের মধ্যে পরিপক্কতা এসেছে এবং তিনি এখন তাঁর দায়িত্ব সম্পর্কে সচেতন৷

এআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ