‘ওয়েটার' তবে মাঠের
ব্রাজিলীয়রা তাঁকে ‘গার্কন' বা ‘ওয়েটার' আখ্যা দিয়েছিলেন৷ খেলার সময় সতীর্থদের নির্ভুল পাস দিতে পারার দক্ষতার জন্য এই নামকরণ তাঁর৷ তবে ফুটবলের ক্ষেত্রে প্রতিপক্ষের দেয়া এই ডাকনাম মেনে নিতে আপত্তি নেই তাঁর৷ অবশ্য বাস্তব জীবনে ‘ওয়েটার' হতে মোটেই আগ্রহী নন ক্রোস৷ এমনটি তিনি ভাবতেও পারেন না৷
আদর্শ শিক্ষার্থী নন
ছোটবেলাতেই ক্রোস অনুধাবন করেছিলেন পড়ালেখাটা ঠিক তাঁর কাজ নয়৷ তাই স্কুলের বয়স থেকেই ফুটবলে মনোযোগী হন তিনি৷ সেটার ফলও অবশ্য খারাপ হয়নি৷ মাত্র ১৭ বছর বয়সেই টোনি ক্রোস সুযোগ পান জার্মানির সবচেয়ে বড় ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলার৷ সেসময় তিনি ছিলেন বায়ার্ন দলের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়৷
ম্যানচেস্টারের পথে
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা পল স্যুর্লে গত মে মাসে বলেছিলেন, রেড ডেভিলদের জন্য ক্রোসের মতো খেলোয়াড় দরকার৷ গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, ক্রোসের সঙ্গে অর্থকড়ি নিয়ে বিরোধ চলছে বায়ার্নের এবং তিনি ইতোমধ্যে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্লাব বদলে সম্মত হয়েছেন৷
ব্রাজিল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিশ্ব দেখল এক নির্মম পরাজয়৷ স্বাগতিক ব্রাজিলকে জার্মানি হারালো ৭-১ গোলে৷ ছবিঘরে থাকছে এই ম্যাচের দুর্দান্ত কিছু ছবি৷
ছবি: Reuters২৩ থেকে ২৯ – এই ছয় মিনিটে হওয়া চার গোলে স্বপ্ন ভেঙে যায় ‘সেলেসাও’দের৷ কোনোরকম প্রতিরোধ গড়তে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা৷ অধিনায়ক থিয়াগো সিলভার অনুপস্থিতিতে ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতে উঠে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি৷
ছবি: Reutersব্রাজিলের জালে প্রথম গোলটি ম্যুলারের৷ জার্মানির প্রথম কর্নারকেই গোলে পরিণত করেন তিনি৷ ১১ মিনিটে ডানদিক থেকে ক্রোসের কর্নার সোজা ম্যুলারের পায়ে এসে পড়ে৷ এক মুহূর্ত দেরি না করে এই ফরোয়ার্ড বল জালে জড়ান৷ এই বিশ্বকাপে ম্যুলারের এটি পঞ্চম গোল৷ গত বিশ্বকাপেও পাঁচটি গোল করেছিলেন তিনি৷
ছবি: Reuters২৩ মিনিটে ক্লোজের রেকর্ড গড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি৷ ডি বক্সের ভেতর থেকে ক্লোজের প্রথম চেষ্টাটি ফিরিয়ে দিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক৷ কিন্তু ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি৷
ছবি: Reutersপরের মিনিটে মেসুত ও্যজিল বল দেন ফিলিপ লামকে৷ তিনি বল বাড়ান ম্যুলারের দিকে৷ কিন্তু বল পেয়ে যান ক্রোস৷ তার বাঁ পায়ের শট জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ৩-০ তে৷ স্টেডিয়ামে নেমে আসে নীরবতা৷
ছবি: Reuters২৬ মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যান ক্রোস৷ ফার্নান্দিনিয়োর মারাত্মক ভুলে বল পেয়ে তিনি পাস দেন সামি খেদিরাকে৷ রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বল ফিরিয়ে দেন ক্রোসকে৷ ক্রোসের মধ্যে কোন দ্বিধা ছিল না৷ তার কারণে চতুর্থ গোল পায় জার্মানি৷ দর্শকদের অবশ্য মনে হয়েছিল প্রথম গোলের রিপ্লে দেখছেন৷ এরপর স্টেডিয়ামে উপস্থিত ব্রাজিল সমর্থকরা আর নিজেদের ধরে রাখতে পারেননি৷
ছবি: Reuters২৯ মিনিটে আবার গোল৷ ও্যজিলের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ডি বক্সে ঢুকে ব্যবধান ৫-০ করে ফেলেন সামি খেদিরা৷ ছয় মিনিটেই চার গোল!
ছবি: Reutersদ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ কয়েকটি আক্রমণ করে ব্রাজিল৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ান জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ার৷
ছবি: Reuters৬৯ মিনিটে ব্রাজিলের নড়বড়ে রক্ষণের সুযোগে গোলদাতাদের তালিকায় নাম তুলে ফেলেন বদলি হিসেবে নামা আন্দ্রে শ্যুর্লে৷ ষষ্ঠবারের মতো ব্রাজিলের জালে বল জড়ায় জার্মানি৷
ছবি: Reuters৭৯ মিনিটে ব্রাজিলকে আরো বড় লজ্জায় ডুবান শ্যুর্লে৷ বাঁ দিক থেকে ব্রাজিলের ডি বক্সে ঢুকে চেলসির এই ফরোয়ার্ডের নেয়া শট ক্রসবারে লেগে জালে জড়ায়৷ স্কোরলাইন তখন ৭-০৷
ছবি: Reutersঅবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে নয়ারকে পরাস্ত করেন অস্কার৷ মাঝমাঠ থেকে দৌড়ে এসে করা সান্ত্বনার এই গোলটি করেন তিনি৷
ছবি: Reuters
ফান খালের সঙ্গে দ্বন্দ্ব
তবে ম্যানচেস্টারে গেলে সেখানে আবারো তিনি পেতে পারেন কোচ লুইস ফান খালকে৷ ডাচ এই কোচ বায়ার্নে থাকাকালে ক্রোসের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মধুর ছিল না৷ ক্রোস আক্রমণভাগে ভালো খেললেও, ফান খাল তাঁকে সুযোগ দিয়েছেন মধ্যমাঠে রক্ষণাত্মক ভূমিকায় খেলার৷ এখন ম্যানচেস্টারে গেলে তিনি আবারো ফান খালের সঙ্গে সমস্যায় জড়াবেন কিনা বলা মুশকিল৷
‘মি. পারফেক্ট' নন
ফুটবলার পিতা এবং সাবেক পূর্ব জার্মানির ব্যাডমিন্টন খেলোয়াড় মায়ের সন্তান টোনি ক্রোসের সঙ্গে কোচদের সম্পর্ক সবসময় ভালো যায় না৷ বর্তমান বায়ার্ন কোচ পেপ গোয়ার্দিওয়ালাও গত মৌসুমে তাঁকে দু'টি ম্যাচ খেলতে দেননি৷ কোচের সিদ্ধান্তের বিপক্ষে বিরুপ আচরণ করায় এই শাস্তি ভোগ করেন তিনি৷ জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ অবশ্য ক্রোসের পক্ষে আছেন৷ তিনি মনে করেন, ক্রোসের মধ্যে পরিপক্কতা এসেছে এবং তিনি এখন তাঁর দায়িত্ব সম্পর্কে সচেতন৷
এআই/ডিজি (এএফপি)