1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির দুই অঞ্চলের মধ্যে ব্যবধান এখনো রয়ে গেছে

৩ অক্টোবর ২০১১

জার্মানি সোমবার দেশটির পুনরএকত্রিকরণের ২১ বছর উদযাপন করছে৷ এ বছর জার্মানির বন শহরে পুনরএকত্রিকরণ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ জার্মান চ্যান্সেলর এবং প্রেসিডেন্টসহ অন্যান্যরা সমবেত হন দেশটির সাবেক রাজধানীতে৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভূল্ফছবি: dapd

পুনরএকত্রিকরণ দিবসের অনুষ্ঠান

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভূল্ফসহ অন্যান্যরা সোমবার সমবেত হন সাবেক পশ্চিম জার্মানির সংসদ ভবনে৷ বন শহরের ঐতিহাসিক সেই ভবনেই আয়োজন করা হয়েছে পুনরএকত্রিকরণ দিবসের মূল অনুষ্ঠান৷ ১৯৯০ সালের ৩ অক্টোবর সাবেক পশ্চিম জার্মানি এবং কমিউনিষ্ট পূর্ব জার্মানি আবারো এক হয়েছিল৷ বন শহরের অনুষ্ঠানে জার্মান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আন্দ্রেয়াস ফসকুহলে জানান, পশ্চিম জার্মানি এবং পরবর্তীতে পুনরএকত্রিত জার্মানির পরিচিতি শুরু থেকেই ইউরোপের সঙ্গে সম্পর্কিত৷ তিনি বলেন, ‘‘ইউরোপের সংস্থাগুলোর উচিত হবে না তাদের দেশের মানুষের সমালোচনা থেকে নিজেদেরকে দূরে রাখা৷ একইসঙ্গে ইউরোপ কোনদিকে যাবে সেটা শুধুমাত্র যেন অভিজাত শ্রেণি নির্ধারণ না করে''৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল পুনরএকত্রিকরণ প্রসঙ্গে জানান, এখনো ঐক্যবদ্ধ দুই অঞ্চলের মানুষের মধ্যে জীবনযাপনের ক্ষেত্রে ব্যবধান রয়ে গেছে৷ এটা আমাদেরকে ঘোচাতে হবে৷ তিনি বলেন, ‘‘আমরা অনেকদূর এগিয়েছি৷ কিন্তু প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি''৷

ছবি: dapd

ব্যবধান আসলে কোথায়

অর্থনৈতিক বিশ্লেষকদের হিসেবে, পুনরএকত্রিকরণের ২১ বছর পরও দুই অঞ্চলের মধ্যে বেতন বৈষম্য রয়ে গেছে৷ পশ্চিমের তুলনায় পূর্বে চাকুরেদের বেতন মাত্র ৭৮ শতাংশ৷ ভালো চাকুরির আশায় ১৯৯০ সালের পর থেকে এখন অবধি ১৬ লাখ মানুষ পূব থেকে পশ্চিমে পাড়ি জমিয়েছেন৷ চলতি বছরের আগস্টেও বেকারত্বের হার প্রাক্তন পশ্চিম জার্মানির চেয়ে পূর্ব জার্মানিতে বেশি, প্রায় দ্বিগুন৷ গত বছর পূবকে দেওয়া পশ্চিমের ৮০ বিলিয়ন ইউরো সহায়তার অর্ধেক খরচ হয়েছে সামাজিক কল্যাণ খাতে৷ এরকম আরো অনেকক্ষেত্রে ব্যবধান চোখে পড়ে৷  

উৎসবকে ঘিরে ব্যাপক নিরাপত্তা

জার্মান পুলিশ সোমবার জানিয়েছে, পুর্নমিলনের ২১তম বার্ষিকীতে হামলা চেষ্টার পরিকল্পনাকারী সন্দেহে আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে৷ হামলা পরিকল্পনার উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের ঘাটতির কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে৷ কোলন পুলিশের এক মুখপাত্র অবশ্য বলেন, ‘‘সন্দেহভাজনদের ছেড়ে দেওয়া হলেও এই বিষয়ে তদন্ত চলবে''৷ রবিবার বন শহর থেকে এই তিনজনকে আটক করে পুলিশ৷ তাদের বয়স ২২ থেকে ২৭ বছরের মধ্যে৷ পুলিশের দাবি, সন্দেহভাজনরা ৩ অক্টোবরকে সামনে রেখে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করছিল৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ