1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি-ইসরায়েল

৪ জুন ২০১২

ইসরায়েলের সঙ্গে জার্মানির বিশেষ সম্পর্কের কথা মোটামুটি সবাই জানে৷ এ কারণে জার্মানি সম্প্রতি ইসরায়েলের কাছে কমমূল্য সাবমেরিন বিক্রি করেছে৷ আর ইসরায়েল সেসব ডুবোজাহাজে বসাচ্ছে পারমাণবিক অস্ত্র৷

ছবি: picture-alliance/dpa

জার্মানির প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন ‘ডের স্পিগেল'৷ বিশদ গবেষণা শেষে তারা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে, জার্মানির তৈরি ডুবোজাহাজগুলোকে পরমাণু অস্ত্রে সজ্জিত করছে ইসরায়েল৷

জার্মানি ইসরায়েলের কাছে মোট ছয়টি সাবমেরিন বিক্রি করছে৷ এর মধ্যে তিনটি ইতিমধ্যে সরবরাহ করা হয়ে গেছে৷ আর বাকি তিনটির নির্মাণকাজ চলছে৷ এছাড়া আরও তিনটি ডুবোজাহাজ নেয়ার চিন্তা করছে ইসরায়েল৷

জার্মানি আর ইসরায়েলের মধ্যে সুসম্পর্কের কারণে সাবমেরিনগুলোর দামের একটা অংশ দিচ্ছে জার্মান সরকার৷ যেমন ডের স্পিগেল বলছে, ষষ্ঠ সাবমেরিনের দামের এক তৃতীয়াংশ দিচ্ছে জার্মান সরকার, এমন তথ্য রয়েছে তাদের কাছে৷ শুধু তাই নয়, বাকি টাকাটা এখনই নয়, ২০১৫ সালের মধ্যে দিলেও হবে এমন চুক্তিও নাকি হয়েছে৷

ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে এমন কথা কখনো স্বীকার করেনি ইসরায়েল৷ অপরদিকে, তাদের কাছে ঐ ধরণের অস্ত্র নেই, এমন কথাও তারা কখনো বলেনি৷ জার্মানিও কখনো স্বীকার করে না যে, ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে৷ অথচ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন নথি ঘেঁটে স্পিগেল প্রমাণ পেয়েছে যে, ১৯৬১ সাল থেকেই জার্মানি জানে যে ইসরায়েলের পরমাণু অস্ত্র রয়েছে৷

জার্মানির তৈরি সাবমেরিনগুলোতে ইসরায়েল পরমাণু অস্ত্র বসাচ্ছে কীনা এমন খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল৷ তবে তারা বলছে যে, এই প্রতিবেদনের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে৷

এদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক দুই কর্মকর্তা সাপ্তাহিক ঐ ম্যাগাজিনকে বলেছেন যে, তাদের সবসময় ধারণা ছিল যে, ইসরায়েল হয়তো ডুবোজাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র বসাতে পারে৷

দুটি শর্তে জার্মান সরকার ইসরায়েলকে কমমূল্যে সাবমেরিন দিতে রাজি হয়েছিল৷ এর একটি হচ্ছে, ইসরায়েল তার বসতি সম্প্রসারণ নীতি থেকে সরে আসবে৷ আর অন্যটি হচ্ছে, গাজায় জার্মানির অর্থে তৈরি একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ করতে দেবে৷ কিন্তু এখন পর্যন্ত কোনো শর্তই পূরণ করেনি ইসরায়েল৷

প্রতিবেদন: জাহিদুল হক (ডিপিএ, ডের স্পিগেল)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ