1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মানির তথ্যে সাধারণ নাগরিক নিহত’

৩০ মার্চ ২০১৭

সিরিয়ার এক স্কুলভবনে আকাশ থেকে চালানো হামলায় কমপক্ষে ৩২ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন৷ জার্মানির দেয়া গোয়েন্দা তথ্য এই প্রাণহানির কারণ হতে পারে বলে জার্মান গণমাধ্যম বলছে৷

Türkei Incirlik Tornado
জার্মানির একটি ‘রিকনিসনস’ জেটছবি: picture-alliance/dpa/Bundeswehr/Oliver Pieper

সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট  (আইএস)-এর শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত রাকা শহরের ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল-মানসুরা শহরে মঙ্গলবার এই হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন আইএস-বিরোধী জোট৷ ভবনটিতে গৃহহীন মানুষরা আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’৷

আইএস-বিরোধী ঐ জোটে জার্মানির কয়েকটি ‘রিকনিসনস’ জেট ব্যবহৃত হচ্ছে, যাদের কাজ শত্রুপক্ষের অবস্থান সংক্রান্ত তথ্য জোগাড় করা৷

জার্মানির ‘স্যুডডয়চে সাইটুং’ পত্রিকাসহ এনডিআর এবং ডাব্লিউডিআর প্রচারমাধ্যম বলছে, হামলার আগের দিন জার্মানির জেট বিমান থেকে তোলা ঐ স্কুলভবনের ছবি আইএস-বিরোধী জোটকে দেয়া হয়েছিল৷ এরপর হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণেও সেখানে জেট পাঠিয়েছিল জার্মানি৷

জার্মানির মিলিটারি ইন্সপেক্টর জেনারেল ফল্কার ভিকার বুধবার বিষয়টি নিয়ে সংসদের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে৷

এদিকে, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা ডিপিএ-কে বলেছেন, ভবনে থাকা জঙ্গি অথবা সাধারণ মানুষদের লক্ষ্য করে হামলা চালানোর মতো যথেষ্ট তথ্য ঐ ছবিগুলোতে ছিল না৷

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, আইএসকে লক্ষ্য করে চালানো হামলায় সাধারণ নাগরিক নিহত হওয়ার তথ্য তাদের কাছে নেই৷ তবে এ বিষয় তদন্ত চলছে বলে জানিয়েছে তারা৷

উল্লেখ্য , ২০১৪ সাল থেকে শুরু হওয়া আইএসবিরোধী অভিযানে কমপক্ষে ২২০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে চলতি মাসে জানিয়েছিল আইএসবিরোধী জোট৷ তবে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী কয়েকটি সংস্থা বলছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি৷

 চেজ ভিন্টার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ