জার্মানির নাগরিকত্ব আবেদনে ভুল তথ্য দিলে ১০ বছরের নিষেধাজ্ঞা
৪ ডিসেম্বর ২০২৫
নিরাপদ উৎস দেশ নির্ধারণ সংক্রান্ত আইনের খসড়ায় এই বিধানটি যুক্ত করা হয়েছে৷ বুধবার জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগ-এর অভ্যন্তরীণ কমিটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে৷
অভ্যন্তরীণ কমিটির রক্ষণশীল সোশ্যাল ডেমোক্র্যাট এবং ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি সদস্যরা বিলের সংশোধিত ধারার পক্ষে ভোট দিয়েছেন৷ তবে, গ্রিনস এবং ডি লিংকে-এর সদস্যরা সংশোধনীটির বিপক্ষে ভোট দিয়েছেন৷
জার্মানির কয়েকটি রাজ্যে নাগরিকত্ব গ্রহণের সময় জার্মান ভাষা শিক্ষার ভুয়া সনদ জমা দিয়েছেন আবেদনকারীরা৷ এসব ঘটনার পর ভুয়া সনদ বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে আইনে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার৷
খসড়াটি নিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে৷ এদিন বিল পাসে পার্লামেন্টে ভোটাভুটিও হতে পারে৷
আইনের খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি জার্মান নাগরিকত্ব গ্রহণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় শর্তপূরণের ক্ষেত্রে যদি ইচ্ছাকৃতভাবে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিয়ে থাকে, তবে এই নিষেধাজ্ঞা দেয়া হবে৷
এমনকি নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় কোনো আবেদনকারী যদি প্রতারণা, হুমকি বা ঘুস দিয়ে থাকে, সেক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে৷ এর মেয়াদ হবে ১০ বছর৷
আইনের খসড়ায় আরো বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে আইনটি আরো শক্তিশালী হবে এবং আইনের লঙ্ঘন এড়াতে কার্যকর ভূমিকা রাখবে৷
আইনের আরেকটি ধারায় পরিবর্তন আনারও প্রস্তাব এসেছে৷ গত এক বছর ধরে অনিয়মিত অভিবাসী বা প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের বহিষ্কারের আগে আটককেন্দ্রে রাখার সময় রাষ্ট্রীয় খরচে আইনি সহায়তা দিয়ে আসছিলো জার্মানি৷ কিন্তু রাষ্ট্রীয় অর্থে এই আইনি সহায়তা দেয়ার বিধানটি বাতিল করতে চায় বর্তমান সরকার৷
টিএম/এফএস (ডিপিএ)
প্রথম প্রকাশ: ইনফোমাইগ্রেন্টস
অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷