1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পররাষ্ট্র নীতি

৪ ফেব্রুয়ারি ২০১৪

অতীতের জড়তা ঝেড়ে ফেলে জার্মানি আবার বিশ্বের আঙিনায় আরও সক্রিয় ভূমিকা পালন করার ইঙ্গিত দিচ্ছে৷ আন্তর্জাতিক সামরিক অভিযানের ক্ষেত্রে জার্মানি তথা ইউরোপের আরও সক্রিয় ভূমিকা দেখতে চাইছে অ্যামেরিকা৷

পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারছবি: picture alliance/abaca

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি দ্বিধাবিভক্ত জার্মানির উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল দিয়েছিল৷ ১৯৯০ সালে দুই জার্মানির পুনরেকত্রীকরণের পর সার্বভৌমত্ব আবার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়৷ তারপর সংসদের অনুমোদন নিয়ে বিদেশের মাটিতে প্রথমবারের মতো আবার জার্মান সৈন্য পাঠানো শুরু হয়৷ ইরাকে মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে তৎকালীন জার্মান চ্যান্সেলর গেয়ারহার্ড শ্র্যোডারের দৃঢ় অবস্থান জার্মানির পররাষ্ট্র নীতিকে নতুন এক মাত্রায় নিয়ে যায়৷ জার্মান পুনরেকত্রীকরণের প্রায় দুই যুগ পর জার্মানির পররাষ্ট্র নীতির আরও বিবর্তনের ডাক শোনা যাচ্ছে৷

সপ্তাহান্তে মিউনিখ শহরে নিরাপত্তা সম্মেলনে খোদ জার্মান প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ‘নতুন জার্মান পররাষ্ট্র নীতি'-র রূপরেখা তুলে ধরলেন৷ উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির ক্ষেত্রে জার্মানি এতকাল যে সতর্কতা ও সংযম দেখিয়ে এসেছে, তার অবসানের ডাক দেন৷ আন্তর্জাতিক সহযোগী হিসেবে জার্মানিকে আরও দ্রুত সক্রিয় ভূমিকা পালন করতে হবে, বলেন তিনি৷ পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার বলেন, জার্মানি আসলে এত বড় এক শক্তি, মাঠের প্রান্তে বসে পররাষ্ট্র নীতি সম্পর্কে শুধু মন্তব্য করা তাকে মানায় না৷ জার্মানি এখনো একমাত্র শেষ উপায় হিসেবে সামরিক শক্তি প্রয়োগ করার পক্ষে৷ তবে এই নীতিকে দায়িত্ব এড়িয়ে যাবার পথ হিসেবে ভুল বোঝার অবকাশ থাকলে চলবে না, বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েনছবি: picture-alliance/dpa

আপাতত আফ্রিকার সংকটমোচনের ক্ষেত্রে জার্মানি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আভাস দিয়েছে৷ আফ্রিকার দেশ মালিতে সামরিক অভিযান আরও জোরদার করতে চায় জার্মানি৷ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ইইউ মিশনেও সহায়তার ইঙ্গিত দিয়েছে জার্মানি৷

মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির এই নতুন উদ্যমকে স্বাগত জানিয়েছে৷ প্রতিরক্ষামন্ত্রী চাক হাগেল জার্মানির নতুন প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েন-এর সঙ্গে প্রথম আলোচনায় জার্মান সরকারকে ধন্যবাদ জানান৷ হাগেল ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সামগ্রিকভাবে ন্যাটোর মধ্যে ইউরোপের আরও সক্রিয় ভূমিকার ডাক দিয়েছেন৷

জার্মানির দুই প্রধান দলের মহাজোট সরকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকার পথে চললেও বিরোধী বামপন্থি ও সবুজ দল এমন মনোভাবের কড়া সমালোচনা করেছে৷ বামপন্থি ‘ডি লিংকে' দলের প্রধান বলেন, ফেডারেল জার্মানির প্রতিষ্ঠার সময়েই সামরিক সংযমের বিষয়ে ঐকমত্য গড়ে উঠেছিল৷ রাষ্ট্রের বর্তমান চরিত্রে পরিবর্তন সম্পর্কে সাবধান করে দিয়েছেন তিনি৷ সবুজ দলও সামরিক ক্ষেত্রে জার্মানির অত্যধিক সক্রিয় ভূমিকা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হয়েছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ