1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডুয়াল সিস্টেম’

৯ এপ্রিল ২০১২

পুঁথিগত শিক্ষা ও হাতেনাতে তার প্রয়োগ – এই দুইয়ের মাঝে ফারাক থাকলে কোনো সমাজই উপকৃত হতে পারে না৷ জার্মানি তার অভিনব ‘ডুয়াল সিস্টেম’এর মাধ্যমে এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে৷

ছবি: AMA/Thomas Hartmann

তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়

জার্মানির শিক্ষাব্যবস্থার এমন একটি বিশেষত্ব রয়েছে, যা গোটা বিশ্বেই সমাদর পেয়ে থাকে৷ শুধু পুঁথিপড়া বিদ্যা নয়, হাতে-কলমে প্রশিক্ষণের বিষয়টিকেও শিক্ষাব্যবস্থার কাঠামোয় অন্তর্গত করা হয়৷ তাছাড়া সব স্কুল পড়ুয়াই যে শেষ পর্যন্ত উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তারও কোনো প্রয়োজন নেই৷ নবম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়া বাধ্যতামূলক৷ তারপর সরাসরি কোনো পেশার জন্য প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা রয়েছে৷ বাকিরা ১২ বা ১৩ ক্লাস পর্যন্ত পড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে৷ এরাও ইচ্ছা করলে পেশাগত শিক্ষা নিতে পারে এবং সেই শিক্ষা হাতেনাতে কাজে লাগাতে কোনো সংস্থায় প্রশিক্ষণ গ্রহণ করতে পারে৷ এই ‘ডুয়াল সিস্টেম'এর ফলে দুই থেকে সাড়ে তিন বছরের মধ্যে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ ও অভিজ্ঞতা – দুটোই অর্জন করতে পারে৷

জার্মানিতে আসলে পেশাগত শিক্ষা বা প্রশিক্ষণের একটা ঐতিহ্য রয়েছে৷ সেই মধ্যযুগেই ‘গিল্ড' বা সংঘের মাধ্যমে বিভিন্ন পেশার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো৷ ১৮৬৯ সাল থেকেই ১৮ বছরের কম বয়সী শ্রমিকদের জন্য জার্মানিতে পেশাগত প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ আজ ১৫ থেকে ১৬ বছর বয়সী স্কুল-পড়ুয়ারাই সিদ্ধান্ত নিতে পারে, যে তারা কোনো বিশেষ পেশার জন্য প্রশিক্ষণ নিতে চায় কি না৷ তখন তারা সাধারণ স্কুল ছেড়ে ছুতোর মিস্ত্রি, পাচক, নার্স বা ব্যাংকের কেরানি হবার প্রশিক্ষণ শুরু করতে পারে৷

বিশাল অবকাঠামো

জার্মানিতে প্রায় ৩৫০টি পেশার জন্য এমন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে৷ এর ফলে কিশোর-কিশোরীরা যথেষ্ট সময় নিয়ে এই ধরনের পেশা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেতে পারে৷ লাভ হয় সেই সব কারখানা বা সংস্থারও, যাদের উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর বিশেষ প্রয়োজন রয়েছে৷ শিক্ষানবিশ হিসেবে কিশোর-কিশোরীরা যে জ্ঞান অর্জন করে, তা শেষ পর্যন্ত এই সব সংস্থারই কাজে লাগে৷ যারা ভালো প্রশিক্ষণ নিয়েছে, তাদের হাতছাড়া না করে অবিলম্বে নিয়োগ করা হয়ে থাকে৷ উল্লেখ্য, জার্মানিতে পারদর্শী শ্রমিক ও কর্মীর চাহিদা বেড়েই চলেছে৷

ছবি: picture-alliance/dpa

গত বছরের মাঝামাঝি সময়ের হিসেব অনুযায়ী জার্মানিতে প্রায় ১৬ লক্ষ কিশোর-কিশোরী এই ‘ডুয়াল সিস্টেম'এর আওতায় প্রশিক্ষণ নিয়েছে৷ তা সত্ত্বেও অবশ্য স্কুল থেকে বেরিয়ে অনেকে প্রশিক্ষণের সুযোগ পায় নি৷ এর অন্যতম কারণ হলো, গত কয়েক বছরে প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড বেড়েই চলেছে৷ যেমন গাড়ি মেরামত করতে হলে আজকাল ইলেকট্রনিক সম্পর্কেও জ্ঞান থাকতে হয়৷ তার জন্য আবার চাই ভালো অঙ্কের মাথা৷ ফলে বেশিরভাগ কোম্পানি সম্ভব হলে সেই সব স্কুল-পড়ুয়াদের প্রশিক্ষণের সুযোগ দিতে চায়, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উপযুক্ত৷ ২০১০ সালে প্রায় ৮৪,০০০ কিশোর-কিশোরী প্রশিক্ষণের সুযোগ পায় নি৷

চাই উচ্চ মান

শিক্ষা, প্রশিক্ষণ ও বিভিন্ন কোম্পানিতে হাতেনাতে কাজ শেখার সুযোগের যে অবকাঠামো আছে, তা বেশ উন্নত৷ কিন্তু তা সত্ত্বেও সবাই সব সময়ে প্রশিক্ষণের সুযোগ পায় না৷ কারণ প্রার্থীদের প্রায়ই কোনো না কোনো যোগ্যতার অভাব দেখা যায়৷ যেমন স্কুলের পাঠ ঠিকমতো শেষ না করলে সার্টিফিকেট পাওয়া যায় না৷ সেক্ষেত্রে পরবর্তী ধাপে পদে পদে বাধা উঠে আসে৷ এটাকেই ভবিষ্যতে পেশা জীবনের চাবিকাঠি হিসেবে গণ্য করা হয়৷

কিন্তু স্কুলের গণ্ডি পার হওয়া কি সত্যি কঠিন? বিশেষ করে জার্মানির মতো শিল্পোন্নত দেশে, যেখানে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক? কাগজে-কলমে সবাই কমপক্ষে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে গেলেও সবাই যে ঠিকমতো শিক্ষা গ্রহণ করতে পারে, তা নয়৷ বিশেষ করে বিদেশি বংশোদ্ভূত পড়ুয়াদের প্রায়ই বেশ সমস্যায় পড়তে হয়৷ এদের অনেকেরই বাড়িতে জার্মান ভাষার চর্চা হয় একেবারে নেই, অথবা তার মান যথেষ্ট নয়৷ শুধু ভাষার দুর্বলতার কারণেই ক্লাসে বাকি পড়ুয়াদের তুলনায় পিছিয়ে পড়ে এরা৷ পরীক্ষার ফলাফল আশানুরূপ হয় না৷ প্রশিক্ষণের সুযোগও তাই কঠিন হয়ে পড়ে৷ দুর্বলতা কাটাতে হলে বাড়তি পদক্ষেপ নিতে হয় এদের৷ কর্মসংস্থান দপ্তর ও কিছু সংস্থা এই বাড়তি প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়৷ যারা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল৷ কারণ সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে পারলে পারদর্শী কর্মীর চাহিদা পূরণ করতে পারে প্রার্থীরা৷

যোগ্যতার চাহিদা

জার্মানির অনেক সংস্থায় উপযুক্ত কর্মীর এতই চাহিদা, যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা বেশ নমনীয়তা দেখায়৷ তাদের অতীতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তাদের শিক্ষাগত যোগ্যতা৷ এমনকি বিদেশি প্রার্থীও যদি বিশেষ দক্ষতা দেখাতে পারে, তাহলে তাকেই কাজে লাগানোর চেষ্টা করা হয়৷ অনেকের ক্ষমতা যাচাই করে দেখতে প্রথমে তাদের শিক্ষানবিশ হিসেবে নিযুক্ত করা হয়৷ তারপরই কাজ পাকা হতে পারে৷

জার্মানির এই ‘ডুয়াল সিস্টেম' অনুকরণ করতে চায় অনেক দেশ৷ তবে সব ক্ষেত্রে তা সফল হয় না৷ উচ্চ মানের প্রশিক্ষণের ব্যবস্থা করলে তবেই ‘ভালো' প্রার্থীরা সেই সুযোগ গ্রহণ করার আগ্রহ দেখায়৷ শুধু দুর্বল স্কুল পড়ুয়া বা ছাত্রছাত্রীদের কথা ভেবে এমন ব্যবস্থা চালু করলে তা কারো কাজে লাগে না৷ তাছাড়া এই ব্যবস্থার কাঠামোর সঙ্গে আন্তরিকভাবে যুক্ত থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে৷ সমন্বয়ের অভাব না থাকলে এই ব্যবস্থাকে সফল করা কঠিন৷

প্রতিবেদন: ব্রিটা ম্যার্শ / সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ