1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির পুর্নমিলনকে ‘দখল’ বলছে রাশিয়া

৪ অক্টোবর ২০২৩

রাশিয়ায় ইতিহাসের নতুন এক বইয়ে দুই জার্মানির পুর্নমিলনকে কমিউনিষ্ট ইস্ট, অর্থাৎ পূর্ব জার্মানিকে ‘দখল' হিসেবে বর্ণনা করা হয়েছে৷ জার্মান ইতিহাসবিদরা মনে করেন, এ কথা বলে ইতিহাস বিকৃত করা হচ্ছে৷

জার্মানির পুনর্মিলন উৎসব
পুর্নমিলন নিয়ে রাশিয়ার সাম্প্রতিক অবস্থান জার্মান বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের বিরক্ত করছে৷ ছবি: picture-aliance/dpa/W. Kumm

৩৩ বছর হয়েছে৷ ১৯৯০ সালের ৩ অক্টোবর তৎকালীন পূর্ব জার্মানি, যেটি জার্মান ডেমোক্র্যাটিক রিপাবলিক (জিডিআর) হিসেবে পরিচিত ছিল, আনুষ্ঠানিকভাবে পশ্চিম জার্মানির সঙ্গে যোগ দেয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪৫ বছর পর সেদিন দুই জার্মানি একত্রিত হয়ে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়৷ 

তবে, এই পুর্নমিলন নিয়ে রাশিয়ার সাম্প্রতিক অবস্থান জার্মান বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের বিরক্ত করছে৷ রাশিয়ার উচ্চবিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এক নতুন ইতিহাস বইয়ে জার্মানির পুনর্মিলনকে ‘জিডিআরকে দখল করা হয়েছে' বলে দাবি করা হয়েছে৷ বইটি গতমাসে প্রকাশিত হয়েছে৷  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স পরাজিত জার্মানিকে চারভাগে ভাগ করে ফেলে৷ পশ্চিমাদের তিন অংশ নিয়ে গড়ে তোলা হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি৷ অন্যদিকে, সোভিয়েতের নিয়ন্ত্রণে থাকা অংশের নাম হয় জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক৷ জার্মানির পূর্বাংশ চলে সাম্যবাদী ধারায়, আর পশ্চিমাংশ চলে পুঁজিবাদী ধারায়৷ দুই জার্মানির এই বিভক্তি শীতল যুদ্ধের কেন্দ্রে পরিনত হয়৷  

কমিউনিস্ট পার্টি শাসিত পূর্ব জার্মানি চার দশকেরও বেশি সময় টিকে ছিল৷ তবে ১৯৮৯ সালে জিডিআরের ৪০তম বার্ষিকীতে উৎসবের পাশাপাশি ব্যাপক প্রতিবাদও হয়েছিল৷ সে বছরের ৯ নভেম্বর বার্লিন প্রাচীরের পতন ঘটে৷ পাশাপাশি ১৯৯০ সালে জিডিআরে প্রথম এবং শেষ অবাধ নির্বাচনটি অনুষ্ঠিত হয়৷ তখন দুই জার্মানির পুনর্মিলন প্রক্রিয়া এগিয়ে যায় এবং ‘টু প্লাস ফোর ট্রিটি' নামের একটি চুক্তিও স্বাক্ষর হয়৷ সবকিছু মিলিয়ে ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানির পুর্নমিলন ঘটে৷   

মাক্স প্লাঙ্ক ইন্সটিটিউটের হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক উটে ফ্রিভার্ট বলেন, ‘‘পুটিন এবং তার অনুসারী ‘ইতিহাস নিয়ে মিথ্যা' বলাদের কাছে এই পুর্নএকত্রিকরণ উপনিবেশায়ন৷ অর্থাৎ সাম্রাজ্যবাদী পশ্চিম দুর্বল পূর্বকে অধীনে নিয়ে নিয়েছে৷''

‘‘কিন্তু ইতিহাসের সাথে এই দাবির কোনো মিল নেই৷ তবে পুটিন শাসকগোষ্ঠীর পশ্চিমাবিরোধী আখ্যানের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ৷''

এআই/এসিবি

প্রথম বিশ্বযুদ্ধের পর যা ঘটেছিল

01:31

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ